ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

নবীনগরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
শেয়ার
নবীনগরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

মুজিববর্ষে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাকে সর্বত্র সত্যিকার অর্থে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার দৃপ্ত শপথে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শনিবার রাতে  কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে এক ব্যতিক্রমী অনুষ্ঠানে চারজনকে 'গুণীজন সম্মাননা' স্মারক প্রদান করা হয়েছে।

কালের কণ্ঠের ১০ বছর পূর্তিতে ওই দৃষ্টিনন্দন নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীতে একুশে পদকপ্রাপ্ত সংগীত পরিচালক শেখ সাদী খান, শিক্ষায় নবীনগর সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুল হক মানিক, মুক্তিযুদ্ধে আজহারুল ইসলাম লালু ও সংবাদপত্রের পাঠক সৃষ্টিতে অবদান রাখায় স্থানীয় সংবাদপত্র এজেন্ট লোকমান হেকিম চৌধুরীকে ঘটা করে বিশাল আয়োজনে 'গুণীজন সম্মাননা স্মারক' প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান।

তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই চার গুণীজনের হাতে সম্মাননা পত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর আগে শুভ সংঘের পক্ষ থেকে এই চার গুণীকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

এসময় শুভসংঘের পক্ষ থেকে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথিকেও উত্তরীয় পরিয়ে তাঁদের হাতে শুভসংঘের একটি করে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।

কালের কণ্ঠের নবীনগর প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠক গৌরাঙ্গ দেবনাথ অপুর পরিকল্পনা, গ্রন্থনা ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য।

শুভসংঘের স্থানীয় সভাপতি কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসীমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক দেলোয়ার হোসেন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় সহকারি কমিশনার ভূমি ইকবাল হাসান, ওসি রনোজিত রায়, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু ও ইংরেজী দৈনিক অবজারভারের সাংবাদিক কৌশিক আহমেদ অমিত।

অনুষ্ঠানে চার গুণীকে নিয়ে তৈরি চারটি ব্যতিক্রমধর্মী ডকুমেন্টরি প্রজেক্টরে প্রদর্শন ও শুভসংঘের সদস্যদের পরিচিতি পর্ব উপস্থিত কয়েক শত শ্রোতা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে টেলিভিশনের শিল্পী আবদুল আলীম, নবনীতা রায়, সীমু সাহা, প্রদীপ আচার্য, জয়নব হাসান ও অর্পিতা দেবনাথের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।

অনুষ্ঠানে শুভসংঘের পক্ষ থেকে নবনির্মিত আধুনিক উপজেলা পরিষদ মিলনায়তনটির নাম 'ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র নামে করার জন্য প্রধান অতিথির কাছে জোর দাবি জানানো হয়।

মন্তব্য

বিনা মূল্যে পাটবীজ ও সার পেলেন ৮০০ কৃষক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
বিনা মূল্যে পাটবীজ ও সার পেলেন ৮০০ কৃষক
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহ সদর উপজেলায় ৮০০ কৃষকের মাঝে বিনা মূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে এ সার ও বীজ বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নূর এ নবীর সভাপতিত্বে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।

এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব উপস্থিত ছিলেন।

এ সময় সদর উপজেলার ৮০০ কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি উন্নত জাতের পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ নিয়ে সদর উপজেলায় মোট ৮০০ কেজি পাটবীজ ও আট মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

পাট উৎপাদন বাড়ানো গেলে দেশের অর্থনীতি নতুনভাবে সমৃদ্ধ হবে।

মন্তব্য

আবাসন সংকটে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা (ভিডিওসহ)

খুশবু হাসান রনি
খুশবু হাসান রনি
শেয়ার
আবাসন সংকটে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা (ভিডিওসহ)
ছবি : কালের কণ্ঠ

ইতিহাস ও ঐতিহ্যের শতবর্ষী বিদ্যাপীঠ রংপুর কারমাইকেল কলেজ। ২০৬ একরের এই সবুজ ক্যাম্পাসে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ২২ হাজার। উত্তরের জেলাগুলোতে রয়েছে এই প্রতিষ্ঠানের সুনাম। এই কলেজকে বলা হয় উত্তরের বাতিঘর।

কিন্তু সেই বাতিঘরের নিচে যেন আজ অন্ধকার।

ভালো নেই কারমাইকেল কলেজের আবাসিক শিক্ষার্থীরা... (বিস্তারিত প্রতিবেদন দেখুন ভিডিওতে)।

 

মন্তব্য

হিলিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা
হিলি (দিনাজপুর) সংবাদদাতা
শেয়ার
হিলিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা
ছবি : কালের কণ্ঠ

সারা দেশের মতো হিলিতেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তির্পূণভাবে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষাটি।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে আসতে শুরু করে। সকাল ১০টা থেকে হাকিমপুর উপজেলার চারটি কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা।

চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর হিলিতে এক হাজার ৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’

মন্তব্য

কোস্ট গার্ডের জাটকা সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আহত ১

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
শেয়ার
কোস্ট গার্ডের জাটকা সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আহত ১
ছবি : কালের কণ্ঠ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানের সময় জেলেদের হামলায় কোস্ট গার্ডের এক সদস্য আহত হয়েছেন। 

গতকাল বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হিজলা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনার সময় এ হামলার ঘটনা ঘটে। আহত কোস্ট গার্ড সদস্য মনজুরুলকে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের বহন করা ফার্স্ট এইড বক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরো পড়ুন
দেড়শ বছরের শিল্প, শ্রীমুদ্দির বাঁশি বিদেশেও যায়

দেড় শ বছরের শিল্প, শ্রীমুদ্দির বাঁশি বিদেশেও যায়

 

জানা যায়, কোস্ট গার্ড চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযানে একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।

মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে গজারিয়া নদীর মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনের (হিজলা) কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহসিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও হিজলার নৌ পুলিশের সদস্যরা যৌথভাবে জাটকা‌বি‌রোধী অভিযানে নামেন। অভিযান চলাকালীন মাঝেরচর এলাকায় পৌঁছলে আকস্মিকভাবে প্রায় ৫০ জন জেলের একটি সংঘবদ্ধ দল ক‌য়েক‌টি ট্রলার নিয়ে এসে আভিযানিক দলের ওপর অতর্কিত হামলা চালায়।’

আরো পড়ুন
কোটি ভিউ ছাড়াল ‘চাঁদ মামা’ ও ‘কন্যা’

কোটি ভিউ ছাড়াল ‘চাঁদ মামা’ ও ‘কন্যা’

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরো বলেন, ‘হামলাকারীরা অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের লক্ষ্য করে লাঠি, বাঁশ, ইট ও পাথর দিয়ে আক্রমণ চালায়।

হামলায় কোস্ট গার্ডের সদস্য এম মনজুরুল আঘাতপ্রাপ্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টাফ অফিসারের (অপারেশনস) অনুমতি নিয়ে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তী সময়ে আভিযানিক দলের সদস্যরা একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করেন।

হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনার ব্যাপারে স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাটকা সংরক্ষণে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে কোনো ধরনের সন্ত্রাসী বা চক্রের হুমকি প্রশ্রয় দেওয়া হবে না। অবৈধভাবে মাছ আহরণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