<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চার মাস আগে ঐক্যবদ্ধ তারুণ্য শক্তি দেশে রাজনৈতিক পরিবর্তন সাধনে অন্যতম ভূমিকা পালন করেছে। তারা এনেছে নতুন দিন। নতুন সময়। প্রমাণ করেছে তারুণ্যের শক্তির বিকল্প নেই সমাজ ও দেশ গঠনের পরিবর্তন এবং বিনির্মাণে। আরো প্রমাণ করেছে তারুণ্যের শক্তির সম্মিলিত শক্তিই ভবিষ্যৎ বাংলাদেশ। জেগে থাকা তারুণ্য দেখতে চায় সর্বক্ষেত্রে উজ্জ্বল বাংলাদেশ। দেখতে চায় নতুন জন্ম নেওয়া আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারুণ্যের জয় আমরা দেখেছি। তারুণ্য যে কতটা অদম্য ও সৃষ্টিশীল তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। তাই তারুণ্য ঘিরে প্রয়োজন সব রকম চিন্তা-ভাবনা ও পরিকল্পনা প্রণয়ন। গণ-অভ্যুত্থানের পর থেকে বারবার বলা হচ্ছে, দেশ ও সমাজের সর্বক্ষেত্রে তরুণের অংশগ্রহণের রূপরেখা প্রণয়নের এটিই সময়। অতীতে তরুণদের সেভাবে সম্পৃক্ত করা হয়নি। আমরা সুযোগ হারানোর দশক পার করেছি। তরুণসমাজকে প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। একবার চিন্তা করুন ক্রীড়াঙ্গনের কথা। এ বিষয়ে কি কিশোর ও তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে বাস্তবতার আলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের অংশগ্রহণের রূপরেখা প্রণয়নের এটিই সময়। ক্রিকেট, হকি, ফুটবল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিটি খেলায় তরুণদের নিয়ে ভাবতে হবে। আমাদের ক্রীড়াঙ্গনে বড় কিছু করার সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা যে মানবিক ক্রীড়াঙ্গনের কথা ভাবি, তরুণদের সম্পৃক্ততা ছাড়া এটি সৃষ্টি করা সম্ভব নয়। সম্ভব নয় বৈষম্যহীন ক্রীড়াঙ্গন। তরুণদের প্রতি আস্থা রাখতে হবে। তারা আমাদের উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুব দল আটবারের বিজয়ী ভারতের যুব দলকে ৫৯ রানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। দেশের নতুন সময়ে যুব দলের ভারতের বিপক্ষে বিজয় শুধু ক্রীড়াঙ্গনে নয়, বৃহত্তর সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে খুব তাৎপর্যময়। বহু মতের দেশ বাংলাদেশ। এটিই আমাদের সৌন্দর্য। ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের জয়ের প্রতিফলন লক্ষ করেছি সাধারণ মহলে। সবাই এই জয় ভাগাভাগি করে উপভোগ করেছে। দেশের জয়কে বড় করে দেখছে। জয় মানুষের বিশ্বাসকে দৃঢ় করেছে। আবারও দেখলাম, সবাই দেশের স্বার্থে এক। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="তারুণ্যের শক্তিতে জেগে উঠুক ক্রীড়াঙ্গন" height="200" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/10-12-2024/4555.jpg" style="float:left" width="382" />বিজয়ী যুব দলের সব খেলোয়াড়, কোচ এবং টিম ম্যানেজমেন্টকে আমাদের অভিনন্দন। তারা ঘটনাবহুল সময়ে পুরো জাতিকে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছে। তারা দেশের মুখ উজ্জ্বল করেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের ক্রিকেটের শিকড় অনেক গভীরে। ক্রিকেট ঐতিহ্য সুবর্ণময়। ভারতের ক্রিকেট সব সময় বাংলাদেশের ক্রিকেটকে হেয় প্রতিপন্ন করে। নতজানু দৃষ্টিতে দেখতে চায়, যেটি দুঃখজনক। তাদের চিন্তায় ছিল বাংলাদেশকে সহজেই পরাজিত করে নবমবারের মতো শিরোপা জিতবে, কিন্তু সেটি হতে দেয়নি বাংলাদেশের যুব দল। তারা প্রতিপক্ষের বিপক্ষে আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে চোখে চোখ রেখে সম্মিলিতভাবে লড়েছে। খেলা উপভোগের পাশাপাশি সেরা ক্রিকেট খেলেছে। পুরো টুর্নামেন্টে যুব ক্রিকেটাররা কখনো তাদের মনঃসংযোগ হারাননি। দেশের জন্য খেলা কত বড় গর্বের বিষয়, এটি যুব দল মাঠে দেখিয়ে দিয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বছর সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে বাংলাদেশ প্রথম শিরোপা জেতে। এবার ভারতকে পরাজিত করল। শুধু কি তাই, এবার আরেক শক্তিশালী দল পাকিস্তানকেও পরাজিত করেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে জাতিকে মহিমান্বিত করেছে। আমরা সব সময় বলেছি, ক্রিকেটে বাংলাদেশের জন্য উজ্জ্বল একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। শুধু প্রয়োজন তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগানো। তরুণদের নিয়ে কাজ করতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুবাইয়ে এবারের ফাইনালে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ১৯৮ রান। ভারতকে জয় নিয়ে মাঠ ছাড়তে হলে করতে হতো ১৯৯ রান। সেখানে তারা ৩৫.২ ওভারে ১৩৯ রানে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অল আউট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। বাংলাদেশের পেসারদের পরীক্ষায় ভারত পরাজিত হয়েছে। তারা ভাবতেও পারেনি বাংলাদেশের পেসারদের মোকাবেলা করতে হিমশিম খেতে হবে। ফাইনালে সেরা ও টুর্নামেন্টের সেরা পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ইকবাল। ইকবাল টুর্নামেন্টে ১৩টি উইকেট নিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়াঙ্গনে যুবশক্তিকে লালন-পালন করা ছাড়া কোনো বিকল্প নেই। সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ হকিতে বাংলাদেশ যুব দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে। এতে হকির কোনো বিশ্বকাপে এই প্রথম খেলার সুযোগ নিশ্চিত করেছে বাংলাদেশ। আমাদের রয়েছে বিশাল বড় এক সম্ভাবনাময় তরুণসমাজ। তারা প্রতিভা আর সম্ভাবনার স্বাক্ষর রেখে চলেছে বিভিন্ন খেলায়। তারাই আমাদের প্রকৃত ভবিষ্যৎ। আমাদের আগামী দিনের স্বপ্ন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেখক : কলামিস্ট ও বিশ্লেষক। সাবেক সিনিয়র সহসভাপতি এআইপিএস এশিয়া। আজীবন সদস্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। প্যানেল রাইটার, ফুটবল এশিয়া</span></span></span></span></p>