ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৪ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৪ রমজান ১৪৪৬

ঝাল মাংসের ৪ পদ

  • মাংসে ঝাল পছন্দ করেন অনেকে। তাদের জন্য ঝাল মাংসের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী জান্নাত আরা এনি
শেয়ার
ঝাল মাংসের ৪ পদ

ঝাল মাংসের ৪ পদ

বিফ ফ্রাই বটি

উপকরণ

গরুর সলিড মাংস আধা কেজি, আদার রস, রসুনের রস, পেঁয়াজের রস এক টেবিল চামচ করে, কাঁচা মরিচ কুচি পছন্দমতো, লেবুর রস দুই টেবিল চামচ, গরম মসলার গুঁড়া এক চা চামচ, পেঁপে বাটা এক চা চামচ, টমেটো সস ও সরিষার তেল দুই টেবিল চামচ করে, লবণ স্বাদমতো।

 

ময়দার মিশ্রণের উপকরণ 

ময়দা চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার ছয় টেবিল চামচ লবণ সামান্য, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ।

 

যেভাবে তৈরি করবেন

১. মাংসের চর্বি, হাড় ও পর্দা বাদ দিয়ে এক ইঞ্চি করে পাতলা করে কেটে সব উপকরণ মিশিয়ে এক ঘণ্টা রেখে দিন।

২. ময়দার মিশ্রণের জন্য সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।

৩. এবার মেরিনেট করা মাংস এক টুকরা করে নিয়ে ময়দার মিশ্রণে গড়িয়ে ডুবো তেলে মুচমুচে করে ভাজুন। এভাবে সবগুলো ভেজে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

 

ঝাল মাংসের ৪ পদ

স্পাইসি কিমা ভুনা

উপকরণ

গরুর মাংসের কিমা দুই কাপ, টমেটো টুকরা ও পেঁয়াজ কুচি এক কাপ, আদা কুচি ও রসুন বাটা দুই চা চামচ, আদা বাটা এক টেবিল চামচ, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, ধনেপাতা বাটা দুই চা চামচ, এলাচ তিনটা, দারচিনি দুই টুকরা, তেজপাতা তিনটা,  লবণ স্বাদমতো, তেল চার টেবিল চামচ, কাঁচা মরিচ ছয়টা, ধনেপাতা কুচি অল্প।

 

যেভাবে তৈরি করবেন

১. হাঁড়িতে তেল গরম করে এলাচ, দারচিনি, তেজপাতা ও পেঁয়াজ কুচি লাল করে ভেজে সব গুঁড়া মসলা ও বাটা মসলা দিয়ে কষিয়ে কিমা, লবণ আর আধা কাপ গরম পানি দিয়ে নেড়ে দশ মিনিট রান্না করুন।

২. টুকরা টমেটো, কাঁচা মরিচ দিয়ে মধ্যম আঁচে রান্না করুন আরো ২০ মিনিট।

৩. নামানোর আগে ধনেপাতা কুচি, আদা কুচি ছিটিয়ে নামিয়ে ভাত কিংবা পরোটা, রুটির সঙ্গে পরিবেশন করুন।

 

ঝাল মাংসের ৪ পদ

বিফ স্টেক

উপকরণ

বিফ স্টেক দুই টুকরা দুই কেজি, ভিনেগার, তেঁতুলের মাড়, সরিষা বাটা দুই টেবিল চামচ করে, সয়া সস তিন টেবিল চামচ, অলিভ অয়েল দুই টেবিল চামচ, লবণ সিকি চা চামচ, মধু এক চা চামচ, তেঁতুলের মাড় দুই টেবিল চামচ, রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া দেড় চা চামচ করে।

 

যেভাবে তৈরি করবেন

১. একটি পাত্রে রসুন বাটা, ভিনেগার, সয়া সস, অলিভ অয়েল, সরিষা বাটা, লালমরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, মধু ও লবণ ভালো করে মিশিয়ে নিন।

২. এর মধ্যে তেঁতুলের মাড় ঢেলে আরেকবার মিশিয়ে মিশ্রণটি একটি জিপ লকড ব্যাগে ঢেলে মধ্যে বিফ স্টেকের টুকরা দিয়ে লক আটকে দিন। প্যাকেটটি ভালোভাবে নেড়ে নিন যেন মাংসের গায়ে মিশ্রণটি ভালোভাবে লেগে থাকে। ব্যাগটি ফ্রিজে ৮-১২ ঘণ্টা মেরিনেট হতে দিন।

৩. একটি গ্রিল প্যানে কুকিং স্প্রে দিয়ে তার ওপর স্টেক দিয়ে দুই পাশ ভালোভাবে উল্টে দিন।

সিদ্ধ হয়ে গেলে স্টেক প্লেটে তুলে ম্যাশড পটেটো অথবা সবজির সঙ্গে পরিবেশন করুন।

 

ঝাল মাংসের ৪ পদ

বিফ ভিন্দালু

উপকরণ

গরুর মাংস আধা কেজি, লবণ স্বাদমতো, টক দই দুই টেবিল চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, সাদা তেল আধা কাপ, শুকনা মরিচ আটটি, গরম মসলা এক চা চামচ, দারচিনি দুই টুকরা, জিরা এক টেবিল চামচ, গোলমরিচ এক চা চামচ, আদা কুচি আধা কাপ, রসুন কোয়া আটটি, ধনে এক টেবিল চামচ, ভিনেগার তিন টেবিল চামচ।

 

যেভাবে তৈরি করবেন

১. শুকনা মরিচ দশ মিনিট ভিনেগারে ভিজিয়ে রেখে ভিনেগার, আদা, রসুন, দারচিনি, গোলমরিচ, জিরা, ধনে—সব মসলা মিক্সচারে ভালো করে বেঁটে পেস্ট বানান।

২. মাংসের সঙ্গে পরিমাণমতো লবণ ও মসলার পেস্ট ভালো করে মেখে দুই ঘণ্টা রেখে দিন। একটা পাত্রে সাদা তেল নিয়ে ভালো করে গরম করে নিয়ে কুচানো পেঁয়াজ ও সামান্য লবণ দিয়ে ভালো করে কষিয়ে মাংস দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করুন।

৩. মধ্যম আঁচে মাংসের পানি শুকিয়ে তারপর গ্রেভি করার জন্য পরিমাণমতো উষ্ণ গরম পানি দিন। আরো কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস থেকে নামিয়ে নিলেই তৈরি পর্তুগিজ ডিশ বিফ ভিন্দালু রেডি। ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

