২. এবার আধাকাপ পানি আর সিকিকাপ চিনি দিয়ে পাতলা সিরা তৈরি করে ঠাণ্ডা করে নিতে হবে। তারপর পাউরুটির টুকরাগুলো সিরায় চুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে।
৩. এবার একটা সার্ভিং ডিশে পাউরুটিগুলো সাজিয়ে রাখতে হবে। তারপর চুলায় হাঁড়ি বসিয়ে ঘন দুধ, কাস্টার্ড পাউডার, হেভি ক্রিম, কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে চুলা জ্বালিয়ে কম আঁচে অনবরত নাড়তে হবে। ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে।
৪. এবার সাজিয়ে রাখা পাউরুটিগুলোর ওপর ছড়িয়ে দিতে হবে ঘন থকথকে ক্রিমটা। তারপর ওপরে হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
উপকরণ
পাউরুটি ৮ টুকরা, ঘন দুধ আধাকাপ, কনডেন্সড মিল্ক আধাকাপ, হেভি ক্রিম ১ কাপ, কাস্টার্ড পাউডার ২ চা চামচ, হুইপড ক্রিম সাজানোর জন্য আধাকাপ, ঘি দেড় কাপ।

লেমন চিজ টার্ট
উপকরণ
টার্ট সেলের জন্য
ময়দা ১৬৫ গ্রাম, বাটার ১০০ গ্রাম, লবণ স্বাদমতো, আইসিং সুগার ৬০ গ্রাম, আমন্ড পাউডার ২০ গ্রাম, ডিম ৩৫ গ্রাম।
লেমন চিজ ক্রিমের জন্য
হলুদ লেমন জুস ৭০ গ্রাম, ক্রিম চিজ ১১৫ গ্রাম, চিনি ৮০ গ্রাম, বাটার ১৩০ গ্রাম (রুম টেম্পারেচারের), জেলোটিন ৩ গ্রাম, পানি ৯ মিলিলিটার।
সাজানোর জন্য
লেবুপাতা, আমন্ড কুচি (ইচ্ছা অনুযায়ী)।
যেভাবে তৈরি করবেন
১. টার্ট ডো তৈরি করতে প্রথমে বাটার, আইসিং সুগার,অল্প একটু ডিম দিয়ে বিট করতে হবে। তারপর ময়দা, আমন্ড পাউডার, লবণ দিতে হবে। তারপর বাটার দিয়ে গোল করে গড়িয়ে গড়িয়ে মেশাতে হবে, মাখানো যাবে না।
২. তারপর ক্লিন র্যাপ দিয়ে টাইট করে পেঁচিয়ে ১৫-২০ মিনিট চিলারে রাখতে হবে। এরপর বের করে বেকিং পেপার ওপরে দিয়ে গোল করে বেলে টার্ট সেলে বিছিয়ে মাঝখানে চাল দিতে হবে, যাতে ফুলে উঠতে না পারে।
৩. এবার প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপে ২০ মিনিট বেক করতে হবে। হয়ে গেলে চালগুলো ফেলে দিতে হবে।
৪. ক্রিম তৈরি করতে প্রথমে জেলোটিন পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। ক্রিম চিজ ফেটিয়ে নিতে হবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পাত্রে লেমন জুস নিয়ে চুলায় বসিয়ে জ্বাল করে ঘন করে নিতে হবে।
৫. এবার জেলোটিনটা মিশিয়ে নিতে হবে। তারপর চিজের মিশ্রণে দিয়ে বিট করে নিতে হবে। বাটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। এবার টার্ট সেলের ভেতর পাইপিং ব্যাগ দিয়ে লেমন চিজ ক্রিম দিয়ে ওপরে লেবুপাতা আর আমন্ড কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

