ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ! যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ! যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. মাকছুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে গ্রেপ্তার যুবককে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মাকছুদ পশ্চিম চরকলাকোপা গ্রামের মৃত সফিক উল্যার ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ আগস্ট সন্ধ্যায় চকলেটের দেখিয়ে শিশুটিকে মাকছুদ ডেকে নেন।

পরে মাকছুদ তার ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাকছুদ পালিয়ে যান। পরে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি দামাচাপা দেওয়ার চেষ্টা করে। শিশুর মা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা দেওয়া হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষা দেওয়া হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক এমপি নদভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক এমপি নদভী

 

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, বয়সের কারণে তিনি অসুস্থ হয়েছেন, তেমন গুরুতর কিছু নয়।

রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সাবেক এই সংসদ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, সাবেক এমপি নদভী বুকে ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমড় ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন। আজ সকালে তার শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তাই তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেখান থেকে গত ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ওইদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

মন্তব্য

শাহজাদপুরে ট্যাংকলরিচাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
শাহজাদপুরে ট্যাংকলরিচাপায় সিএনজি যাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরিচাপায় জালাল উদ্দিন (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (১৩ এপ্রিল) গঙ্গাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জালাল রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার রহমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

আরো পড়ুন
সুইসাইড ডিজিজ কী, এর ফলে কী হয়

সুইসাইড ডিজিজ কী, এর ফলে কী হয়

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, জালাল একটি সিএনজিতে বাড়ি ফিরছিলেন।

হঠাৎ সিএনজি থেকে মহাসড়কের ওপরে পড়ে যান তিনি। ওই সময় একটি ট্যাংকলরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

তিনি জানান, নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে।

আরো পড়ুন
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার

সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার

মন্তব্য

কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন—সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোহাম্মদ মোস্তফা (২৫) ও মিরসরাই এলাকার করুয়া গ্রামের শামসুল হকের ছেলে মো. রিফাত (২৫)।

আরো পড়ুন
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার

সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুমিরা সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত লিমিটেড বিভিন্ন ভবনের এসির কাজ করতেন নিহত শ্রমিকরা।

এসির কাজ করতে একটি ভবনের তৃতীয় তলায় লিফটে উঠার সময় তা ছিড়ে পড়ে গেলে দুইজন গুরুতর আহত হন। কারখানার অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোস্তফাকে মৃত্যু ঘোষণা করেন। অপরজন রিফাতকে নিউরো সার্জারী ওয়ার্ডে ভর্তি করা  হয়। বিকেল ৪টায় তারও মৃত্যু হয়।
 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলা উদ্দিন জানান, দুপুরের দিকে জিপিএইচ কারখানায় দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। বিকেলের দিকে অপরজনেরও মৃত্যু হয়।

আরো পড়ুন
বেবিবাম্প নিয়ে খোলামেলা পোশাকে ব়্যাম্পে ঝড় তুললেন গওহর

বেবিবাম্প নিয়ে খোলামেলা পোশাকে ব়্যাম্পে ঝড় তুললেন গওহর

 

সীতাকুণ্ড থানার পরিদর্শক(তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, লিফট ছিঁড়ে পড়ে দুই জন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

বসতভিটা লিখে দিতে বিএনপি নেতাদের চাপ, না দেওয়ায় নারীকে মারধর

কুমিল্লার প্রতিনিধি
কুমিল্লার প্রতিনিধি
শেয়ার
বসতভিটা লিখে দিতে বিএনপি নেতাদের চাপ, না দেওয়ায় নারীকে মারধর
ছবি ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার দেবিদ্বারে সুদের টাকা পরিশোধ করতে না পারায় বসতভিটা লিখে দিতে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার এক মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভানি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজির উপস্থিতিতে সাধারণ সম্পাদক আবদুল আউয়াল ও তার অনুসারীরা এক নারীকে প্রথমে চড়-থাপ্পড় পরে কিল-ঘুষি মারতে থাকেন।

ভুক্তভোগী ওই নারীর নাম হাসিনা আক্তার। তিনি ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত আয়েব আলীর মেয়ে। হাসিনার স্বামীর বাড়ি চান্দিনা উপজেলায়।

স্বামীর বাড়িতে জায়গা সম্পত্তি না থাকায় স্বামী সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতে থাকেন।

এ বিষয়ে ভুক্তভোগী হাসিনা আক্তার বলেন, আলী আশ্রাফ নামের একজনের কাছ থেকে কিছু টাকা আনছিলাম পত্তনে (সুদ)। টাকাটা দিতে দেরি হচ্ছে। ওই টাকার জন্য আমার বসতভিটা লিখে দিতে মনির ফরাজি ও আবদুল আউয়াল বার বার আমাকে চাপ দিচ্ছেন।

ওইদিন সকালে বাড়ি থেকে টানা-হেঁচড়া করে আমাকে দোকানের সামনে নিয়ে যায়। এর আগে ৪ বার তারা আমার সঙ্গে এমন করেছে। তাই আমি বলেছি, আউয়াল মেম্বার ৫০ হাজার টাকা ঘুষ খেয়েছে। ঘুষ খেয়ে আমার সঙ্গে এমন করছে। এটা বলায় আমাকে তারা এভাবে মেরেছে।
আমি এই নির্যাতনের বিচার চাই।

অভিযুক্ত ভানি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজী ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ইলিয়াস বলেন, এক নারীকে মারধরের বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