<p>ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে এখন যারা লুটপাট, দখল, জুলুম, অত্যাচার করছে তাদের হাতেও দেশ নিরাপদ নয়। তাদের আর স্বৈরাচার আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই।</p> <p>বুধবার (১৬ অক্টোবর) ঝিনাইদহের পায়রা চত্বরে পাঁচ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আশুলিয়ায় সাবেক সেনাকর্মকর্তার বাড়িতে ডাকাতির অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729074736-87fb0770c85bdff61e8542bfd9fcec98.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আশুলিয়ায় সাবেক সেনাকর্মকর্তার বাড়িতে ডাকাতির অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/16/1435772" target="_blank"> </a></div> </div> <p>ফয়জুল করিম আরো বলেন, ‘প্রতিটি মানুষ যেন অধিকার নিয়ে বাঁচতে পারে, এমন বাংলাদেশ চাই। জালেমের হাতে দেশ থাকে বলেই জুলুম বন্ধ হয় না। তাকওয়াভিত্তিক নেতা না এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না।’</p> <p>৯২ ভাগ মুসলমানের দেশে ইসলামের বাংলা দেখতে চেয়ে তিনি বলেন, এ দেশের যে রাজনীতির চর্চা আর নেতাদের যে চরিত্র, তাতে করে শুধু ক্ষমতার বদল হবে, দুঃশাসন বন্ধ হবে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উচ্চ রক্তচাপ কমানোর দশ উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729076365-52cc7ab2aa4c4b5d0177ec10c9cdd652.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উচ্চ রক্তচাপ কমানোর দশ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/10/16/1435781" target="_blank"> </a></div> </div> <p>গণসমাবেশে ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার ডা. এইচ এম মোমতাজুল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, মুফতি আহমেদ আব্দুল জলিলসহ প্রমুখ।</p>