ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

কালের কণ্ঠে সংবাদ প্রকাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ষাঁড় জব্দ

কলিহাসান, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
কলিহাসান, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
কালের কণ্ঠে সংবাদ প্রকাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ষাঁড় জব্দ

নেত্রকোনার দুর্গাপুরে লকডাউন উপেক্ষা করে ষাঁড়ের লড়াইয়ের নেতৃত্ব দেওয়ার ঘটনাটি কালের কণ্ঠ অনলাইনে প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার বিকেলে মাত্র চল্লিশ মিনিট সময়ের মধ্যে দুর্গাপুর থানার ওসি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে অভিযুক্ত ইউপি সদস্য রফিকুল ইসলামকে আটক করে পুলিশ।

পরে রাত ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ফারজানা খানম এ অর্থদণ্ড জরিমানা করে। ষাঁড়ের লড়াইয়ে ষাঁড়গুলোকে রাতের মধ্যেই জব্দ করতে স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।

এমন নির্দেশে ওইদিন রাত আটটার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব গাঁওকান্দিয়া ইউনিয়নের চিতলী চরপাড়া গ্রামের মৃত: আব্বাস আলীর বাড়িতে থেকে একটি ষাঁড় জব্দ করে।

ইউপি চেয়ারম্যান আবদুল মোতালেব জানান, আমি ষাঁড়ের লড়াই সম্পর্কে কিছুই জানিনা। তবে বিষয়টি জানার ইউপি মেম্বরকে শোকজ করেছি। পরে ইউএনও, ওসি স্যারের নির্দেশনায় রাতেই একটি ষাঁড় গরু জব্দ করি।

গাঁওকান্দিয়া ইউনিয়নে এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে ব্যাপারে আমি সচেতন আছি। সকল ইউপি সদস্যদের নিয়ে দ্রুততম সময়ে মিটিং করা হবে। ভবিষ্যতে এরকম কোনো ঘটনার সাথে ইউপি সদস্যরা জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে নিজে আইনানুগ ব্যবস্থা নিব।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লকডাউন উপেক্ষা করে এই লড়াইয়ের আয়োজকদের মূল হোতা ইউপি মেম্বর রফিকুল ইসলামকে আটক করেছি।

আটককৃত রফিকুলকে ভ্রাম্যমান আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে সম্পৃক্তদের খোঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে দ্রুততার সাথে ষাঁড় গরুগুলিকে উদ্ধার করতে। ইতিমধ্যে একটি জব্দকৃত ষাঁড় চেয়ারম্যান এর বাড়িতে রয়েছে।

নির্বাহী হাকিম ও ইউএনও ফারজানা খানম বলেন, লকডাউন ভঙ্গ করে জনসমাগম সৃষ্টি, ষাঁড়ের লড়াইয়ে (জুয়া) সম্পৃক্ত থাকার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এ ঘটনায় চেয়ারম্যানকে শোকজ ও মেম্বারকে বরখাস্ত এর প্রক্রিয়া চলমান রয়েছে। একটি ষাঁড় জব্দ করা হয়েছে। জব্দকৃত ষাঁড় গরুটি নিলামে তোলা হবে বলেও তিনি জানান।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিনা মূল্যে পাটবীজ ও সার পেলেন ৮০০ কৃষক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
বিনা মূল্যে পাটবীজ ও সার পেলেন ৮০০ কৃষক
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহ সদর উপজেলায় ৮০০ কৃষকের মাঝে বিনা মূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে এ সার ও বীজ বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নূর এ নবীর সভাপতিত্বে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।

এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব উপস্থিত ছিলেন।

এ সময় সদর উপজেলার ৮০০ কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি উন্নত জাতের পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ নিয়ে সদর উপজেলায় মোট ৮০০ কেজি পাটবীজ ও আট মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

পাট উৎপাদন বাড়ানো গেলে দেশের অর্থনীতি নতুনভাবে সমৃদ্ধ হবে।

মন্তব্য

আবাসন সংকটে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা (ভিডিওসহ)

খুশবু হাসান রনি
খুশবু হাসান রনি
শেয়ার
আবাসন সংকটে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা (ভিডিওসহ)
ছবি : কালের কণ্ঠ

ইতিহাস ও ঐতিহ্যের শতবর্ষী বিদ্যাপীঠ রংপুর কারমাইকেল কলেজ। ২০৬ একরের এই সবুজ ক্যাম্পাসে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ২২ হাজার। উত্তরের জেলাগুলোতে রয়েছে এই প্রতিষ্ঠানের সুনাম। এই কলেজকে বলা হয় উত্তরের বাতিঘর।

কিন্তু সেই বাতিঘরের নিচে যেন আজ অন্ধকার।

ভালো নেই কারমাইকেল কলেজের আবাসিক শিক্ষার্থীরা... (বিস্তারিত প্রতিবেদন দেখুন ভিডিওতে)।

 

মন্তব্য

হিলিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা
হিলি (দিনাজপুর) সংবাদদাতা
শেয়ার
হিলিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা
ছবি : কালের কণ্ঠ

সারা দেশের মতো হিলিতেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তির্পূণভাবে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষাটি।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে আসতে শুরু করে। সকাল ১০টা থেকে হাকিমপুর উপজেলার চারটি কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা।

চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর হিলিতে এক হাজার ৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’

মন্তব্য

কোস্ট গার্ডের জাটকা সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আহত ১

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
শেয়ার
কোস্ট গার্ডের জাটকা সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আহত ১
ছবি : কালের কণ্ঠ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানের সময় জেলেদের হামলায় কোস্ট গার্ডের এক সদস্য আহত হয়েছেন। 

গতকাল বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হিজলা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনার সময় এ হামলার ঘটনা ঘটে। আহত কোস্ট গার্ড সদস্য মনজুরুলকে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের বহন করা ফার্স্ট এইড বক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরো পড়ুন
দেড়শ বছরের শিল্প, শ্রীমুদ্দির বাঁশি বিদেশেও যায়

দেড় শ বছরের শিল্প, শ্রীমুদ্দির বাঁশি বিদেশেও যায়

 

জানা যায়, কোস্ট গার্ড চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযানে একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।

মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে গজারিয়া নদীর মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনের (হিজলা) কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহসিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও হিজলার নৌ পুলিশের সদস্যরা যৌথভাবে জাটকা‌বি‌রোধী অভিযানে নামেন। অভিযান চলাকালীন মাঝেরচর এলাকায় পৌঁছলে আকস্মিকভাবে প্রায় ৫০ জন জেলের একটি সংঘবদ্ধ দল ক‌য়েক‌টি ট্রলার নিয়ে এসে আভিযানিক দলের ওপর অতর্কিত হামলা চালায়।’

আরো পড়ুন
কোটি ভিউ ছাড়াল ‘চাঁদ মামা’ ও ‘কন্যা’

কোটি ভিউ ছাড়াল ‘চাঁদ মামা’ ও ‘কন্যা’

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরো বলেন, ‘হামলাকারীরা অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের লক্ষ্য করে লাঠি, বাঁশ, ইট ও পাথর দিয়ে আক্রমণ চালায়।

হামলায় কোস্ট গার্ডের সদস্য এম মনজুরুল আঘাতপ্রাপ্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টাফ অফিসারের (অপারেশনস) অনুমতি নিয়ে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তী সময়ে আভিযানিক দলের সদস্যরা একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করেন।

হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনার ব্যাপারে স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাটকা সংরক্ষণে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে কোনো ধরনের সন্ত্রাসী বা চক্রের হুমকি প্রশ্রয় দেওয়া হবে না। অবৈধভাবে মাছ আহরণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