 

 

 

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ভিনদেশি ১৬ পদ

    অনেক দেশের বিশেষ কিছু মাংসের পদ বিশ্বব্যাপী সমাদৃত। এমন ১৬টি মাংসের পদের খোঁজ নিয়েছেন সাদিয়া এশা ও ত্রয়া চৌধুরী
শেয়ার
ভিনদেশি ১৬ পদ

অ্যারাবিয়ান

মাটন খেবসা

উপকরণ

টমেটো চারটি, খাসির গোশত আধা কেজি, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, আদা-রসুন বাটা চার টেবিল চামচ, তেজপাতা তিনটি, এলাচ ছয়টি, লবঙ্গ সাতটি, দারচিনি চার টুকরা, কাবাবচিনি দশটি, কালো এলাচ দুটি, কালো গোলমরিচ দশটি, স্টার মসলা একটি, লবণ স্বাদমতো, জিরা গুঁড়া এক টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া এক টেবিল চামচ, গরম মসলা গুঁড়া দুই চা চামচ, গাজর কয়েক টুকরা, ঘি তিন টেবিল চামচ, কাঁচা মরিচ চারটি।

 

যেভাবে তৈরি করবেন

১. টমেটো সিদ্ধ করে খোসা ছিলে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে টমেটো, আদা-রসুন বাটা, লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন।

২. দশ মিনিট পর তেজপাতা, এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কাবাবচিনি, স্টার মসলা ও জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিন।

খাসির মাংস ভালো করে ধুয়ে মসলায় দিয়ে মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে এক কাপ গরম পানিসহ ঢেকে দিন।

৩. ঢাকনা খুলে গরম মসলা গুঁড়া দিয়ে ত্রিশ মিনিট মাঝারি আঁচে রান্না করে গাজর ও এক কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন।

৪. গাজর নরম হলে বাসমতী চাল দিয়ে ছয় কাপ গরম পানি, টেস্টিং সল্ট দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর চাল আধা সিদ্ধ হলে নেড়ে ওপরে ঘি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। পাতিলের নিচে তাওয়া দিয়ে দমে রাখুন দশ মিনিট।

এবার বড় প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

লাহাম মান্দি

উপকরণ

খাসির মাংস এক কেজি, বাসমতী চাল তিন কাপ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, ফুড কালার আধা চা চামচ, পেঁয়াজের রস সিকি কাপ, তেল তিন টেবিল চামচ, ঘি এক টেবিল চামচ, আস্ত কালো বড় এলাচ তিনটি, দারচিনি দুই টুকরা ,কালো গোলমরিচ দশ থেকে বারোটি, তেজপাতা দুটি, পেঁয়াজ কুচি আধা কাপ, আস্ত কাঁচা মরিচ দুটি, লবণ দেড় টেবিল চামচ, বাদামি এলাচ বাটা এক চা চামচ, কয়লা দুই টুকরা (ছোট), টমেটো চারটি, কাঁচা মরিচ কুচি এক চা চামচ, রসুনের কোয়া দুটি, লেবুর রস তিনটি টেবিল চামচ ,ধনেপাতা কুচি    সামান্য ,কাঠবাদাম দশ থেকে বারোটি, কিশমিশ দশ থেকে বারোটি।

 

যেভাবে তৈরি করবেন

১. বাটিতে লবণ, কালো গোলমরিচ গুঁড়া, ফুড কালার, পেঁয়াজের রস ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।

২. প্যানে খাসির মাংস নিয়ে মিশ্রণটা দিয়ে ভালো করে মেখে আটার ডো দিয়ে ঢাকনার চারপাশ আটকে দিয়ে এক ঘণ্টা রান্না করুন।

৩. আরেকটি পাত্রে তেল গরম করে ঘি, মসলা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, লবণ কষিয়ে ভিজিয়ে রাখা বাসমতী চাল পানি ঝরিয়ে ঢেলে দিন। পাঁচ কাপ গরম পানি মিশিয়ে রান্না করুন। একটু পর ফুড কালার দিন।   

৪. এবার চালের ওপর ছোট একটি স্টিলের বাটিতে কয়লা ও সামান্য ঘি দমে দশ মিনিট রেখে ঢাকনা খুলে নেড়ে দিন। এরপর টমেটো, কাঁচা মরিচ কুচি, রসুনের কোয়া, লেবুর রস, ধনেপাতা কুচি ব্লেন্ড করে চাটনি তৈরি করুন।

  

৫. বড় থালায় পোলাউ ঢেলে তার ওপর রান্না করা মাংস ভাজা, কাঠবাদাম ও কিশমিশ ছড়িয়ে টমেটোর চাটনি দিয়ে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

ইন্ডিয়ান

মাটন রোশ

উপকরণ

খাসির মাংস (বড় টুকরা) এক কেজি ,খাসির চর্বি ও হাড় কয়েক টুকরা,লবণ এক টেবিল চামচ, আদা কুচি কয়েক টুকরা, টমেটো দুটি, পেঁয়াজ একটি, রসুন একটি, কালো গোলমরিচ পনেরো থেকে ষোলোটি, কাঁচা মরিচ বা বোম্বাই মরিচ দুটি, আটা ও পানি দিয়ে তৈরি ডো পরিমাণমতো।

 

যেভাবে তৈরি করবেন

১. এক টেবিল চামচ লবণ ও লেবুর রস দিয়ে মাংস মেখে আধাঘণ্টা রেখে ধুয়ে নিন।

২. হাঁড়িতে কয়েক টুকরা খাসির চর্বি ও হাড় রেখে মাংস ছড়িয়ে আবার কয়েক টুকরা চর্বি ছড়িয়ে দিয়ে একে একে আদা কুচি, টমেটো, আস্ত পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, কালো গোলমরিচ দিয়ে হাঁড়ির ঢাকনার চারপাশে আটার ডো লাগিয়ে দিন।

৩. প্রথম ৫ মিনিট চুলার আঁচ মাঝারি রাখুন। এরপর মৃদু আঁচে দুই ঘণ্টা রান্না করুন। গরুর মাংসের রোশ তৈরি করতে ৩ থেকে সাড়ে তিন ঘণ্টা রাখতে হয়।

৪. এরপর ঢাকনা খুলে পরোটা, রুটি, ভাত বা পোলাউ দিয়ে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

