বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসিচব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘ইসলামের সঙ্গে ধর্মনিরপেক্ষতা চলে না। রাজনৈতিক কারণে মুসলমানরা ধর্মনিরপেক্ষ হতে পারে না। তাই আগামীতে বাংলাদেশ চলবে ইসলামের আলোকে। আর সেই আলোকে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে নিরাপত্তার ব্যবস্থা করবে মুসলিম ভাইয়েরা।
ইসলামের আলোকে চলবে আগামীর বাংলাদেশ : মামুনুল হক
অভয়নগর (যশোর) প্রতিনিধি

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে যশোরের অভয়নগরে মাদরাসা ইহইয়াউল উলূম আল ইসলামীয়া আয়োজনে দরসে বুখারী, দস্তরে ফযীলত ও দুআ মাহিফলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক আরো বলেন, ‘দেশের ৯০ শতাংশ মুসলমান ইসলামী আদর্শ নিয়ে চলতে চায়। তার প্রমাণ গত ৫ আগস্ট বিপ্লবে মূর্তি ভেঙে বুঝিয়ে দিয়েছে দেশের জনতা। সুতরাং সেই একই পথে দেশ চলতে পারে না।
তিনি ধর্মনিরপেক্ষতার বিষয়ে বলেন, ‘হাসিনা ও তার সহযোগিরা যেমন পালিয়ে ধর্মনিরপেক্ষ দেশে চলে গিয়েছে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের সুরে তাল মিলিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলছে।
হেফাজতে ইসলাম অভয়নগর শাখার সভাপতি হাফেজ মাওলানা গোলাম মওলার সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মান্নান।
সম্পর্কিত খবর

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
অনলাইন ডেস্ক

রাজধানীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। আজ রবিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিওতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত এই মিছিল করেন নেতাকর্মীরা।
ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিল করেছেন নেতাকর্মীরা।
মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদের নেতৃত্বে। মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
অনলাইন ডেস্ক

সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আলোচনা হবে বলে জানা গেছে।
দলটির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আজ রবিবার বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন।
জানা গেছে, সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতে সদ্য পাসকৃত ওয়াকফ সংশোধনী বিল প্রসঙ্গে বিএনপির দলীয় অবস্থান তুলে ধরা হবে।

চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ রবিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন।
তিনি বলেন, ‘সিঙ্গাপুরে ডাক্তার দেখানোর শিডিউল আছে মহাসচিব স্যারের। এক সপ্তাহ পর ঢাকায় ফিরবেন তিনি।’
জানা গেছে, কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে এবং তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়।

আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক
অনলাইন ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর-উত্তম এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার সকালে এক শোক বার্তায় তারেক রহমান বলেন, এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে তার শোকাহত পরিবারের মতো আমিও গভীর সমব্যথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি এলাকার সবার কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।
শোক বার্তায় তারেক রহমান আরো বলেন, আমি এস ইউ এফ মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
এর আগে শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুকরেমা রেজা। তার বয়স হয়েছিল ৭১ বছর।