<p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অপশাসনের অবসান ঘটেছে। এসেছে নতুন দিন, নতুন সময়, চাহিদা পূরণ ও নতুন সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ। মানুষ অতীতকে পেছনে ফেলে সামনে তাকাতে চাইছে। চাইছে সর্বক্ষেত্রে ইতিবাচক সংস্কার অগ্রাধিকার নির্ণয় করে। সংস্কার মানেই পরিবর্তন আর এটি চলমান। পরিবর্তন এবং নতুন নতুন উদ্ভাবনের তো বিকল্প নেই। </span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">মানুষ জেগেছে। বেড়েছে মানুষের চিন্তাশক্তির পরিধি। মানুষ চাইছে স্বপ্ন, কঠোর পরিশ্রম ও অবিচ্ছেদ্য ইচ্ছা পূরণের নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে। দেশে একটি বিরাট পরিবর্তন এসেছে। এই পরিবর্তন বুঝতে হবে। ছাত্র, তরুণ-যুবকরাই পরিবর্তনের </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">ভ্যানগার্ড</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi">। তাদের নতুন আলোতে জেগেছে বাংলাদেশ। সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা, আশা ও আকাঙ্ক্ষা। তরুণরা দেশের জন্য নিজেদের উৎসর্গ করেছেন। তারাই ভবিষ্যৎ বাংলাদেশ।</span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ফুটবল গণমানুষের খেলা। সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতির বিনোদনজগতে অনেক কিছুই সাধারণের জন্য দুর্ভেদ্য হয়ে পড়েছে। সহজ-সরল খেলা ফুটবল এখনো সাধারণের মধ্যেই থেকে গেছে। পারেনি তাদের প্রাণের টানকে অস্বীকার করতে। ফুটবল এখনো সাধারণ মানুষের নির্মল বিনোদনের অন্যতম প্রধান উৎস। যেখানেই ফুটবল, সেখানেই ক্রীড়ামোদী মানুষের ভিড়। ফুটবলের জন্য প্রচণ্ড ভালোবাসা। সবাই ভালো ফুটবল দেখতে চায়। ফুটবলের পরিবর্তন চায়। সত্যি, ফুটবল খেলার জগতের </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">রাজা</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi">।</span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">নতুন ঘটনাবহুল সময়ে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ধরনের রটনা এবং আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে। এরই মধ্যে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব বুঝে নিয়েছে। প্রতিশ্রুতি দিয়েছে ফুটবলের জনস্বার্থে সংস্কার কার্যক্রমের। আশ্বাস দিয়েছে জবাবদিহি, দায়বদ্ধতা এবং সুশাসন প্রতিষ্ঠার।</span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর দুটি আশাব্যঞ্জক ও ইতিবাচক বিষয় উল্লেখ করার দাবি রাখে। প্রথমটি হলো নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দল দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ সেরা। এটি দেশের অনেক বড় অর্জন। দ্বিতীয়টি হলো দেশের মাটিতে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা গ্রুপ ফিফা টিয়ার ওয়ান ইন্টারন্যাশনাল ম্যাচ ২০২৪</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi">-এ মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচের প্রথমটিতে ০-১ গোলে পরাজিত হলেও দ্বিতীয় খেলায় ঘুরে দাঁড়িয়ে সফরকারী দলকে ২-১ গোলে পরাজিত করেছে। আর এই জয়ে ফিফা র্যাংকিং ১৮৫ থেকে ১৮৪-তে এসেছে। স্বাধীনতার পর এবারই প্রথম স্থানীয় কোনো করপোরেট গ্রুপ (বসুন্ধরা গ্রুপ) ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ স্পন্সর করল। এটি দেশের ফুটবলের জন্য ইতিবাচক ও অনুকরণীয়। </span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><img