মাটন কষা

যেভাবে তৈরি করবেন

১. পেঁয়াজ, রসুন, টক দই, লবণ, হলুদ গুঁড়া, শাহি গরম মসলা ব্লেন্ড করে নিন। পাত্রে খাসির মাংস নিয়ে মসলার মিশ্রণটি দিয়ে মেখে সারা রাত ফ্রিজে রেখে দিন।

২. চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি ভেজে বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন।  

৩. এবার মেরিনেট করা মাংস দিয়ে কষিয়ে টক দই, লবণ  ও চিনি দিন। এক লিটার গরম পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে মাংস সিদ্ধ করুন।

৪. কষাতে কষাতে কালচে হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন। 

 

উপকরণ

খাসির মাংস এক কেজি, মাংস মেরিনেটের জন্য পেঁয়াজ কুচি এক কাপ, রসুন কুচি আধা কাপ, টক দই এক কাপ, লবণ সামান্য, হলুদ গুঁড়া আধা চা চামচ, শাহি গরম মসলা আধা চা চামচ।


মাংস কষানোর জন্য

শুকনা মরিচ চারটি, লবঙ্গ ও সবুজ এলাচ দশটি করে, কালো এলাচ একটি, দারচিনি এক টুকরা, কাঁচা মরিচ ছয়টা, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া আধা চা চামচ করে, ঘি এক চা চামচ, টক দই এক কাপ, চিনি এক চা চামচ, লবণ, কাঁচা মরিচ ও রসুন বাটা স্বাদমতো, পেঁয়াজ কুচি এক কাপ, তেজপাতা চারটি, তেল এক কাপ।

 

ভিনদেশি ১৬ পদ

আফগানি

কাবুলি পোলাউ

উপকরণ

বাসমতী চাল তিন কাপ, গরুর মাংস এক কেজি, তেল এক কাপ, পেঁয়াজ কুচি দুই কাপ, আদা বাটা ও রসুন বাটা আধা টেবিল চামচ করে, লবণ স্বাদমতো, জিরা দেড় টেবিল চামচ,  ছোট এলাচ দশটি, বড় এলাচ দুটি, সাদা গোলমরিচ দেড় টেবিল চামচ, ঘি সিকি কাপ, গাজর দুটি, কিশমিশ   আধা কাপ, চিনি আধা টেবিল চামচ।

 

যেভাবে তৈরি করবেন

১. চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে মাংস ভুনে বাটা মসলা ও লবণ দিয়ে কষিয়ে নিন।

২. জিরা, এলাচ, সাদা গোলমরিচ না ভেজে পাটায় পিষে এক ভাগ মাংসে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। মাংস সিদ্ধ হতে পাঁচ কাপ গরম পানি দিয়ে দুই থেকে আড়াই ঘণ্টা রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। রান্না হলে মাংস থেকে ঝোল আলাদা করে নিন।

৩. আরেকটি পাত্রে ঘি গরম করে গাজর কুচি, কিশমিশ, চিনি ভেজে নিন।

৪. পোলাউয়ের চাল ধুয়ে ত্রিশ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে মাংসের ঝোল ও চার কাপ পানি ফুটিয়ে পোলাউ চাল, লবণ, চিনি, ঘি ও হাতে তৈরি মসলা দিন।

৫. চাল সিদ্ধ হয়ে এলে চুলার আঁচ কমিয়ে মাংস, গাজর, কিশমিশ ছড়িয়ে দমে রেখে দিন চল্লিশ মিনিট।

৬. পাত্রে তলায় তাওয়া বিছিয়ে দিতে পারেন। এতে নিচের চাল পাতিলে লেগে পুড়বে না। এরপর ঢাকনা খুলে পাশ থেকে হালকা করে নেড়ে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

শিক কাবাব

উপকরণ

গরুর মাংসের কিমা এক কেজি, পেঁয়াজ মিহি কুচি এক কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, লাল মরিচ গুঁড়া এক টেবিল চামচ, মাখন ছয় টেবিল চামচ, গরম মসলা গুঁড়া এক চা চামচ, টক দই চার টেবিল চামচ, লেবুর রস তিন টেবিল চামচ, ভাজা বেসন চার টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দেড় কাপ, লবণ স্বাদমতো।

 

যেভাবে তৈরি করবেন

১. গরুর মাংসের কিমা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, মাখন, গরম মসলা গুঁড়া, টক দই, লেবুর রস, ভাজা বেসন, পেঁয়াজ বেরেস্তা, লবণ দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে দু-তিন ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

২. এরপর শক্ত কাঠি বা লোহার শিকের ভেতর শিক কাবাবের মতো গোল গোল করে গেঁথে দিন।

৩. চুলায় কড়াই বসিয়ে দুই টেবিল চামচ তেল ঢেলে কাবাবগুলো ভেজে নিন। এভাবে উল্টেপাল্টে তেল ব্রাশ করে ভেজে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

টার্কিশ

আদানা কাবাব

উপকরণ

গরুর মাংস কিমা আধা কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, হলুদ, সবুজ ক্যাপসিকাম পরিমাণমতো, কাঁচা মরিচ চারটি, রসুন কুচি সামান্য, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ও চিলি ফ্লেক্স এক টেবিল চামচ করে, লবণ ও তেল পরিমাণমতো।

 

যেভাবে তৈরি করবেন

১. পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি থেকে রস বের করে নিন। রসুন কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি ও মাংসের কিমা মেখে চপ করে গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স ও লবণ  দিয়ে আবারও চপ করে ভালোমতো মিশিয়ে নিন।

৪. চারটি করে স্টিক একত্র করে ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে আদানা কাবাব ভাজার স্টিক তৈরি করে নিন। একে একে অল্প করে কিমা নিয়ে এর ভেতর স্টিক ঢুকিয়ে চ্যাপ্টা করে লাগিয়ে নিন।

৩. কড়াইয়ে তেল ব্রাশ করে তিনটি করে কাবাব ভেজে নিন। দু-তিন মিনিট পর উল্টে দিন ও তেল ব্রাশ করুন।

৪. এভাবে সব পাশ ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে কাবাবগুলো রেখে একটি ছোট স্টিলের বাটিতে দুই টুকরা কয়লা ও ঘি দিয়ে পুরো পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। এরপর ঢাকনা খুলে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

