<p>শিক্ষার্থীদের চলমান আন্দোলনে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাশাশি শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি পূরণ করে সরকারকে শিক্ষার পরিবেশ তৈরির দাবি জানান তিনি।</p> <p>গতকাল রবিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় তিনি জানান, গতকাল দলের কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, সাইয়েদুল ইসলাম বাবুল, সুলতান সালাউদ্দিন টুকু, আমিনুল হক ও এম এ সালাম এই পাঁচ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।</p> <p>মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে সরকার। শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি পূরণ করে শিক্ষার পরিবেশ তৈরি করুন। জনগণের দাবি অনুযায়ী পদত্যাগ করে দেশবাসীকে স্বস্তি দিন। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।’</p> <p>মির্জা ফখরুল বলেন, ‘সর্বোচ্চ আদালত কোটা ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছেন। আমরা আগেই ছাত্রদের দাবি পূরণে সরকারকে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তাতে সরকার কর্ণপাত করেনি। বরং ছাত্রদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে।</p> <p>তখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করলে এত নিরীহ ছাত্র-জনতার প্রাণ যেত না।’</p> <p>বিএনপি মহাসচিব শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জনগণকে পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যে পরিস্থিতি ঘোলাটে হয়েছে। এখন সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে গণমাধ্যমকে ব্যবহার করে বিরোধী মতের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে।’</p> <p><strong>পাঁচ নেতা আটক : </strong>বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আমান উল্লাহ আমানকে তাঁর মহাখালীর বাসা, সাইয়েদুল ইসলাম বাবুলকে উত্তরা, সুলতান সালাউদ্দিন টুকু ও এম এ সালামকে বারিধারা এবং আমিনুল হককে মিরপুর থেকে আটক করেছে পুলিশ।</p> <p>এদিকে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো এক যুক্ত বিবৃতিতে বলেছে, আপিল বিভাগের রায় প্রমাণ করে, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও ন্যায্য। এই যৌক্তিক দাবি দমন করার চেষ্টা চলছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক স্বাক্ষরিত বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।</p>