সাকিবের পরে বিশ্বকাপে মুশফিকই বাংলাদেশের সেরা পারফরমার। ৩৮ গড়ে ৮৭৭ রান করা ‘মিস্টার ডিপেন্ডেবল’ ছয়টি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরিও করেছেন। পরিসংখ্যান ও পারফরম্যান্সের হিসাবে এবারের আসরেও মুশফিকের ওপর বাংলাদেশ সমর্থকরা ভরসা রাখতেই পারে।
মাহমুদ উল্লাহ রিয়াদ
অলরাউন্ডার, বাংলাদেশ
এবারের বিশ্বকাপ দলে থাকবেন কি না, সেটা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। অনেকেই তো ভেবেই নিয়েছিল ২০১৯-এ শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের বিমানে চড়েন এই অলরাউন্ডার। জায়গা করে নেন ১৫ সদস্যের দলে। ভারতেই যে শেষ বিশ্বকাপ খেলছেন, সেটা অনুমেয়ই। কারণ বয়স তাঁর এখন ৩৭ বছর। পরের বিশ্বকাপে বয়স হবে ৪১ বা তার বেশি।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান এই মাহমুদ উল্লাহ। ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ঐতিহাসিক সেই সেঞ্চুরি। খেলেছিলেন ১০৩ রানের ইনিংস। এর পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১২৮ রানের দুর্দান্ত ইনিংস। কিন্তু তাঁর সাম্প্রতিক ফর্ম ভাবাচ্ছে। এ বছরের মার্চ মাস থেকে দলে ছিলেন না। নিউজিল্যান্ড সিরিজে দুই ইনিংস ব্যাট করে এক ম্যাচে করেছেন ৪৯ রান। তবে সেসব ছাপিয়ে শেষ বিশ্বকাপ ব্যাটে বলে রাঙাতে চাইবেন এক ক্রিকেটার।
রোহিত শর্মা
অধিনায়ক, ভারত
এ বছরের এপ্রিলে ৩৬-এ পা দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাঁর অধিনায়কত্বেই এবার ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ভারত। বয়সের ব্যাপারটি মুখ্য হলে এটাই হয়তো রোহিতের শেষ বিশ্বকাপ হতে পারে। রোহিতও বেশ কয়েকবার এ বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন। এখন পর্যন্ত দুটি বিশ্বকাপ খেলেছেন ভারতীয় অধিনায়ক। ২০১৫-এর পর খেলেছেন ২০১৯ বিশ্বকাপে।
২০১৯ ওডিআই বিশ্বকাপে অসাধারণ ফর্মে ছিলেন রোহিত। প্রথম ক্রিকেটের হিসেবে একটি বিশ্বকাপে পাঁচটি শতরান করার রেকর্ড করেছিলেন তিনি। ৯ ইনিংসে রান করেছিলেন সর্বোচ্চ ৬৪৮। এর মধ্যে সেঞ্চুরি করেছেন পাঁচটি, হাফসেঞ্চুরি একটি। এবার ঘরের মাঠেও চার বছর আগের ফর্ম ফিরিয়ে আনতে চান রোহিত। শেষ বিশ্বকাপটা ব্যাটে ছন্দে থেকেই স্মরণীয় করে রাখতে চান তিনি।
কুইন্টন ডি কক
উইকেটরক্ষক, দক্ষিণ আফ্রিকা
বয়স তাঁর এখন ৩০ বছর। ভারত বিশ্বকাপের পর অনায়াসে পরবর্তী বিশ্বকাপও খেলতে পারতেন কুইন্টন ডি কক। কিন্তু সেটা না করে আচমকা ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই উইকেটকিপার-ব্যাটার। এমনটা নয় যে বিশ্বকাপের দলে নির্বাচিত না হয়ে অভিমানে খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ডি কক। বরং বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে নাম রয়েছে তাঁর। কুইন্টন বিশ্বকাপ খেলবেনও। তবে বিশ্বকাপের পরেই ৫০ ওভারের ক্রিকেটে দেশের জার্সি চিরতরে তুলে রাখবেন তিনি।
২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় ডি ককের। এরপর খেলেছেন ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ। গত ১০ বছরে প্রোটিয়াদের হয়ে ১৪৫ ম্যাচে রান করেছেন ছয় হাজার ১৭৬। শতরানের ইনিংস খেলেছেন ১৭টি, আর অর্ধশতক আছে ৩০টি। বিশ্বকাপে প্রোটিয়াদের উদ্বোধনী জুটিতে দারুণ অবদান রাখতে পারেন তিনি। তাঁর ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি ছোটে সেটাই প্রত্যাশা সমর্থকদের। ডি ককও চাইবেন শেষটা দারুণভাবে রাঙিয়ে যেতে।

ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার
ব্যাটার, অস্ট্রেলিয়া
ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। ভারতেই হয়তো শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। বয়সও সে কথাই বলছে। কারণ পরের বিশ্বকাপে তাঁর বয়স পেরিয়ে যাবে ৪০। আর ওয়ার্নার নিজেও একাধিকবার বলেছেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসর নিতে চান তিনি। তাই বলাই যায়, এটা হয়তো তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ।
অস্ট্রেলিয়ার সব সময়ের সেরা ওপেনারদের একজন তিনি। ইনিংসের শুরুতে ব্যাটে ঝড় তুলে বড় সংগ্রহের ভিত গড়ে দিতে পারেন এই ব্যাটার। সর্বশেষ বিশ্বকাপেও তাঁর ব্যাট হেসেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪৭ রান করেন তিনি। তিন শতকের পাশাপাশি খেলেছিলেন তিনটি অর্ধশতকের ইনিংস। ভারতেও এবার তাঁর ব্যাটে রানের ফোয়ারা বইবে, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।
মোহাম্মদ নবি
অলরাউন্ডার, আফগানিস্তান
মোহাম্মদ নবির বয়স ৩৮ বছর পেরিয়ে ৩৯ ছুঁইছুঁই। এমন অবস্থায় ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার। সেই সঙ্গে এটাই হয়তো তাঁর বিশ্ব আসরে শেষবারের মতো অংশ নেওয়া। ২০০৯ সালে অভিষেকের পর থেকেই আফগানিস্তান দলের অন্যতম একজন হয়ে ওঠেন তিনি। ব্যাটে-বলে ছন্দে থেকে আফগানদের এগিয়ে নেওয়ার কাজটা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
এবারের বিশ্বকাপেও আফগানদের অন্যতম একজন হয়ে আছেন তিনি। ব্যাটের পাশাপাশি বল হাতেও আলো ছড়াতে পারেন। ২০০৯ সালে অভিষেকের পর ১৪৭ ম্যাচ খেলে রান করেছেন তিন হাজার ১৫৩। একটি শতকের সঙ্গে আছে ১৫টি অর্ধশত রানের ইনিংস। আর বল হাতে উইকেট নিয়েছেন ১৫৪টি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলেই ভারতে দারুণ কিছু করে দেখাতে চান নবি।