ইস্কেন্দার কাবাব

উপকরণ

গরুর মাংস আধা কেজি, পেঁয়াজ বাটা এক কাপ, টক দই, টমেটো বাটা, মাখন ও পাপড়িকা পাউডার দুই টেবিল চামচ করে, রসুন কুচি আধা কাপ, অরিগেনো, ইস্ট, চিনি, গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ করে, লবণ স্বাদমতো, আটা তিন কাপ, ডিম একটি, অলিভ অয়েল সামান্য।

 

যেভাবে তৈরি করবেন

১. মাংসের কিমা, বাটা মসলা, টক দই, অরিগেনো, পাপড়িকা পাউডার, গোলমরিচ গুঁড়া, লবণ ভালো করে মেখে ফ্রিজে রেখে দিন।

২. বাটিতে অল্প পানি নিয়ে ইস্ট, চিনি, আটা, লবণ, ডিমের সাদা অংশ মিশিয়ে ভালো করে মথে ডো বানিয়ে ঢেকে রাখুন এক ঘণ্টা। এরপর ডো থেকে দুটি রুটি বানিয়ে নিন। আরেকটি পাত্রে টক দই, ডিমের কুসুম মিশিয়ে রুটির ওপর ভালো করে ব্রাশ করে ওভেন অথবা প্যানে বেক করুন।

৩. আরেকটি কড়াইয়ে মাখন, অলিভ অয়েল,  টমেটো, পাপড়িকা, লবণ, গোলমরিচ গুঁড়া, চিনি দিয়ে নেড়ে দুই কাপ পানি দিয়ে পনেরো মিনিট রান্না করুন।

৪. ফ্রিজ থেকে কিমা বের করে পাতলা স্লাইস করে কেটে কড়াইয়ে তেল ব্রাশ ভেজে নিন।  

৫. আরেকটি পাত্রে রুটি দুটি টুকরা টুকরা করে কেটে এর ওপর টমেটো চাটনি দিয়ে ওপরে ভাজা মাংসের স্লাইসগুলো ছড়িয়ে বাকি টমেটো চাটনি, টমেটো স্লাইস ও পোড়া কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

রাশিয়ান

পেলমেনি

উপকরণ

ময়দা তিন কাপ, ডিম একটা, লবণ স্বাদমতো। পুরের জন্য গরুর কিমা ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি পরিমাণমতো, রসুন ১ কোয়া কুচানো, গোলমরিচ গুঁড়া সামান্য, স্যুপ তৈরির জন্য মুরগির মাংসের ঝোল তিন কাপ, লবণ স্বাদমতো, তেজপাতা দুটি, টক দই বা খাঁটি ক্রিম সামান্য। 

 

যেভাবে তৈরি করবেন

১. একটি বড় পাত্রে ময়দা, ডিম, লবণ এবং পানি মিশিয়ে একটি নরম ময়দার দলা পাকিয়ে নিন। ভালোভাবে মেখে অন্তত ৩০ মিনিট ঢেকে রাখুন।

২. একটি বড় বাটিতে গরুর কিংবা খাসির কিমা, কুচানো পেঁয়াজ, রসুন, লবণ এবং গোলমরিচ গুঁড়া মিশিয়ে ভালোভাবে মেখে নিন।

৩. ময়দার ছোট ছোট বল বানিয়ে ছোট রুটি তৈরি করুন এবং প্রতিটি রুটিতে এক চামচ পুর দিয়ে রুটির মুখ বদ্ধ করে দিন। এবার দুই প্রান্ত একসঙ্গে করে চাঁদের আকৃতি দিন।

৪. একটি পাত্রে পানি ফুটে এলে তেজপাতা দিন। পেলমেনিগুলো ৭-৮ মিনিট সিদ্ধ করুন অথবা পেলমেনিগুলো ওপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করুন। সিদ্ধ হওয়ার পর পেলমেনিগুলো তুলে মুরগির মাংসের ঝোল, টক দই বা ক্রিম দিয়ে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

বিফ স্ট্রোগানফ

উপকরণ

গরুর মাংস স্ট্রিপ করে কাটা আধা কেজি, পেঁয়াজ কুচি, মাশরুম এক কাপ, সয়াবিন তেল, সরিষার তেল, টক দই এক কাপ করে, রসুন কুচি আধা চা চামচ, ময়দা দুই টেবিল চামচ, বিফ স্টক এক কাপ, টমেটো পেস্ট এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, পার্সলে পরিবেশনের জন্য।

 

যেভাবে তৈরি করবেন

১. একটি বড় প্যানে তেল বা মাখন গরম করে গরুর মাংস বাদামি রং করে অন্য পাত্রে তুলে নিন। একই প্যানে পেঁয়াজ ও রসুন দিয়ে ভেজে মাশরুম যোগ করে আরো কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন।

২. প্যানে ময়দা যোগ করে মিশিয়ে দুই মিনিট রান্না করুন। বিফ স্টক, টমেটো পেস্ট ও সরিষা বাটা যোগ করে মিশিয়ে নিন। সসটি একটু ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।

৩. ভাজা মাংস প্যানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। টক দই, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে স্বাদমতো মিশিয়ে নিন। স্ট্রোগানফটি সাত মিনিট রান্না করুন।  সব কিছু ভালোভাবে মিশে সম্পূর্ণ নরম হলে পাস্তা, ম্যাশড পটেটোর সঙ্গে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

পাকিস্তানি

বিফ পোলাউ

উপকরণ

বাসমতী চাল দুই কাপ, গরুর মাংস আধা কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, আদা-রসুন বাটা এক চা চামচ, দারচিনি দুই টুকরা, লবঙ্গ চারটি, গাজর কুচি এক কাপ, আলু কুচি এক কাপ, ময়দা দুই টেবিল চামচ, ডাহি আধা কাপ, মাখন দুই টেবিল চামচ, তেল তিন টেবিল চামচ, গরম মসলা গুঁড়া এক চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, শাহি জিরা আধা চা চামচ, লবণ স্বাদমতো, পার্সলে পাতা সাজানোর জন্য।

 

যেভাবে তৈরি করবেন

১. বাসমতী চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিন।

২. গরুর মাংস কড়াইয়ে মাখন দিয়ে ভালো করে ভেজে নিন।

আরেকটি পাত্রে তেল গরম করে আদা-রসুন বাটা, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিন।

৩. পেঁয়াজ নরম হয়ে গেলে গাজর এবং আলু দিয়ে মৃদু আঁচে সিদ্ধ করুন। এরপর মাখন, গরম মসলা গুঁড়া, হলুদের গুঁড়া, ময়দা, ডাহি ও লবণ দিন।