alt="কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ ২০২৪-২৫" height="250" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/22-11-2024/7.jpg" style="float:left" width="321" />ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ উপভোগের জন্য বসুন্ধরা কিংস অ্যারেনায় ফুটবল আমুদে মানুষের উপচে পড়া ভিড় দেখে মনে হয়েছে, মানুষ ভালো খেলা দেখতে চায়। দেখতে চায় দেশের ফুটবলারদের সামর্থ্যের প্রতিফলন। </span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">গত মৌসুমে (২০২৩-২৪) পেশাদার ফুটবল লীগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর মো. ইমরুল হাসান (তখনকার কার্যনির্বাহী পরিষদে ১ নম্বর সহসভাপতি ছিলেন। বর্তমান কার্যনির্বাহী পরিষদে তিনি সিনিয়র সহসভাপতি) সহযোগী সবাইকে সম্পৃক্ত করে ঐকমত্যে উপনীত হয়ে শৃঙ্খলার সঙ্গে সুষ্ঠু ও সুন্দরভাবে লীগ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে পরিবর্তন, সংযোজন এবং নতুন উদ্ভাবন করেছেন। এগুলোর প্রয়োজন ছিল। ২০০৭ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ মাঠে গড়ালেও বছরের পর বছর এই বিষয়গুলো উপেক্ষিত হয়েছে। </span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">২০২৩-২৪ ফুটবল মৌসুম সাঙ্গ হওয়ার পর লীগ কমিটির চেয়ারম্যান ঐক্যবদ্ধ সম্মতির পরিপ্রেক্ষিতে জানিয়েছিলেন, ২০২৪-২৫ ফুটবল মৌসুম মাঠে গড়াবে প্রথমে চ্যালেঞ্জ কাপ লীগ ও ফেডারেশন কাপের মাধ্যমে। চ্যালেঞ্জ কাপ দেশের ঘরোয়া ফুটবলে প্রথমবার সংযোজিত হতে যাচ্ছে। ফুটবলে পরিবর্তন সব সময় কাম্য। চ্যালেঞ্জ কাপ এক দিনের একটি ম্যাচ। লীগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই খেলাটি আকর্ষণীয় করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা ভাবা হয়েছে। প্রতিবার দেশের একজন </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">লিজেন্ড</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> ফুটবলারের নামে চ্যালেঞ্জ কাপের নাম দেওয়া হবে। ২০২৪-২৫ মৌসুমের জন্য কারো নাম এখনো সবাই মিলে ঠিক করেননি। সময় অনেক আছে। যেহেতু বসুন্ধরা কিংস ২০২৩-২৪ মৌসুমে ট্রেবল জিতেছে, তাই প্রথম চ্যালেঞ্জ কাপ তারা খেলবে ফেডারেশন কাপে রানার্স আপ মোডামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে। আর যে দলটি লীগ চ্যাম্পিয়ন হবে, তার হোম ভেন্যুতে এই খেলা অনুষ্ঠিত হবে। এই পরিপ্রেক্ষিতে চ্যালেঞ্জ কাপের খেলা প্রথমবার অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এ ছাড়া লীগের খেলা সপ্তাহে শুক্রবার ও শনিবার এবং ফেডারেশন কাপের খেলা মঙ্গলবার অনুষ্ঠিত হবে আগের নিয়ম অনুযায়ী।</span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। এটি জাতীয় জীবনে একটি অবিস্মরণীয় ঘটনা। এই পরিবর্তন সম্ভব হয়েছে কিশোর, তরুণ ও যুবকের অকল্পনীয় আত্মত্যাগ এবং জীবন উৎসর্গের বিনিময়ে। তরুণরা শেষ পর্যন্ত জিতেছেন। মানুষকে মুক্তির আলো দেখিয়েছেন। </span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">দেশের মানুষকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য অগণিত তরুণ জীবন উৎসর্গ করেছেন। তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তাদের স্মৃতি ফুটবল অঙ্গনে ধরে রাখার জন্য বাফুফে ও লীগ কমিটি ২২ নভেম্বর অনুষ্ঠেয় চ্যালেঞ্জ কাপের নাম দিয়েছে </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ ২০২৪-২৫, পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ। নতুন