গাজীপুরের শ্রীপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইলের মির্জাপুরে চোর সন্দেহে পিটুনিতে নিহত হয়েছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, কুমিল্লা ও রাজশাহীতে গৃহবধূসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত—
গাজীপুর : শ্রীপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সজীব আহমেদ (৩২) ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে। হত্যায় অভিযুক্ত সৈকত আহমেদকে (১৮) পুলিশ আটক করেছে। নিহতের বাবা জানান, বৃহস্পতিবার রাতে সজীব একটি অচেনা নম্বর থেকে তাঁকে ফোন করে গালাগাল করে ২০ হাজার টাকা দাবি করেন। ঘটনাটি নাতি সৈকতকে জানান। পরে সৈকত রাত পৌনে ২টার দিকে সজীবকে ধরে বেদম পিটুনি দেন। পিটুনির এক পর্যায়ে সজীব মারা যান।
মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় তিতাস নদের পাড়ে ইয়াদ মোল্লা খাদেম (৬৫) নামের এক কৃষকের লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে পৌর এলাকার খড়মপুরে তিতাস নদের পাড় থেকে লাশ উদ্ধার করা হয়।
সরিষাবাড়ী (জামালপুর) : সরিষাবাড়ীতে আকতারা বেগম (৪২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
দেবীদ্বার (কুমিল্লা) : গত বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলায় ঘুমের ওষুধ খেয়ে জান্নাতুল মীম (১৪) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে জাফরগঞ্জ মাজেদা আহসান মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা সবুজ মিয়া জাফরগঞ্জ গ্রামের বাসিন্দা।
বাঘা (রাজশাহী) : গত বৃহস্পতিবার সকালে বাঘার পদ্মায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ।