<p>অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পবিত্র কাবার গিলাফ উপহার পেয়েছেন। সম্প্রতি জেদ্দার সচিবালয়ে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক প্রদান করেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউজান আল-রবিয়াহ।</p> <p>গত সোমবার (৭ অক্টোবর) ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়।</p> <p>এর আগে গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছেন ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তাঁর প্রচেষ্টায় সৌদি আরব সমুদ্রপথে বাংলাদেশি হজযাত্রীদের গ্রহণ করতে সম্মত হয়েছে বলেও তাঁর ফেসবুক পেজে জানানো হয়েছে। বাংলাদেশ পরীক্ষামূলকভাবে জাহাজে হজযাত্রীদের একটি দল পাঠানোর চিন্তা করছে।</p> <p>মুসলিম ধর্মবিশ্বাস অনুসারী কাবাঘর পৃথিবীর পবিত্রতম স্থান। কাবাঘরের দিকে ফিরে মুসলমানরা নামাজ আদায় করে। পবিত্র এই ঘর গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়। মুসলমানদের কাছে কাবাঘর ও এর গিলাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মাননা উপহার হিসেবে মূল্যবান এই গিলাফ দেওয়ায় বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপহারকে ধর্মীয় সম্প্রীতির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি।</p> <p>এ ধরনের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে, যা উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন আরো গভীর করবে।<br /> উল্লেখ্য, পবিত্র কাবাঘরের গিলাফ প্রতিবছর হজের সময় পাল্টানো হয়। পুরনো গিলাফটি ছোট ছোট টুকরা করে, বিশেষ ফ্রেমে বাঁধাই করে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার বা বিশেষ সম্মাননা হিসেবে দেওয়া হয়।</p> <p> </p>