ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে সুলভ মূল্যের দোকানে ৬৫০ টাকা কেজি গরুর মাংস ও ১০০ টাকায় এক ডজন মুরগির ডিম বিক্রি করা হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যের দোকান গতকাল রবিবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সুলভ মূল্যের দোকানে গরুর মাংস ও ডিম বিক্রি করা হবে। লাইনে দাঁড়িয়ে একজন ব্যক্তি ৬৫০ টাকায় এক কেজি গরুর মাংস ও ১০০ টাকায় এক ডজন ডিম কিনতে পারবেন।