সাঁকো পার হতে স্থানীয়দের চাঁদা না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর ওপর হামলা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর পদ্মা গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন, হাশিম রানা ও ফুয়াদ ইসলাম।
প্রত্যক্ষদর্শী, আহত ও রামেক সূত্রে জানা যায়, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা পদ্মা নদীর চরে বেড়াতে যায়। এ সময় তারা পদ্মা নদীর পার্শ্ববর্তী রাজশাহী মহানগরীর পদ্মা গার্ডেন এলাকায় একটি সাঁকো পার হতে যায়। সাঁকো পার হওয়ার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের কাছে জনপ্রতি ১০ টাকা করে দাবি করে। শিক্ষার্থীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এক পর্যায়ে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাদের হামলায় দুই শিক্ষার্থী আহত হন। তাদের একজনকে গুরুতর আহত অবস্থায় রামেকের ৩১ নম্বর ওয়ার্ডের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল।
তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাশেম নামের আরেকজনকে মেডিক্যালের ৩১ নম্বর ওয়ার্ডের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হয়েছে। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
হামলার বিষয়ে জানতে চাইলে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাওসার আলী বলেন, ‘আমরা পদ্মা গার্ডেন এলাকায় একটা সাঁকো পার হচ্ছিলাম। এ সময় স্থানীয়দের একটি দল আমাদের কাছে চাঁদা দাবি করে।
আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা লোক জড়ো করে লাঠিসোঁটা ও রামদা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, ‘এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে, কে বা কারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তা স্পষ্ট বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা জানতে পেরেছি সাঁকো পার হওয়ার সময় টাকা দাবি করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর ওপর স্থানীয়রা হামলা করেছে। তাদের ভেতর একজনকে গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিল।’