<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে চলতি মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) জন্য এই সিরিজের সূচি পিছিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা শ্রীলঙ্কা সিরিজটা পিছিয়েছি। এখন ছেলেদের ঘরোয়া ক্রিকেটে খেলাটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের এমনই পরিকল্পনা ছিল। ছেলেরা বিপিএল, ডিপিএলে সুযোগ পেলে আমরা সেখানে খেলতে দেব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবারের অনূর্ধ্ব-১৯ দলটাকে নিয়ে অনেক প্রত্যাশা বিসিবির। আকবর আলীদের হাত ধরে আসা ট্রফি পুনরুদ্ধারের স্বপ্নপূরণে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন যুবারা। কিছুদিন আগে ভারতকে হারিয়ে এশিয়া কাপের ট্রফি দেশে এনেছেন আজিজুল হাকিম-ইকবাল হোসেনরা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি চার দিনের এবং পাঁচটি ওয়ানডে ম্যাচের সূচিও চূড়ান্ত ছিল। তবে ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলে অধিনায়ক আজিজুলসহ তিন ক্রিকেটার দল পেয়েছেন। আর তিন-চারজন ক্রিকেটারকে দলে টানতে চেষ্টা করছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখনো সূচি চূড়ান্ত না হলেও বিপিএলের পরপরই মাঠে গড়াবে ডিপিএলের পরবর্তী আসর। এই টুর্নামেন্টের বিভিন্ন দলের সঙ্গে চুক্তি করে ফেলেছেন এশিয়া কাপজয়ী ৮ ক্রিকেটার। এ জন্য শ্রীলঙ্কা সিরিজ পিছিয়ে যাচ্ছে। তবে আগামী এপ্রিল-মে মাসে ঘরের মাঠে আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ থাকায় শ্রীলঙ্কা সিরিজের ভাগ্য এখনো চূড়ান্ত হয়নি। এনাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা দুই বোর্ড আলোচনা করে একটা সময় বের করব। তবে এই সিরিজটি এখন আমাদের এখানে না হয়ে শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা বেশি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুব বিশ্বকাপের পরবর্তী আসর বসবে ২০২৬ সালের শুরুতে, জিম্বাবুয়ে-নামিবিয়ায়। এ জন্য আগামী বছর জিম্বাবুয়েতে একটি দ্বিপক্ষীক সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে দুটি সিরিজ খেলবেন আজিজুল-ইকবালরা। তার আগে বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে অভিজ্ঞতা বাড়িয়ে নেওয়ার সুযোগ যুবাদের সামনে। এ জন্য শ্রীলঙ্কা সিরিজ অনিশ্চতায় পড়লেও আফসোস নেই ক্রিকেটারদের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের আমেজ। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুশীলন করবে রংপুর রাইডার্স। মিরপুরে অনুশীলন করবে ঢাকা ক্যাপিটালস। আগামীকাল অনুশীলন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। পাকিস্তানি প্রধান কোচ ইজাজ আহমেদকে নিয়ে দুর্দান্ত রাজশাহীও আগামীকাল অনুশীলন শুরু করবে বলে জানা গেছে। চিটাগং কিংসের প্রধান কোচ শন টেইট এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আজ থেকে আসবেন বিদেশি ক্রিকেটাররা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>