সাতক্ষীরায় ৫ মোটরসাইকেল চোরসহ ৯টি গাড়ি জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
সাতক্ষীরায় ৫ মোটরসাইকেল চোরসহ ৯টি গাড়ি জব্দ
৫ মোটরসাইকেল চোরসহ ৯টি গাড়ি জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা আবু বক্কর সিদ্দিক ও সক্রিয় চার সদস্যকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) তাদের আটক করা হয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— শ্যামনগর পৌরসভার চিংড়াখালী গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৫৫), শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের ছাকাত গাজীর ছেলে শাহাজাহান গাজী (৩৫), একই ইউনিয়নের গবুরা গ্রামের ইউনুস আলী গাজীর ছেলে মোস্তাফিজুর রহমান নান্নু (৩৫), আব্দুল গফুর গাজীর ছেলে আতিকুর রহমান সাজু (৩৮) ও কালীগঞ্জ উপজেলার কাঁকশিয়ালী গ্রামের মৃত হাসান গাজীর ছেলে সালাউদ্দিন গাজী (৩৮)।

শ্যামনগর থানা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক চুরি, অস্ত্র, মাদক মামলা রয়েছে।

আসামি সালাউদ্দিন গাজীর বিরুদ্ধে ১৫টি, আবু বক্কর সিদ্দিক গাজীর বিরুদ্ধে ২৭টি, মোস্তাফিজুর রহমান নান্নুর বিরুদ্ধে তিনটি, আতিকুর রহমান সাজুর বিরুদ্ধে তিনটি এবং শাহাজাহান গাজীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। শাহাজাহান গাজী আত্মসমর্পণকৃত বনদস্যু। তাদের কাছ থেকে মোট ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ৯টি মোটরসাইকেলের মধ্য থেকে তিনটি মোটরসাইকেলের মালিককে পাওয়া গেছে এবং তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে হস্তান্তর করা হয়েছে।

গাড়ি ফেরত পাওয়া মালিকরা হলেন- চুনকুড়ি গ্রামের হরিদাস মণ্ডল, নকিপুর গ্রামের ইকবাল হোসেন ও যতিন্দ্রনগর গ্রামের শাহিনুর রহমান বাবু।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, শাহিনুর ইসলাম বাবু নামের একজনের মোটরসাইকেল চুরি হয়ে গেলে তিনি শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে মোটরসাইকেল উদ্ধার ও আসামি আটকের চেষ্টা করি এবং আসামি সালাউদ্দিন গাজীকে চোরাই গাড়িসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে বলে, তার সঙ্গে আবু বক্কর জড়িত।

আবু বক্করকে গ্রেপ্তার করার পর সে জানায়, তার সঙ্গে শাহাজাহান জড়িত। শাহাজাহানকে গ্রেপ্তারের পর সে জানায়, তার সঙ্গে নান্নু ও সাজু জড়িত। পরে নান্নু ও সাজুকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে চোরাইকৃত ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ৯টি মোটরসাইকেলের ভেতর থেকে তিনজন মোটরসাইকেলের মালিককে পাওয়া গেছে, তারা বাদী হয়ে মামলা করেন। বাকি মোটরসাইকেলগুলোর জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

গোপালগঞ্জ কারা ফটকে স্বজনদের ভিড়

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গোপালগঞ্জ কারা ফটকে স্বজনদের ভিড়

গোপালগঞ্জ কারাগারের সামনে রান্না করা খাবার নিয়ে অপেক্ষারত শত শত কারাবন্দির স্বজনরা। জেলা বা জেলার আশপাশ এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসেছেন তারা। প্রিয়জনকে একপলক দেখতে এবং ঈদের খাবার খাওয়াতে আসেন। 

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে কারাবন্দিদের খাবার দেয়া ও একনজর দেখা।

আরো পড়ুন
৪১.৯ ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে এপ্রিলে

৪১.৯ ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে এপ্রিলে

 

গোপালগঞ্জ জেলা কারাগারের সুপার মো. মোক্কামেল হোসেন বলেন, ঈদের পরের দিন কারাবন্দিতের বাড়ি খাবার খেতে দেয়ার প্রভিশন আছে। সেই হিসেবে মঙ্গলবার সকাল ৯টা থেকে কারাবন্দিদের স্বজনেরা খাবার হাতে কারাগারের সামনে হাজির হন। বর্তমানে গোপালগঞ্জ জেলা কারাগারে ৫৮১জন হাজতি রয়েছেন। এর মধ্যে অন্তঃত চারশ জনের খাবার এসেছে।

