ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

মোহামেডানকে ছিটকে দিল আবাহনী!

শেয়ার
মোহামেডানকে ছিটকে দিল আবাহনী!
জার্সি খুলে উদযাপন আবাহনীর মোহাম্মদ ইব্রাহিমের।ছবি : বাফুফে

ক্রীড়া প্রতিবেদক : দলবদলে আবাহনী এবার উঠেপড়ে লেগেছিল। স্থানীয়দের মধ্যে অন্যতম সেরা ফুটবলারদের তারা দলে ভেড়ায়। রাজনৈতিক পটপরিবর্তনে শেষ পর্যন্ত বিদেশি আনা থেকে বিরত থাকতে হয়। তবে আবাহনীর স্থানীয়রাই আকাশি-নীল জার্সিটাকে মলিন হতে দিচ্ছেন না।

লিগে বসুন্ধরা কিংসকে হারানোর পর গতকাল ফেডারেশন কাপে তারা হারিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/08-01-2025/2/kalerkantho-sp-1a.jpgমোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলে পাওয়া সেই জয়ে কাপে নিজেদের অবস্থান সুসংহত করার পাশাপাশি সাদা-কালোদের একরকম ছিটকে দিয়েছে তারা টুর্নামেন্ট থেকে। গ্রুপে রহমতগঞ্জ, আবাহনীর দুই দলেরই এখন সমান ৬ পয়েন্ট। তাদের ম্যাচও বাকি দুটি।

সেখানে মোহামেডানের পয়েন্ট ৩, তাদের হাতে ম্যাচ আর একটি। অর্থাত্ বড় কোনো অঘটন না ঘটলে ২০২৩-এর চ্যাম্পিয়নদের এবার আগেভাগেই এই শিরোপার আশা ছাড়তে হচ্ছে।

পেশাদার লিগে শীর্ষে থাকা মোহামেডান কুমিল্লার গতকালের ম্যাচে আধিপত্য করেছে ঠিক। কিন্তু সোলেমান দিয়াবাতের অনুজ্জ্বল পারফরম্যান্স দলটিকে ভুগিয়েছে।

এ ক্ষেত্রে কৃতিত্ব আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা ও রক্ষণভাগেরও। প্রথমার্ধে ইমানুয়েল সানডের পাঠানো চমত্কার ক্রসে দিয়াবাতেকে মাথা ছোঁয়াতে দেননি মিতুল, লাফিয়ে বল আয়ত্তে নিয়েছেন। দুই মিনিট পর বক্সের ভেতর কামরুল হাসানের বাধায় আটকে গেছেন মালিয়ান স্ট্রাইকার।

এই অর্ধে আবাহনীকেও একবার হতাশ করেছে মোহামেডান। শাহরিয়ার ইমন ডান দিক দিয়ে দুজনকে কাটিয়ে বক্সে ঢুকে পড়লেও মেহেদী হাসানের শেষ মুহূর্তের ট্যাকলে বল হারাতে হয়েছে তাঁকে।

দ্বিতীয়ার্ধে আরো একবার সাদা-কালোদের পথ আগলেছেন মিতুল। মুজাফফরভের ফ্রি-কিকে চমত্কার ফ্লিক ছিল মইনুল ইসলামের। জটলার মধ্যেও সেদিকে ঠিকই চোখ ছিল মিতুলের, এক হাত বাড়িয়ে বল বের করে দিয়েছেন তিনি। ম্যাচটি ক্রমে ড্রয়ের দিকে গড়াতে থাকলে তাতে ব্যবধান গড়ে নায়ক বনেছেন মোহাম্মদ ইব্রাহিম। এই মৌসুমে বসুন্ধরা কিংস থেকে আবাহনীর জার্সি গায়ে তোলা এই ফুটবলারের পায়ে হয়েছে চমত্কার একটা কাউন্টার অ্যাটাকের সফল পরিণতি। ৭৪ মিনিটে ডান দিক দিয়ে দ্রুত ওপরে উঠে ইমন ক্রস ঠেলেছিলেন, বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে তা জালে জড়িয়ে দিয়েছেন ইব্রাহিম। এরপর তাঁর জার্সি খোলা উদযাপন বলে দিয়েছে এই জয়টা কতটা গুরুত্বপূর্ণ আবাহনীর জন্য।

ময়মনসিংহে দিনের অন্য ম্যাচে এই গ্রুপের দুই তলানির দল ফকিরেরপুল ইয়াংমেন্স ও ঢাকা ওয়ান্ডারার্স ২-২ গোলে ড্র করেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট

টেন ৫

ফুটবল

প্রিমিয়ার লিগ

আর্সেনাল-লিভারপুল

হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২

ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড

হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

আজ নামছেন জহির

শেয়ার
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।

গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। হিট পার হয়ে সেমিফাইনালে ওঠাটাই জহিরের প্রথম পরীক্ষা। ৩ নম্বর হিটে হন্ডুরাস, ব্রাজিল, বাহামা, জাপান ও হাঙ্গেরির স্প্রিন্টারের বিপক্ষে দৌড়াবেন তিনি। জহির ইরানে এশিয়ান ইনডোরে রুপা জিতেছিলেন ৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে।
প্রতি হিটের সেরা দুজন ও টাইমিংয়ের দিক দিয়ে পরের সেরা আরো দুজনসহ মোট ১২ জন উঠবেন সেমিফাইনালে। বিকেলের সেশনেই হবে সেমিফাইনাল।

মন্তব্য

হকিতে ফাইনালে ওঠার লড়াই

শেয়ার
হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।

গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।

স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ চারে উঠেছে দলটি। চার খেলায় ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর।
চ্যাম্পিয়ন হয়ে দলটি বিকেএসপিকে এড়িয়েছে বলাই যায়। গ্রুপে বিকেএসপির পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় কিশোরগঞ্জ। ৯ পয়েন্ট ছিল অবশ্য ঠাকুরগাঁও, ঝিনাইদহেরও। গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে যশোরের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।

এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