<p style="text-align:justify">১৫ বছর নানা রকম অনিয়ম ও দুর্নীতির পর অবশেষে চট্টগ্রাম ওয়াসার এমডি পদ থেকে অপসারণ করা হলো প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমডিকে অপসারণের বিষয়টি জানানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালেদা জিয়ার আরো এক মামলা বাতিল করলেন হাইকোর্ট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730359018-ec99ac906ff61db341f0c0a4bd5a55fc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালেদা জিয়ার আরো এক মামলা বাতিল করলেন হাইকোর্ট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/31/1441139" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পাশাপাশি চট্টগ্রাম ওয়াসার নিয়মিত কাজ পরিচালনার সুবিধার্থে স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৮ ক-এ প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ’র চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলপূর্বক পদ থেকে অপসারণ করা হলো।</p> <p style="text-align:justify">এ কে এম ফজলুল্লাহ চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে অবসর নেন ২০০০ সালে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৬ জুলাই প্রথমবার চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে এক বছরের জন্য নিয়োগ পান। এরপর আরো এক বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাতিকে দেখতে ইংল্যান্ড যাবেন বাটলার, থাকছেন না ছাদখোলা বাস উদযাপনে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730357639-f6c64584485a71b37dc95052a2963678.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাতিকে দেখতে ইংল্যান্ড যাবেন বাটলার, থাকছেন না ছাদখোলা বাস উদযাপনে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/31/1441133" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">২০১১ সালে ঢাকা ওয়াসার আদলে চট্টগ্রাম ওয়াসাতেও ব্যবস্থাপনা পরিচালকের পদ তৈরি করা হয়। ওয়াসা বোর্ডও পুনর্গঠন করা হয়। তখন এমডি পদে নিয়োগ পান তৎকালীন চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ। সেই থেকেই এমডি পদে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের তথ্য দেওয়ার আহ্বান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730358155-76c9bd4baf9dc13f1e6fce23de9be805.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের তথ্য দেওয়ার আহ্বান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/31/1441137" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সর্বশেষ ২০২৩ সালে ৩ বছরের জন্য এমডি পদে নিয়োগ পান তিনি। এমডি পদে থাকার সুবাদে প্রকল্পে অনিয়ম, নিয়োগে স্বজনপ্রীতিসহ বিভিন্ন অপরাধে জড়ান তিনি।</p>