মালাই গাজরেলা
উপকরণ
গাজর বড় সাইজের ২টি, চিনি স্বাদমতো, লবণ একচিমটি, সুজি ২ টেবিল চামচ, তরল দুধ দেড় লিটার, গুঁড়া দুধ আধাকাপ, কাঠবাদাম কুচি ইচ্ছা অনুযায়ী, ঘি সিকিকাপ, এলাচ ২টি।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে তরল দুধ চিনি দিয়ে জ্বাল করে ঘন করে নিতে হবে। গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গাজর কুচি করে কেটে সামান্য একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
২. এবার চুলায় প্যান বসিয়ে ঘি দিয়ে বেল্ড করা গাজর, ২ টেবিল চামচ চিনি, একচিমটি লবণ আর সুজি দিয়ে ভালো করে মিশিয়ে অনবরত নাড়তে হবে। মিশ্রণটা প্যানের গা ছেড়ে এলে নামিয়ে ঠাণ্ডা হলে গোল গোল করে ছোট সাইজের মিষ্টির মতো বানিয়ে নিতে হবে।
৩. এবার গাজরের মিষ্টিগুলো ভাপে সিদ্ধ করে নিতে হবে। তারপর দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে একটা বলক এলে নামিয়ে নিতে হবে। তারপর ঠাণ্ডা হলে সার্ভিং ডিশে নিয়ে ওপরে আমন্ড কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

আনারসের জর্দা
উপকরণ
বড় সাইজের একটি আনারস ছোট সাইজের করে কেটে নেওয়া, পোলাওয়ের চাল দেড় কাপ, লবণ স্বাদমতো, চিনি দেড় কাপ, মাল্টার রস এক কাপ, একটা মাল্টার খোসা, অরেঞ্জ ইমালশন আধা চা চামচ, অরেঞ্জ ফুড কালার সামান্য একটু, পানি পরিমাণমতো, ঘি ১ কাপ, আস্ত গরম মসলা এলাচ, দারচিনি, তেজপাতা, লং ২টি করে, কাঠবাদাম, পেস্তাবাদাম কুচি ইচ্ছা অনুযায়ী, কিশমিশ ইচ্ছা অনুযায়ী, মোরব্বা কুচি ইচ্ছা অনুযায়ী, বেবি সুইটস ইচ্ছা অনুযায়ী।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে চাল ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে লবণ আর ফুড কালার দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। মাল্টার খোসা দিতে হবে। বলক এসে চাল ৮০ শতাংশ সিদ্ধ হয়ে এলে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
২. মাল্টার খোসাটা ফেলে দিতে হবে। এবার চুলায় হাঁড়ি বসিয়ে ঘি দিয়ে আনারস কুচি দিয়ে ভাজতে হবে। তারপর সিদ্ধ করে নেওয়া ভাত, চিনি, অরেঞ্জ ইমালশন, মাল্টার রস, আস্ত গরম মসলা, কিশমিশ, বাদাম কুচি, মোরব্বা কুচি দিয়ে কম আঁচে ঢেকে রাখতে হবে ১৫ মিনিট।
৩. তারপর ঢাকনা খুলে নেড়ে ওপরে ফয়েল দিয়ে আবারও ঢেকে দমে রাখতে হবে ২০ মিনিট, কম আঁচে। তারপর হয়ে এলে নামিয়ে পরিবেশন করতে হবে ওপরে বাদাম কুচি, বেবি সুইটস দিয়ে।

মাটন শামি কাবাব
উপকরণ
খাসির সলিড মাংস ১ কেজি, বুটের ডাল ২ কাপ, আলু ২টি, ডিম ২টি, চিলি ফ্লেক্স স্বাদমতো, লবণ স্বাদমতো, কাবাব মসলা ১ টেবিল চামচ, টমেটো পেস্ট ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, শাহি জিরা আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া স্বাদমতো, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, পেয়াজ বেরেস্তা আধাকাপ,
আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, ভাজার জন্য সয়াবিন তেল দেড় কাপ।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে ডাল ধুয়ে কমপক্ষে দেড় ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। খাসির মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে একটি হাঁড়িতে নিতে হবে। এবার সব বাটা মসলা, গুঁড়া মসলা, টমেটো পেস্ট, লবণ আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে, সঙ্গে ডালও দিতে হবে।
২. মাংস আর ডাল যখন সিদ্ধ হয়ে আসবে, তখন একটি ডিম ফেটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে পানিটা শুকিয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।
৩. এবার বেটে নিতে হবে। তারপর বেটে নেওয়া মাংসের সঙ্গে চিলি ফ্লেক্স, গরম মসলা গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মেখে গোল শেপের কাবাব বানিয়ে নিতে হবে।
৪. এরপর ডিমের সাদা অংশ ফেটিয়ে নিতে হবে। কাবাবগুলো ডিমের সাদা অংশে চুবিয়ে ডুবো তেলে ভেজে তুলে নিতে হবে।

