ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬
এক সপ্তাহ পর দেশে সনিক ৩

সনিক-শ্যাডোর জমজমাট লড়াই

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
সনিক-শ্যাডোর জমজমাট লড়াই
‘সনিক দ্য হেজহগ ৩’ ছবির দৃশ্য

সনিক চরিত্রটা ভিডিও গেমের। সেটাকে নিয়ে আসা হলো সিনেমার পর্দায়। আবার তা সাফল্যও পেল অসামান্য। পরপর দুটি সফল কিস্তির পর ২০ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে সনিক-দ্য হেজহগ ৩

মুক্তির পর থেকে বক্স অফিসে ব্যবসাও করছে বেশ। এমনকি প্রথম উইকেন্ডে দর্শকনন্দিত মুফাসা : দ্য লায়ন কিংকেও পেছনে ফেলেছে ছবিটি।

সাধারণত যুক্তরাষ্ট্রের সঙ্গে কিংবা আগে বাংলাদেশে মুক্তি পায় হলিউডের ছবি। তবে সনিক ৩ এলো এক সপ্তাহ পর।

গতকাল স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে এটি। আগের দুই ছবির ইঙ্গিত অনুসারে সনিক, টেইলস ও নাকলস এবার নতুন এক শত্রুর বিরুদ্ধে লড়বে, যেখানে শ্যাডো দ্য হেজহগ নামের এক শক্তিশালী চরিত্রের উপস্থিতিও আছে। শ্যাডোর পরিচয় ও তার উদ্দেশ্য এই ছবির মূল আকর্ষণ। ট্রেলারে শ্যাডো ও সনিকের মুখোমুখি হওয়ার দৃশ্য, নাকলসের অ্যাকশনের দারুণ অ্যানিমেশন দেখা গেছে।

প্রথম দুই কিস্তির মতো সনিক ৩-ও নির্মাণ করেছেন জেফ ফলার। এতে সনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এ ছাড়া নাকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা, শ্যাডো চরিত্রে কিয়ানু রিভস, টেইলসের কণ্ঠ দিয়েছেন কলিন ওশফনেসি। এ ছাড়া এবার পর্দায় পাওয়া গেছে ডাবল জিম ক্যারিকে। ডক্টর এগম্যান চরিত্রের ভক্তরা এবার একটু বেশিই খুশি।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘ইত্যাদি’তে বাবুর ব্যতিক্রমী সংগীত

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘ইত্যাদি’তে বাবুর ব্যতিক্রমী সংগীত

মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপড়েন ও সংসারের ঘানি টানতে টানতে অতিষ্ঠ জীবন নিয়ে এবারের ইত্যাদিতে গান গেয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গানটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র‌্যাপার মাহমুদুল হাসান। চমৎকার চারটি বক্তব্য নিয়ে এবারের এই মিউজিক্যাল ড্রামা দর্শকদের ভালো লাগবে বলে মনে করেন বাবু। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

ইত্যাদি গ্রন্থনা, রচনা ও পরিচালনায় যথারীতি হানিফ সংকেত।

 

 

মন্তব্য
অন্তর্জাল

খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার

শেয়ার
খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার
‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ জিৎ

২০২২ সালে মুক্তি পেয়েছিল নীরাজ পাণ্ডের প্রশংসিত সিরিজ খাকি : দ্য বিহার চ্যাপ্টার। তিন বছর পর নতুন অধ্যায় নিয়ে এলেন নির্মাতা। আজ নেটফ্লিক্সে এসেছে খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার। কলকাতার সন্ত্রাস দমনে দায়িত্ব পায় পুলিশ অফিসার অর্জুন মৈত্র।

নানা প্রতিকূলতা মোকাবেলা করে শহরকে নিরাপদ করতে চায় সে। অভিনয়ে আছেন প্রসেনজিত্ চ্যাটার্জি, জিত্, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

তুমি শুধু তুমি

শেয়ার
তুমি শুধু তুমি
শাবনূর ও রিয়াজ

অভিনয়ে শাবনূর, রিয়াজ, অমিত হাসান। পরিচালনা আবিদ হাসান বাদল। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : সাগর ছবি আঁকে।

একদিন গ্রামে ছবি আঁকতে গিয়ে নূপুরকে দেখে। ভালো লেগে যায় সাগরের। সেই ভালো লাগা নিয়েই ফেরে শহরে। এরই মধ্যে সাগরের একমাত্র বন্ধু বিজয় পড়াশোনা শেষে দেশে ফেরে।
ব্যবসার কাজে নূপুরদের গ্রামে যায়। সেও প্রেমে পড়ে নূপুরের। শহর থেকে সাগরকে ডেকে নেয় নূপুরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। সাগর গিয়ে দেখে আর কেউ নয়, তার বন্ধু ভালোবাসে নূপুরকেই।
ঘটনা মোড় নেয় অন্যদিকে।

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘ফাউল জামাই’ ধারাবাহিকে শরাফ আহমেদ জীবন

ফাউল জামাই

এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ফাউল জামাই। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, সুজিত বিশ্বাস প্রমুখ।

 

আফ্রিকাস ঘোস্ট রিপোর্টারস

আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন আফ্রিকাস ঘোস্ট রিপোর্টারস। আফ্রিকার বেশ কিছু দেশে রাজনৈতিক প্রপাগাণ্ডা ছড়ানোর জন্য ভুয়া সাংবাদিকতা একটি হাতিয়ার হয়ে উঠেছে। এর রহস্য উদঘাটন করেছে আল জাজিরার অনুসন্ধানী টিম।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