৪. সিদ্ধ হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

ডাম্পোখ

উপকরণ

গরুর মাংস আধা কেজি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, আলু কুচি, টমেটো কুচি এক কাপ করে, মৌরি পাতা আধা কাপ, রসুন কুচি এক চা চামচ, জিরা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল তিন টেবিল চামচ, মিট মসলা এক চা চামচ।

 

যেভাবে তৈরি করবেন

১. একটি পাত্রে গরুর মাংস, পেঁয়াজ কুচি, আলু কুচি, টমেটো কুচি, রসুন, জিরা, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ ও তেল মিশিয়ে নিন।

২. মাংসে ভালো করে মসলা মেখে নিন। যাতে মসলা  ভালোমতো মিশে যায়। আরেকটি পাত্রে পেঁয়াজ বেরেস্তা,  মৌরি পাতা, লবণ, তেল এবং মিট মসলা মিশান।

৩. একটি পাত্রে গরুর মাংস রেখে তার ওপর মিশ্রণটি ঢেলে দিন। প্রেসার কুকারে এটি ২৫ মিনিট রান্না করে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

চায়নিজ

বেইজিং বিফ

উপকরণ

গরুর মাংস আধা কেজি, মেয়নিজ তিন টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, সয়া সস দুই টেবিল চামচ, ভিনেগার দুই টেবিল চামচ, কিউকিউ এক টেবিল চামচ, লাল পেপার ফ্লেক্স এক চা চামচ, তেল ভাজার জন্য, পার্সলে সাজানোর জন্য।

 

যেভাবে তৈরি করবেন

১. একটি পাত্রে মাংস, মেয়নিজ, কর্নফ্লাওয়ার, সয়া সস, ভিনেগার, কিউকিউ ও লাল পেপার ফ্লেক্স মিশিয়ে নিন।

২. আরেকটি প্যানে তেল গরম করে মাংস দিয়ে ভালো করে ভাজুন। মাংস চিকন ও সুন্দর রং ধরতে মৃদু আঁচে রাখুন।

৩. হয়ে গেলে ভাত বা চাউমিনের সঙ্গে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

মঙ্গোলিয়ান বিফ

উপকরণ

গরুর মাংস আধা কেজি, মসুর ডাল এক কাপ, লাল পিপার কুচি এক টেবিল চামচ, পেঁয়াজ সতে করা এক কাপ, রসুন কুচি দুই চা চামচ, সয়া সস তিন টেবিল চামচ, মমোস দুই টেবিল চামচ, মাখন দুই টেবিল চামচ, চিনি আধা কাপ, তেল ভাজার জন্য।

 

যেভাবে তৈরি করবেন

১. গরুর মাংসে চিনি ও মসুর ডাল মিশিয়ে নিন।

২. পাত্রে তেল গরম করে মাংস দিয়ে ভেজে তুলে রাখুন।

৩. আরেকটি পাত্রে মমোস, সয়া সস, লাল পিপার, রসুন ও চিনি মিশিয়ে নিন।

৪. আরেকটি পাত্রে মাখন গরম করে সতে করা পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিন। এরপর এতে মাংসের মিশ্রণ ও মঙ্গোলিয়ান সস দিন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দুধ দিন।

৫. তাজা ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

ইতালিয়ান

বিসটেকা ফিওরেন্তিনা

উপকরণ

টি বোন স্টেক একটি এক কেজি, অলিভ অয়েল দুই টেবিল চামচ, রসুন কুচি সামান্য, রোজমেরি দুই টুকরা, লবণ ও গোলমরিচ স্বাদমতো।

 

যেভাবে তৈরি করবেন

১. স্টেকের ওপর অলিভ অয়েল মেখে রসুন কুচি ও রোজমেরি স্টেকের ওপর ছড়িয়ে দিন।

২. চারকোল বারবিকিউ গরম করে কাঠ কয়লার ওপর তেল মাখানো রসুন ও রোজমেরি ছড়িয়ে দিন।

৩. গ্রিল গরম হলে স্টেক গ্রিলের ওপর রেখে দুই পাশ দশ মিনিট গ্রিল করুন। সিদ্ধ হলো কি না পরখ করে নিন। এবার গ্রিল থেকে নামিয়ে দশ মিনিট রেখে দিন, যাতে রস স্টেকের মধ্যে ছড়িয়ে মাংস নরম হয়।

৪. এরপর স্টেকের ওপর লবণ ও গোলমরিচ ছিটিয়ে পরিবেশন করুন।

 

ভিনদেশি ১৬ পদ

বোলোনিজ

উপকরণ

গরুর কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজ ১টি (কুচি করা), গাজর ১টি (কুচি করা), সেলারি ১টি (কুচি করা), রসুন ২-৩ কোয়া (কুচানো), টমেটো পেস্ট ২ টেবিল চামচ, টিনজাত টমেটো ৪০০ গ্রাম (কুচি করা), লবণ স্বাদমতো,  গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, গোমাংসের স্টক ১ কাপ, শুকনা ওরেগানো: ১ চা চামচ, শুকনা থাইম ১ চা চামচ,

লরেল পাতা ১টি, দুধ আধা কাপ, পারমিজান চিজ পরিবেশনের জন্য (কুচানো), পাস্তা পরিবেশনের জন্য (যেকোনো ধরনের)।

 

যেভাবে তৈরি করবেন

১. একটি প্যানে অলিভ অয়েল গরম করে গরুর কিমা মাঝারি আঁচে বাদামি করে ভেজে আরেকটি পাত্রে তুলে নিন।

২. একই প্যানে পেঁয়াজ, গাজর ও সেলারি নরম করে ভেজে নিন।

৩. সবজির মিশ্রণে টমেটো পেস্ট ভালোভাবে মিশিয়ে টমেটো কুচি, লবণ, গোলমরিচ গুঁড়া, শুকনা ওরেগানো, শুকনা থাইম ও লরেল পাতা মিশিয়ে নিন। এবার মাংসের স্টক ও দুধ দিন। ভাজা মাংস মিশ্রণে ভালোভাবে মিশিয়ে পাত্রটি ঢেকে কম আঁচে ২ ঘণ্টা রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন।