সময়ে নতুন চিন্তার একটি আবেগময়ী ম্যাচ। বাফুফে ও লীগ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্মতিতে। জানা গেছে, বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের টিকিট বিক্রির অর্থ এবং উভয় দলের প্রাইজ মানি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">ডোনেট</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> করা হবে। ২২ নভেম্বরের ম্যাচটি দেশের ফুটবল ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।</span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">সামাজিক দায়বদ্ধতা থেকে বৃহত্তর ফুটবলজগতের পাশে সব সময় আছে বসুন্ধরা গ্রুপ। চ্যালেঞ্জ কাপের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় দেশের ফুটবল অনুরাগী মহলে গ্রুপের ভাবমূর্তি আরেক ধাপ বৃদ্ধি পাবে বলে মনে করি।</span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">মৌসুমের শুরুতে একটিমাত্র ম্যাচ বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। যেকোনো কিছু হতে পারে। বড় ম্যাচ। ফুটবলে সব দিন সব সময় ভালো যায় না। ভালো খেলার পাশাপাশি প্রয়োজন ভাগ্যের সহায়তা। মোহামেডান খেলবে প্রতিপক্ষের হোম ভেন্যুতে। </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> দুই দলের মধ্যে ভিন্ন একটি লড়াই। পরিসংখ্যান কিংবা অতীত কোনোটিই এই ধরনের ম্যাচে বিশেষ ভূমিকা রাখে না। জানি না, দুই দল এই ম্যাচ নিয়ে আলাদা কী ভাবছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ করেছি, উভয় দলের ভক্ত ও সমর্থকরা অত্যন্ত সক্রিয়। এতে বোঝা যাচ্ছে উভয় দলই ভালো প্রস্তুতি নিয়েছে। আশা করতে পারি, এটি একটি দারুণ ম্যাচ হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো উভয় দলের ঠিকঠাক সমন্বয়। ফুটবল দলীয় খেলা। এটি বলতে পারি, উভয় দলের ড্রেসিংরুমের পরিবেশ ঠিক আছে। মোহামেডান তার গত বছরের দলগত শক্তি ধরে রেখেছে। কে ফেভারিট, এটি বলা মুশকিল। দুটি দলই ভারসাম্যময়। প্রিমিয়ার ফুটবলে এখন অপ্রতিদ্বন্দ্বী দল বসুন্ধরা কিংস। খেলতে নেমেই একনাগাড়ে এরই মধ্যে পাঁচবার শিরোপা জিতে দেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করেছে। অন্যদিকে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং। ঢাকার ফুটবলে একটি লম্বা সময়ে যতবার শিরোপা জিতেছে, এই রেকর্ড আর কারো নেই। তবে সুবর্ণময় অতীতের অধিকারী দলটি ২০০২ সালের পর আর লীগ শিরোপা জিততে পারেনি। বসুন্ধরা গত মৌসুমে ট্রেবল জিতেছে। আর মোহামেডান স্পোর্টিং তিনটি কম্পিটিশনেই রানার্স আপ হয়েছে। মোহামেডানের কোচ একসময়ের স্ট্রাইকার আলফাজ আহমদ। এরই মধ্যে দলটিকে উজ্জীবিত করে লাইনে তুলে এনেছেন। অন্যদিকে বসুন্ধরা কিংসের নতুন কোচ ৫৮ বছর বয়সী রুমানিয়ার ভ্যানেরিও-তিতা। ঘরোয়া ফুটবলে এটি তার প্রথম অ্যাসাইনমেন্ট। তিতার অভিজ্ঞতা অনেক বেশি। মধ্যপ্রাচ্যের ক্লাব ছাড়াও জাতীয় দলকে প্রশিক্ষণ দিয়ে জয়ের স্বাদ দিয়েছেন বারবার।</span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">বিশ্বাস করি, প্রচুর দর্শক মাঠে আসবে। উভয় দলের সমর্থকরা প্রিয় দলের খেলা খুব কাছে থেকে উপভোগ করার সুযোগ পাবে। </span></span></span></p> <p> </p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">লেখক : কলামিস্ট ও বিশ্লেষক। সাবেক সিনিয়র সহসভাপতি, এআইপিএস এশিয়া। আজীবন সদস্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। প্যানেল রাইটার, ফুটবল এশিয়া</span></span></span></p>