আর সাথে ছেলে মেয়ে , স্ত্রী, মা বাবাসহ প্রায় ১ হাজার মানুষ কারাগারে এসে প্রিয়জনের সাথে দেখা করেছেন। এই দর্শন চলে বিকাল ৪টা পর্যন্ত।
  
খাবার দিতে আসা বেশ কয়েকজন কারাবন্দিদের স্বজনদের সাথে কথা হয়। তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঈদের দিন কারাবন্দিদের স্বজনদের সাথে দেখা করার সুযোগ সুবিধা পাইনি।
আজ ঈদের পরের দিন আমরা খাবার নিয়ে দেখতে এসেছি। ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি এবং ঈদের দিনে রান্না করা খাবারও দিয়েছি।’

মন্তব্য

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ইউনিয়ন ওলামা দলের সভাপতি নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ইউনিয়ন ওলামা দলের সভাপতি নিহত
সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পারাপারের সময় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা মো. ইয়াকুব আলী (৩৫) নিহত হয়েছেন। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঝাটুরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা ইয়াকুব আলীর বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুকনী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মোমিন উদ্দিনের ছেলে।

তার ৮ ও ৫ বছরের দুইটি ছেলে রয়েছে।

আরো পড়ুন

শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে সংঘর্ষে আহত ২০

শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে সংঘর্ষে আহত ২০

 

জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) ভোর পাঁচটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলগী ইউনিয়ন পরিষদের সদস্য এবং সুকনী গ্রামের বাসিন্দা মাহমুদুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা ইয়াকুব আলী ঝাটুরদিয়া বাজারে জুতার ব্যবসা করতেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। বাজারের উল্টো দিকে আলগী ইউনিয়নে তার বাড়ি।

রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।’

তিনি আরো বলেন, ‘পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার পরিবর্তন না হওয়ায় তাকে রাতেই ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে আজ মঙ্গলবার ভোর ৫টায় তিনি মারা যান।’

মন্তব্য

শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
শেয়ার
শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে সংঘর্ষে আহত ২০
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান শুকানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরো পড়ুন
জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের পুরস্কার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের পুরস্কার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রঘুনাথপুর গ্রামে ধান শুকানোর জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতরা হলেন- রঘুনাথপুর গ্রামের মহিবুর রহমান মানিক (৩৫), কামাল হোসেন (২৮), শাহীন (৩৮), জোনাক আহমদ (২৮), তারেক আহমদ (৩২), বদরুল আলম (৪২), শাহ আলম (৪৫), দুলাল (৪৫), মকসুদ আলী (৫০), আইবুর রহমান (৪০), শফিক আলী (৫০)।

তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বললেন ‘এটি ষড়যন্ত্র’

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বললেন ‘এটি ষড়যন্ত্র’

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বলেন, ‘ধান শুকানোর জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।’

মন্তব্য

পীরগঞ্জে আগুনে পুড়ল ২ বসতবাড়ি

পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি
পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি
শেয়ার
পীরগঞ্জে আগুনে পুড়ল ২ বসতবাড়ি
ছবি: কালের কণ্ঠ

রংপুরের পীরগঞ্জে চতরা ইউনিয়নের কুমারপুর গ্রামে অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল সোমবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কুমারপুর গ্রামের আবুল কালাম ও মজনুর মিয়ার বাড়িতে এ আগুন লাগে।

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা দিয়ে সমস্ত বাড়িতে আগুন লেগে টিনের চালা ও টিনের ৪টি ঘর, ৩টি গরু, ১৮টি ছাগল, অর্ধশতাধিক মুরগি ও কবুতর পুড়ে যায়।

এতে ২ পরিবারের ১০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে।

আরো পড়ুন
মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা মেসির দেহরক্ষীর

মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা মেসির দেহরক্ষীর

 

আবুল কালাম বলেন, ‘ঈদের দিন রাতে হঠাৎ আমার বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ৪টি ঘর পুড়ে গরু বাছুর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন পথে বসেছি।

অপর বাড়ির মালিক মজনু মিয়া বলেন, ‘আমাদের চর এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পীরগঞ্জ ও পাশের থানা দিনাজপুর নবাবগঞ্জের ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌঁছনোর আগেই সব পুড়ে শেষ হয়।’

আরো পড়ুন
ত্বকের যত্নে চিয়া সিড কতটা উপকারী

ত্বকের যত্নে চিয়া সিড কতটা উপকারী

 

ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন বলেন, ‘আমার ইউনিয়নে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি এবং দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