৪. একটি বড় পাত্রে লবণ ও পছন্দসই পাস্তা সিদ্ধ করুন। এবার সিদ্ধ পাস্তা  প্লেটে নিয়ে ওপরে বোলোনিজ সস ঢেলে কুচানো পারমিজান চিজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

 

মন্তব্য

মোগল ৪ পদ

    মাংসের মজার সব পদের জন্য মোগলরা বিখ্যাত। মোগলদের কয়েকটি মাংসের পদ তুলে ধরেছেন সাদিয়া এশা
শেয়ার
মোগল ৪ পদ

রোগান জোশ

উপকরণ

গরুর মাংস আধা কেজি, মরিচ গুঁড়া, আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া, কাশুরি মেথি, ধনে গুঁড়া দুই চা চামচ করে, কালো গোলমরিচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ করে, তেজপাতা, লবঙ্গ তিনটি করে, লবণ স্বাদমতো, নারকেল বাটা, কাজুবাদাম বাটা দুই টেবিল চামচ করে, ধনেপাতা কুচি এক কাপ, কাঁচা মরিচ ছয়টি, শাহি জিরা আধা চা চামচ, পেঁয়াজ কুচি, টক দই, ক্রিম, লেবুর রস এক কাপ করে।

 

যেভাবে তৈরি করবেন

১. পাত্রে মাংস নিয়ে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, আস্ত কালো গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, লবণ ও এক লিটার পানি দিয়ে সিদ্ধ করে দিন।

২. নারকেল বাটা, কাজুবাদাম বাটা, ধনেপাতা, কাঁচা মরিচ পেস্ট করে নিন।

৩. প্যানে তেল গরম করে তেজপাতা, শাহি জিরা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ দিয়ে ভেজে রান্না করা মাংস দিন।

৩. এবার পেস্ট করা মিশ্রণ দিয়ে তিন মিনিট রান্না করুন। লাল মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা গুঁড়া, টক দই দিয়ে কষিয়ে ঢেকে দিন।

৪. এবার ক্রিম, লবণ, লেবুর রস, এক কাপ গরম পানি দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করুন।

৫. ঢাকনা খুলে কাশুরি মেথি ছড়িয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন।

 

মোগল ৪ পদ

মোগলাই বিফ

উপকরণ

খাসির মাংস ১ কেজি, সরিষার তেল ৬ টেবিল চামচ, আস্ত জিরা ১ চা চামচ, লবঙ্গ ৭-৮টি, হিং গুঁড়া আধা চা চামচ, কালো এলাচ ২টি, সবুজ এলাচ ৬টি, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ৬ চা চামচ, লবণ ২ টেবিল চামচ, শুকনা আদা বাটা ৩-৪ চা চামচ, মৌরি গুঁড়া ৪ চা চামচ, টক দই ২০০ মিলি, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, গরম পানি আধা লিটার, এলাচ গুঁড়া সিকি টেবিল চামচ।

 

যেভাবে তৈরি করবেন

১. চুলায় প্যানে তেল গরম করে জিরা, লবঙ্গ, হিং গুঁড়া ভেজে খাসির মাংস কষিয়ে নিন।

২. এরপর এলাচ গুঁড়া, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া, লবণ দিয়ে মৃদু আঁচে রান্না করুন।

৩. এবার আদা বাটা, মৌরি গুঁড়া, টক দই দিয়ে নেড়ে গরম মসলা গুঁড়া দিয়ে নেড়ে তিন কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন।

৪. মৃদু আঁচে মাংস সিদ্ধ করে নিন। ঢাকনা খুলে সবুজ এলাচ গুঁড়া নেড়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন।

 

মোগল ৪ পদ

গরুর মাংসের মোগল কোর্মা

উপকরণ

গরুর মাংস দেড় কেজি, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, ঘি আধা টেবিল চামচ, এলাচ ৪-৫টি, দারচিনি ২ টুকরা, তেজপাতা ২টি, লবঙ্গ ৪-৫টি, গোলমরিচ ১০-১২টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ধনে গুঁড়া আধা টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা টেবিল চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া (এলাচ, দারচিনি, জিরা, জায়ফল, জয়ত্রি) ১ চা চামচ, টক দই ১ কাপ , কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, নারকেল বাটা ৩-৪ কাপ , বাদাম বাটা ১/৩ কাপ, দুধ ১ কাপ, বেরেস্তা অল্প পরিমাণ , চিনি আধা টেবিল চামচ, কাঁচা মরিচ ৫-৬টি।

 

যেভাবে তৈরি করবেন

১. চুলায় প্যান বসিয়ে লবণ ও গরুর মাংস দিয়ে ঢেকে মাংস সিদ্ধ করে নিন। আরেকটি প্যানে তেল, ঘি ও পেঁয়াজ কুচি বেরেস্তা বানিয়ে নিন।

২. ওই তেলে আরো এক কাপ পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে হালকা ভেজে নিন। এরপর দিন আদা ও রসুন বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, গরম মসলা গুঁড়া, টক দই দিয়ে কষিয়ে নিন। এরপর কাঁচা মরিচ বাটা, নারকেল বাটা ও বাদাম বাটা দিয়ে কষিয়ে নিন।

৩. মাংস সিদ্ধ হয়ে এলে তরল দুধ দিয়ে পনেরো মিনিট মৃদু আঁচে রান্না করুন। এরপর বেরেস্তা, চিনি, আস্ত কাঁচা মরিচ দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

 

মোগল ৪ পদ

মোগলাই হোয়াইট মাটন হান্ডি

উপকরণ

খাসির মাংস আধা কেজি, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ,  রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা টেবিল চামচ,  চাটমসলা আধা টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা টেবিল চামচ, গরম পানি আধা কাপ, টক দই আধা কাপ ,কাজুবাদাম বাটা ১০-১২টি, ক্রিম আধা কাপ,তরল দুধ ১ কাপ, পনির স্লাইস ২টি।

 

যেভাবে তৈরি করবেন

১. প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, খাসির মাংস, আদা বাটা, রসুন বাটা, লবণ, চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া, চাটমসলা, গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে কষিয়ে আধা কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন।

২. কিছুক্ষণ পর ঢাকনা খুলে টক দই, কাজুবাদাম বাটা, ক্রিম, তরল দুধ, পনির স্লাইস দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৭ মিনিট রান্না করুন। 

৩. এরপর কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

 

