<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদায়ি সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দুই হাজার ২৪২ কোটি টাকা। শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি টাকা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮.৭৫ পয়েন্ট বা .১৫ শতাংশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূচকের উত্থানের পরও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৪৫২ কোটি ৩৪ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল তিন হাজার ২২১ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেন কমেছে ৭৬৯ কোটি ১১ লাখ টাকা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭ কম্পানির  শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪২টি কম্পানির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কম্পানির শেয়ারের দাম।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র মতে, সপ্তাহজুড়ে কম্পানিটিতে প্রতিদিন গড়ে ২৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.২৯ শতাংশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ। সপ্তাহজুড়ে কম্পানিটর প্রতিদিন গড়ে ২৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোনের প্রতিদিন গড়ে ১৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ২.৯৬ শতাংশ।</span></span></span></span></p>