চিকেন ঝাল রোস্ট
উপকরণ
১ কেজি ২০০-৩০০ গ্রাম ওজনের মুরগি ৫টি, আদা বাটা ২ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধাকাপ, পেঁয়াজ বাটা আধাকাপ, পেঁয়াজ কুচি আধাকাপ, রসুন বাটা ৩ টেবিল চামচ, কাঠবাদাম, পেস্তাবাদাম বাটা ২ টেবিল চামচ, টক দই আধাকাপ, কিশমিশ বাটা ১ চা চামচ, রোস্টের মসলা ১ প্যাকেট,
ধনে গুঁড়া ২ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া স্বাদমতো, পানি পরিমাণমতো, গুঁড়া দুধ আধাকাপ, পেস্তাবাদাম কুচি ইচ্ছা অনুযায়ী সাজানোর জন্য, টমেটো পেস্ট ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ঘি ১ কাপ, সয়াবিন তেল ১ কাপ, চিলি সস ১ চা চামচ, আস্ত গরম মসলা ১টা জয়ত্রি, আধা চা চামচ শাহি জিরা, কালো বড় এলাচ ১টা,সবুজ এলাচ ৫-৬টা, তেজপাতা ৩-৪টা,লং ৪-৫টা, দারচিনি ৫-৬ টুকরা। হলুদ ফুড কালার সামান্য একটু, লাল পাকা মরিচ ৫-৬টি।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে ১টা মুরগি ৪ পিস করে কেটে নিতে হবে এবং ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে লবণ, ফুড কালার সামান্য, লাল মরিচের গুঁড়া ২ চা চামচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ আর ঘি সিকিকাপ দিয়ে গরম হলে প্রতিটি মুরগির পিস ভেজে তুলে নিতে হবে।
২. এবার সব গুঁড়া আর বাটা মসলা, রোস্টের মসলা, বাদাম বাটা, সস, পেঁয়াজ বেরেস্তা, টক দই দিয়ে ভালো করে বেল্ড করে নিতে হবে। এবার চুলায় হাঁড়ি বসিয়ে সয়াবিন তেল, ঘি দিয়ে আস্ত গরম মসলা, শাহি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। তারপর বেল্ড করা মসলা দিয়ে অল্প একটু পানি দিয়ে অনেক সময় নিয়ে কষাতে হবে।
৩. মসলা কষাতে কষাতে তেল ওপরে উঠে এলে ভাজা মুরগির পিসগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। এবার গুঁড়া দুধ পরিমাণমতো পানি দিয়ে গুলিয়ে দিতে হবে। এবার কম আঁচে ঢেকে রান্না করতে হবে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। নামানোর আগে ১ টেবিল চামচ ঘি, পেঁয়াজ বেরেস্তা, লাল পাকা মরিচ দিয়ে ৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করতে হবে।

মটরশুঁটি পোলাও
উপকরণ
মটরশুঁটি আধা কেজি, পোলাওয়ের চাল ১ কেজি, শাহি জিরা আধা চা চামচ, লবণ স্বাদমতো, পানি চালের দ্বিগুণ, আস্ত গরম মসলা এলাচ, দারচিনি, তেজপাতা ২টা করে, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি সিকিকাপ, ঘি আধাকাপ, সয়াবিন তেল সিকিকাপ।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে মটরশুঁটি খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার চুলায় হাঁড়ি বসিয়ে পানি আর লবণ দিয়ে বলক এলে মটরশুঁটি দিয়ে নামিয়ে পানি ঝরিয়ে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে।
২. এবার চুলায় হাঁড়ি বসিয়ে সয়াবিন তেল আর ঘি দিয়ে শাহি জিরা, আস্ত গরম মসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। তারপর চাল দিয়ে লবণ, বাটা মসলা দিয়ে ভালো করে ভাজতে হবে। মটরশুঁটি দিয়ে আবারও ভাজতে হবে। তারপর পানি দিয়ে বলক এলে পানিটা শুকিয়ে এলে ওপরে ফয়েল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে দমে রাখতে হবে ২০-২৫ মিনিট। এরপর ঢাকনা খুলে নেড়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে হবে।