ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

শর্ত মেনে বিদেশ যাবেন না খালেদা জিয়া : ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শর্ত মেনে বিদেশ যাবেন না খালেদা জিয়া : ফখরুল

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা অশালীন। শর্ত সাপেক্ষে তিনি বিদেশে যাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সরকার দেশনেত্রীর উন্নত চিকিৎসার করতে দিচ্ছে না। আমরা গণতন্ত্র থেকে উপায় বের করে নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব।

জনগণের আন্দোলনে এই সরকারের পতন ঘটবে। তখন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত হবে।’

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য।

এটা কল্পনার বাইরে। আইন তিনিই নিয়ন্ত্রণ করেন। তার বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত প্রতিহিংসা ফুটে উঠেছে। এগুলো নিয়ে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় রেখে নির্বাচনে যাবেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রশ্নই উঠতে পারে না। শুধু বেগম জিয়াকে এই অবস্থায় রেখে না, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এটা আমাদের পরিষ্কার কথা। আবার রিপিট করলাম।’

তিনি বলেন, ‘একজন প্রবীণ নাগরিকের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকারে সরকার অন্যায়ভাবে বাধা দিচ্ছে।

আইনের দোহাই দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি ভালো হয় না। তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। আমরা গণতান্ত্রিক উপায়ে যা করার দরকার করে যাব। গণতন্ত্র বিশ্বাস করি বলেই এখনো আমরা এ ভাষায় কথা বলি। যেকোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।’ 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

শিক্ষার্থীদের সৎ ও ভালো মানুষ হওয়ার পরামর্শ দিলেন হাসনাত

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
শিক্ষার্থীদের সৎ ও ভালো মানুষ হওয়ার পরামর্শ দিলেন হাসনাত
ছবি : কালের কণ্ঠ

শিক্ষার্থীদের সৎ ও ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি-অপরাধ না করার চর্চাগুলো এখন থেকে শুরু করতে হবে বলে জানিয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন হাসনাত। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ১৬ বছর দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালতে ঘুষ, দুর্নীতি একটি প্রথা হয়ে গিয়েছিল। মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা এসব কাজ করছে তারা একটি সময়ে আজকে তোমরা যেখানে বসেছো সেখানে বসেছিল।

কিন্তু তারা সঠিক শিক্ষা পায়নি।

আরো পড়ুন

হান্নান মাসউদের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

হান্নান মাসউদের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

 

কোনো শিক্ষক তার ছাত্রদের অন্যায় শিক্ষা দেয় না জানিয়ে তিনি বলেন, 'তোমরা যারা এখানে আছো তোমাদের নিজেদের আগে দুর্নীতি মুক্ত হয়ে সৎ মানুষ হতে হবে। যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা বিষয় না কিন্তু আগে নিজেদের ভালো মানুষ হতে হবে।'

এনসিপির এই নেতা আরো বলেন, আমাদের দেশে যারা দুর্নীতিবাজ আছে তারা কিন্তু শিক্ষিত, বেস্ট রেজাল্ট, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন।

কিন্তু সঠিক শিক্ষা না পাওয়ায় তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে।

একজন রিক্সাওয়ালা চাইলেও পদ্মাসেতুতে দুর্নীতি করতে পারবে না জানিয়ে হাসনাত বলেন, কারণ তার কাছে সে সুযোগ নেই। সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতি না করা কিন্তু এক সমান নয়। যে সুযোগ পেয়েও দুর্নীতি করে না তারাই সমাজের বেস্ট পারসন। দুর্নীতি-অপরাধ না করার ছোট ছোট চর্চাগুলো তোমাদের এখন থেকে শুরু করতে হবে।

 

প্রধান শিক্ষক মো.কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আ. লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল : সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আ. লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল : সালাহউদ্দিন
ছবি : ফোকাস বাংলা

আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সব রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল, সেটি আওয়ামী লীগ প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায়, তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এ সময় তিনি ইসরায়েলের সব পণ্য বর্জনের ঘোষণা দেন।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যে বিএনপির ছাত্রসংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’ কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ একদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অপরদিকে বাংলাদেশ ও সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়াকান্নাও কাঁদত তারা।

ইসরায়েলের সব পণ্য আমরা বর্জন করব জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে।

আমরা তার নিন্দা জানাই।’

‘ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে’ খুব শিগগির বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি বৃহৎ কর্মসূচির আয়োজন করবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

মন্তব্য

ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সারা দেশে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে নানা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর জামায়াত। 

গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান দলটির সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। 

আরো পড়ুন
নেতানিয়াহুর শুল্ক প্রত্যাহারের প্রস্তাবে যা বললেন ট্রাম্প

নেতানিয়াহুর শুল্ক প্রত্যাহারের প্রস্তাবে যা বললেন ট্রাম্প

 

তারা বলেন, ফিলিস্তিনে দখলদার ইসরায়েল কর্তৃক ইতিহাসের নৃশংসতম গণহত্যা চলছে। এর প্রতিবাদে সিলেট নগরীতে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

কিন্তু দুঃখজনক বিষয় হলো, তৌহিদী জনতার ব্যানারে মিছিল বের করে কতিপয় উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

আরো পড়ুন
আজকের নামাজের সময়সূচি, ৮ এপ্রিল ২০২৫

আজকের নামাজের সময়সূচি, ৮ এপ্রিল ২০২৫

 

বিবৃতিতে আরো বলা হয়, ইসলাম শান্তির ধর্ম। কারো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাকে ইসলাম সমর্থন করে না। ভাঙচুরকৃত সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে।

এসব সিসি ক্যামেরার ভিডিও ও ছবি দেখে হামলা-ভাঙচুর ও লুটপাটে জড়িতদের চিহ্নিতের পাশাপাশি অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ধর্মপ্রাণ মানুষের আবেগকে পুঁজি করে একটা গোষ্ঠী মব সৃষ্টির মাধ্যমে ধর্মীয় সংগঠন, রাজনৈতিক দল ও সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। এদের কঠোর হাতে দমন করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

মন্তব্য

‘ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে’
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘বাংলাদেশে যেমন জুলাই বিপ্লব ঘটে গেছে, তেমনি ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে।’

সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

আখতার বলেন, ‘যত দিন পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতা না আসে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয়, ফিলিস্তিনের মানুষরা গণহত্যা থেকে মুক্তি না পায়, তত দিন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হতে পারে না।’

আরো পড়ুন
‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত

‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত

 

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত সরকার যে ষড়যন্ত্র বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে, এনসিপির পক্ষ থেকে আমরা এর নিন্দা জানাই।

আমরা মনে করি, এটা (ওয়াকফ সংশোধনী বিল) নিতান্তই বৈষম্যমূলক এবং ভারতের মুসলমানদের জন্য নিপীড়নের আরেকটি পথকে উন্মোচন করা হয়েছে। ভারতের মুসলমান ও গণতন্ত্রকামী শক্তিগুলো এই বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। সেসব কর্মসূচির প্রতি আমরা সংহতি জানাই।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