সংক্ষিপ্ত

বিএনপি নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার

আত্রাই-রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
আত্রাই-রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
বিএনপি নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে আন্ত জেলা গরুচোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহর (৪০) গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। গতকাল রবিবার দুপুর ২টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদীঘি গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়।

এ ঘটনায় অভিযান পরিচালনা করে নওগাঁ-বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট জেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামাণিককে আত্রাই থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি নেতা আব্দুল গফুর শাহর বাড়ি থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করা হয়। ১৩টির মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

নাটোরে পুকুর থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
নাটোরে পুকুর থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোর শহরের পুরাতন থানার পাশে একটি পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের কান্দিভিটা এলাকার তালাব পুকুর থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকেলে তালাব পুকুরে মাছ ধরার সময় জালে কম্বলে মোড়ানো একটি বস্তার মতো বস্তু উঠে আসে। সেটিকে ওপরে তুলে কম্বল খুলে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

পরে নাটোর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুরে তল্লাশি চালায়। এ সময় আরো চারটি শটগান উদ্ধার করা হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিলী শারমিন সুলতানা নেলি বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় ডুবুরি দল পুকুরে তল্লাশি চালিয়ে চারটি শটগান এবং জেলের জালে একটি একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।

মন্তব্য

বরিশালে যাত্রীবাহী লঞ্চে আগুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
বরিশালে যাত্রীবাহী লঞ্চে আগুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের স্টিমারঘাট লঞ্চঘাট এলাকায় নোঙর করা এমভি সায়মুন-১ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে  লঞ্চের অবকাঠামোর ওপরের একটি অংশ পুড়ে যায়।

তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আলী আশরাফ জানান, রাত ৩টার দিকে ৯৯৯-এ কল আসে স্টিমারঘাটে নোঙর করা লঞ্চে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, মাস্টার কেবিনের মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত।

 


 

মন্তব্য

গায়ে কেরোসিন ঢেলে যুবকের আত্মহনন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
গায়ে কেরোসিন ঢেলে যুবকের আত্মহনন

গাজীপুরের কালিয়াকৈরে পাওনা টাকা দিতে না পেরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কেশব কর্মকার নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার পালপাড়া এলাকায়। নিহত কেশব কর্মকার (৪৫) উপজেলার পালপাড়া এলাকার ভানু কর্মকারের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কেশব কর্মকার কালিয়াকৈর বাজারে জুয়েলারি ব্যবসা করতেন।

ব্যবসা করতে গিয়ে তিনি বিভিন্নভাবে ঋণে জর্জরিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। মানুষের পাওনা টাকা দিতে না পেরে গত ১৮ মার্চ নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে গত বৃহস্পতিবার বিকেলে কেশব কর্মকার মারা যান।

মন্তব্য

গ্যাস ট্যাবলেট খেয়ে সন্তানসহ মায়ের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
গ্যাস ট্যাবলেট খেয়ে সন্তানসহ মায়ের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে ছয় বছরের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন এক মা। বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। মা-মেয়ের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন এবং পুলিশ জানায়, সন্ধ্যার সময় মা ববিতা রানী (২৫) তাঁর মেয়ে তন্বী রানী রায়কে (৬) নিয়ে গ্যাস ট্যাবলেট খান।

এ সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। এ সময় পরিবারের লোকজন শিশুটির লাশ নিয়ে চলে যায়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে, এটা আমরা জেনেছি। কিন্তু কী কারণে গ্যাস ট্যাবলেট খেয়েছেন, তা এখনো জানতে পারিনি। মা-মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