মন্তব্য

ঐতিহ্যবাহী আঞ্চলিক ৩ পদ

    খুলনার চুইঝাল, সিলেটের সাতকরার পাশাপাশি বগুড়ার আলুর গাঁটিতে মাংস জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত। বাড়িতে নিজেই বানাতে পারেন এসব পদ। রান্নার উপায় জানাচ্ছেন মোনালিসা মেহরিন
শেয়ার
ঐতিহ্যবাহী আঞ্চলিক ৩ পদ

সাতকরা দিয়ে গরুর মাংস

উপকরণ

গরুর মাংস ১ কেজি, টক দই আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া, মরিচ গুঁড়া ২ চা চামচ, সাতকরা অর্ধেকটা (ভেতরের রসালো অংশ ফেলে মাঝারি কিউব করে কাটা), লবণ পরিমাণমতো, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ পরিমাণমতো।

ফোড়নের জন্য : সরিষার তেল আধা কাপ, সাদা এলাচ ২টি, কালো এলাচ ১টি, লবঙ্গ ৩-৪টি, গোলমরিচ ৩-৪টি, তেজপাতা ২টি।

 

যেভাবে তৈরি করবেন

১. মাংস ধুয়ে পানি ঝরিয়ে সাতকরা, ভাজা জিরার গুঁড়া ও কাঁচা মরিচ ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মেখে দুই ঘণ্টা রেখে দিন।

২. চুলায় পাত্রে তেল গরম করে ফোড়নের সব উপকরণ ভেজে মাংস দিয়ে নেড়ে ঢেকে দিন।

প্রয়োজনে গরম পানি দিয়ে ঢেকে জ্বাল দিন। মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে সাতকরা ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে অল্প আঁচে রান্না করুন।

৩. সাতকরা ও মাংস পুরোপুরি সিদ্ধ হলে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে পরিবেশন করুন।

 

ঐতিহ্যবাহী আঞ্চলিক ৩ পদ

চুইঝালে গরুর মাংস

উপকরণ

চর্বি, হাড়সহ মাংস দুই কেজি, রসুন কুচি, আদা বাটা, পেঁয়াজ কুচি এক কাপ করে, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দুই চা চামচ করে, সাদা এলাচ, লবঙ্গ, তেজপাতা ও গোলমরিচ চারটি করে, কালো এলাচ দুটি, দারচিনি তিন টুকরা, সরিষার তেল এক কাপ, লবণ স্বাদমতো, চুইঝাল ২৫০ গ্রাম, ভাজা মসলা গুঁড়া এক টেবিল চামচ।

 

যেভাবে তৈরি করবেন

১. মাংস ভালোভাবে ধুয়ে চুইঝাল ও ভাজা মসলা ছাড়া বাকি সব মসলা দিয়ে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিয়ে হাই হিটে কষিয়ে নিন। তেল ভেসে উঠলে আধা লিটার গরম পানি দিয়ে ২০ মিনিট কষিয়ে নিন।

২. মাংস আধা সিদ্ধ হয়ে এলে চুইঝাল দিয়ে ঢেকে রান্না করুন।  ঝোল টেনে শুকনা শুকনা হয়ে এলে ভাজা মসলা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

 

ঐতিহ্যবাহী আঞ্চলিক ৩ পদ

গরুর মাংস দিয়ে আলুর গাঁটি

উপকরণ

বগুড়ার লাল হাগড়াই আলু এক কেজি, অন্য আলুও নিতে পারেন। হাড়, চর্বিযুক্ত গরুর মাংস এক কেজি, পেঁয়াজ কুচি দুই কাপ, তেল ৪ কাপ, তেজপাতা চারটি, দারচিনি চার টুকরা, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ চারটি করে, বড় এলাচ দুটি, লবণ স্বাদমতো, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া দুই টেবিল চামচ করে, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এক চা চামচ করে, কাঁচা মরিচ সাতটি, জিরা গুঁড়া এক টেবিল চামচ।

 

ফোড়নের জন্য

তেল দুই টেবিল চামচ, রসুন ও পেঁয়াজ কুচি এক চা চামচ করে, পাঁচফোড়ন মসলা এক চা চামচ।

 

যেভাবে তৈরি করবেন

১. আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে চটকে নিন।

২. পাত্রে তেল গরম করে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা ভেজে সামান্য পানি দিন।

৩. এবার লবণ, মরিচ, হলুদ, জিরা ও ধনে গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে গরুর মাংস মসলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন।

৪. মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে চটকে রাখা আলু নেড়ে কষিয়ে পাঁচ কাপ পানি ও গোটা কাঁচা মরিচ দিয়ে ১০ মিনিট জ্বাল দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।

৫. নামানোর আগে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিন।

৬. আরেকটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে পাঁচফোড়ন হালকা ভেজে আলুর ঘণ্ট বা গাঁটি দিয়ে ঢেকে দিন।

৭. এরপর নেড়েচেড়ে বাটিতে তুলে ওপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে সাজিয়ে নিন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

মন্তব্য

পুরান ঢাকার আদলে ৫ পদ

    পুরান ঢাকার আদলে মাংসের স্বাদ নিতে পারেন বাড়িতে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী রোমানা আফরোজা রিমঝিম
শেয়ার
পুরান ঢাকার আদলে ৫ পদ

মুঠি কাবাব

উপকরণ

গরুর মাংস বাটা অথবা কিমা (৪০০ গ্রাম), আধা কাপ ধনেপাতা কুচি, আধা কাপ পুদিনাপাতা,  ৭-৮টি কাঁচা মরিচ কুচি, ১ কাপ  পেঁয়াজ কুচি, দেড় টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ চা চামচ লাল মরিচ গুঁড়া, দেড় চা চামচ ভাজা জিরা গুঁড়া, ১ চা চামচ ধনে গুঁড়া, ১ টেবিল চামচ সয়া সস, ২ টেবিল চামচ ওয়েস্টার সস, ১ টেবিল চামচ টমেটো কেচাপ, ১ টেবিল চামচ কাবাব মসলা, ২ টেবিল চামচ টক দই, ১টি ডিম,  স্বাদমতো লবণ,  ৩-৪ টেবিল চামচ তেল, বারবি কিউ সস পছন্দ মতো ও এক টুকরা লেবুর রস।

 

যেভাবে তৈরি করবেন

১. গরুর মাংস ব্লেন্ড করে তেল বাদে সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে একটু গোল লম্বাটে মুঠি করে নিন।

২. প্যানে তেল অথবা বাটার দিয়ে হালকা আঁচে ভাজুন যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়।

