ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।
‘খ’ গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।
স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৩-০ গোলে হারিয়ে ‘ক’ গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ চারে উঠেছে দলটি। চার খেলায় ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর। চ্যাম্পিয়ন হয়ে দলটি বিকেএসপিকে এড়িয়েছে বলাই যায়। ‘খ’ গ্রুপে বিকেএসপির পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় কিশোরগঞ্জ। ৯ পয়েন্ট ছিল অবশ্য ঠাকুরগাঁও, ঝিনাইদহেরও। গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে যশোরের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।
এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।