৩. হালকা ভাজা আর একটু কাবাব পোড়া পোড়া হয়ে এলে নামিয়ে বারবি কিউ সস মেখে পরিবেশন করুন।

 

পুরান ঢাকার আদলে ৫ পদ

ঢাকাইয়া বিফ চাপ

উপকরণ

স্পেশাল মসলার জন্য

তেজপাতা, জায়ফল, বড় এলাচ, স্টার এনিস একটি করে, দারচিনি দুই টুকরা, ছোট এলাচ তিনটি, লবঙ্গ, কাবাবচিনি পাঁচটি করে, কালো গোলমরিচ, কালিজিরা আধা চা চামচ করে, জয়ত্রি আধা চা চামচ, শুকনা মরিচ দুটি, ধনে, জিরা, মৌরি, শাহি জিরা, মেথি, জৈন, সাদা সরিষা এক চা চামচ করে, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ।

 

চাপ মেরিনেট করার জন্য

গরু মাংস আধা কেজি, পেঁপে বাটা, চাপ মসলা দুই টেবিল চামচ করে, আদা বাটা, মরিচ গুঁড়া, সরিষার তেল, লেবুর রস, রসুন বাটা ও লবণ আধা চা চামচ করে, বিটলবণ এক চা চামচ, বেসন চার টেবিল চামচ, সয়াবিন তেল পরিমাণমতো।

 

যেভাবে তৈরি করবেন

১. স্পেশাল মসলার শুকনা উপকরণগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিন। মাংস চাপ আকারে পাতলা করে কেটে একটু ছেঁচে নিন।

২. বাটিতে মেরিনেটের সব উপকরণ দিয়ে মাংস মেখে দুই ঘণ্টা রেখে মাংস বেসনে গড়িয়ে এপাশ-ওপাশ বেসনের কোড করে প্যানে তেল গরম করে ভেজে পরিবেশন করুন।

 

পুরান ঢাকার আদলে ৫ পদ

খাসির শাহি লেগ রোস্ট

উপকরণ

মেরিনেটের জন্য

ভিনেগার, পেঁপে বাটা চার চা চামচ করে, টক দই এক কাপ, লবণ স্বাদমতো, আদা বাটা দুই টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, গরম মসলা গুঁড়া দুই চা চামচ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া, জায়ফল, জয়ত্রি গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এক চা চামচ করে।

 

আরো যা লাগবে

সয়াবিন তেল এক কাপ, দারচিনি দুই টুকরা, এলাচ, কালো গোলমরিচ ও লবঙ্গ চারটি করে, শাহি জিরা, ঘি এক চা চামচ করে, তেজপাতা দুটি, বড় এলাচ একটি,  পোস্তদানা এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা, আলুবোখারা বা ঘন ক্রিম বা মাওয়া আধা কাপ করে, চিনি এক চা চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ দশটা, গোলাপজল, কেওড়া জল আধা টেবিল চামচ করে।

 

যেভাবে তৈরি করবেন

১. মাংস ধুয়ে লবণ ও ভিনেগার দিয়ে মেখে আধাঘণ্টা পর আবার ধুয়ে সব মেরিনেটের মসলা মিশিয়ে মাংসে মেখে সারা রাত রেখে দিন।

২. কড়াইয়ে তেল দিয়ে দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, তেজপাতা, শাহি জিরা ভেজে মেরিনেটের মসলা সরিয়ে শুধু রানটা উচ্চ তাপে এপিঠ-ওপিঠ ভেজে তুলেন নিন।

৩. একই তেলে পোস্তদানা, মেরিনেট মসলা কষিয়ে রানটা মসলায় দিয়ে ভালোমতো কষিয়ে দুই কাপ পানি দিয়ে ১০ মিনিট রান্না করুন।

৪. এবার বাটা মসলা, আলুবোখারা, চিনি, ক্রিম, কাঁচা মরিচ, ঘি, কেওড়া ও গোলাপজল দিয়ে মৃদু আঁচে মাংস সিদ্ধ করে নামিয়ে পরিবেশন করুন।

 

পুরান ঢাকার আদলে ৫ পদ

নার্গিসি কোফতা

উপকরণ

গরুর মাংস আধা কেজি মিহি বাটা, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা গুঁড়া এক চা চামচ করে, লবণ স্বাদমতো, ডিম সিদ্ধ চারটি, একটি কাঁচা নরমাল ডিম, সয়া সস, কর্নফ্লাওয়ার, বেসন, টমেটো সস, চিলি ফ্লেক্স এক টেবিল চামচ করে, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এক কাপ করে, সয়াবিন তেল পরিমাণমতো।

 

যেভাবে তৈরি করবেন

১. মাংস ডিম ও তেল বাদে বাকি সব উপকরণ দিয়ে মিশিয়ে মথে ছোট আকারের বল বানিয়ে মধ্যে ডিম ভরে ফেটানো ডিমে চুবিয়ে ডুবো তেলে ভাজুন।

মাঝারি আঁচে ভাজতে হবে।

২. সোনালি রং হয়ে এলে তুলে ঠাণ্ডা করে মাঝখানে কেটে পরিবেশন করুন।

 

পুরান ঢাকার আদলে ৫ পদ

পুরান ঢাকার স্টাইলে চাপলি কাবাব

উপকরণ

গরুর মাংসের কিমা আধা কেজি, জৈন গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, শুকনা বেদানা এক চা চামচ করে, ডিমের ভাজা গুঁড়া করা একটি, টমেটো কিউব করা, পেঁয়াজ কুচি এক কাপ করে, আদা বাটা, কাঁচা মরিচ কুচি এক চা চামচ করে, লবণ স্বাদমতো, রসুন বাটা আধা চা চামচ, তেল পরিমাণমতো, বেসন দুই টেবিল চামচ।

 

যেভাবে তৈরি করবেন

১. বাটিতে মাংস কিমা, পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ, সব মলা, টমেটো কুচি, ডিমের ঝুরা ও বেসন দিয়ে ভালো করে মেখে নিন।

২. এবার গোল আকারে বলের মতো বানিয়ে হাতের তালুর মধ্যে চাপা দিয়ে চ্যাপ্টা করে নিন।

৩. ওপর দিয়ে এক স্লাইস টমেটো দিয়ে প্যানে তেল গরম করে মচমচে করে ভেজে গরম গরম পরিবেশন করুন।

 

 

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