ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

পায়ে ধরে প্রবীণ নেতাকে প্রতিনিধি সভায় ফেরালেন এমপি পলক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পায়ে ধরে প্রবীণ নেতাকে প্রতিনিধি সভায় ফেরালেন এমপি পলক

নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভা থেকে প্রবীণ নেতা ও জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান রাগ করে চলে যেতে চাইলে তাঁকে পায়ে ধরে ফেরালেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

আজ রবিবার নাটোর নবব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভা শুরু হওয়ার পর পরই এমন ঘটনা ঘটে।

বেলা ১১টায় সভার কাজ শুরু হওয়ার পর আমন্ত্রিত অতিথিদের মঞ্চে আহ্বান করা হয়। অতিথিরা মঞ্চের আসনে বসার পর তাদের পরিচয় করিয়ে দিতে নাম প্রচার করা হয়।

ঘোষক পরিচয় পর্বের শেষ পর্যায়ে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বর্ষিয়ান সাজেদুর রহমান খানের নাম ঘোষণা করলেও তাকে মঞ্চে ডাকা হয়না। এ সময় মঞ্চে বসিয়ে সম্মান না দেয়ায় দর্শক আসনে বসা সাজেদুর রহমান খান ক্ষুদ্ধ হয়ে সভাস্থল ত্যাগ করে চলে যেতে থাকেন।

এ সময় সাজেদুর রহমান খানের সভাস্থল ছেড়ে চলে যাওয়া দেখে মঞ্চে বসা নেতৃবৃন্দ তাঁকে বসার জন্য অনুরোধ করেন। তিনি সকলের অনুরোধ প্রত্যাখ্যান করে মিলনায়তন ছেড়ে চলে যেতে থাকেন।

মিলনায়তনের গেইট অবধি চলে গেলে মঞ্চে উপবিষ্ট আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ছুটে গিয়ে ওই বর্ষিয়ান নেতাকে থামানোর চেষ্টা করেন। তিনি কর্ণপাত না করে চলে যেতে থাকলে উপস্থিত হাজারো প্রতিনিধিদের সামনে পলক তাঁর পা চেপে ধরে সভায় ফিরিয়ে নিয়ে যান। সাজেদুর রহমান খানকে এসময় মঞ্চে বসানো হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর -৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং নাটোর-২(সদর ) আসনের এমপি ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের সঞ্চালনায় এই প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল হোসেন ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আখতার জাহান,আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,শহিদুল ইসলাম বকুল এমপি, সংরক্ষিত আসনের এমপি রত্না আহমেদ, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাবেক এমপি আবুল কালাম আজাদ প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে জামায়াত : শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে জামায়াত : শাহজাহান চৌধুরী
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম সম্পর্কে জানা ও জ্ঞানার্জন করা ফরজ। ইসলামের দাওয়াত ব্যাপকভাবে সাধারণ মানুষের নিকট পৌঁছাতে হবে। জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন।

ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে।’

রবিবার (১৩ এপ্রিল) জামায়াতে ইসলামী বায়েজিদ থানার ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শাহজাহান চৌধুরী বলেন, ‘জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে কাজ করে। এটি একটি সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ দল।

জামায়াতে ইসলামী একাধারে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সংস্কারমূলক দল।’

ঈদ পুনর্মিলনী সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের, বায়েজিদ থানা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, জামায়াত নেতা জাফর আলম, সরওয়ার আলম ও ওসমান গণি প্রমুখ।

মন্তব্য

প্রেমিককে খুনের অভিযোগে প্রেমিকা ও তার বাবা গ্রেপ্তার

ববিশাল অফিস
ববিশাল অফিস
শেয়ার
প্রেমিককে খুনের অভিযোগে প্রেমিকা ও তার বাবা গ্রেপ্তার
প্রতীকী ছবি

বরিশালে ছুরিকাঘাতে প্রেমিক মাসুদুর রহমান খুনের অভিযোগে প্রধান অভিযুক্ত প্রেমিকা হালিমা বেগম শান্তা (৩১) ও তার বাবা শওকত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের মোল্লার দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আরো পড়ুন
ভারতে মুসলিম নির্যাতন বন্ধে কঠোর বার্তা দিন : ইসলামী আন্দোলন

ভারতে মুসলিম নির্যাতন বন্ধে কঠোর বার্তা দিন : ইসলামী আন্দোলন

 

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, মাসুদ খুনের ঘটনায় তার ভাইয়ের  করা মামলায় গ্রেপ্তার করে মাসুদের প্রেমিকা ও তার বাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, মামলায় মাসুদের ভাই অভিযোগ করেছেন টাকা ছিনিয়ে নিতে প্রেমিকা শান্তা মাসুদকে ছুরিকাঘাত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজীব রেজা জানান, অভিযুক্ত হালিমা বেগম ওরফে শান্তার সঙ্গে মাসুদুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন থেকে শান্তা তার (নিহত ব্যবসায়ীর) টাকা-পয়সা আত্মসাৎ করে আসছেন। ঘটনার দিনও মাসুদের সাথে থাকা টাকা নিতে চেয়েছিলেন শান্তা।

মাসুদ দিতে অস্বীকৃতি জানালে ওই ঘটনা ঘটে।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, ২ উপজেলায় ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, ২ উপজেলায় ১৪৪ ধারা জারি
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রানীশংকৈল উপজেলায় জমি দখল নিয়ে চলমান বিরোধ রূপ নিয়েছে সহিংসতায়। পর পর দুটি এলাকায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসন উভয় উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে হরিপুর উপজেলার আমগাঁও কিশমত গ্রামে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় শনিবার রাতে ধর্মগড় বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত আটঘরিয়া বাজারেও সংঘর্ষ ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এখনো ওই এলাকায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

এদিকে টানা সহিংসতার জেরে হরিপুর ও রানীশংকৈলের সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। জনসাধারণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে, বন্ধ রয়েছে স্বাভাবিক জনজীবন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য

গভীর রাতে গাছে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
শেয়ার
গভীর রাতে গাছে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস
সংগৃহীত ছবি

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে গাছের মগডালে উঠে অজ্ঞান হয়ে পড়েন মো. সাহিনুর মোল্লা (৩৫) নামের এক যুবক। পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে গাছ থেকে উদ্ধার করেন। শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। ওই যুবক ওই গ্রামের মৃত আ. মালেক মোল্লার ছেলে।

 

আরো পড়ুন
পল্লবীতে এসএসসি ১৯৮৬ ব্যাচের ঈদ পুনর্মিলনী

পল্লবীতে এসএসসি-১৯৮৬ ব্যাচের ঈদ পুনর্মিলনী

 

পরিবারের লোকজন জানায়, ওই যুবকের ওপর জিনের আছর রয়েছে। রাত ৯টার দিকে ওই যুবক হঠাৎ ঘর থেকে বের হয়ে গাছে উঠতে থাকেন। এ সময় পরিবারের ৫-৬ জন তাকে আটকে রাখার চেষ্টা করেন। কিন্তু তার পরও তিনি একটি নারকেলগাছে উঠে তার ডগায় উঠে বসেন।

পরে সেখান থেকে পাশের একটি উঁচু রেইন্ট্রিগাছের মগ ডালে উঠে বসেন। কিছু সময় পর সেখানে অজ্ঞান হয়ে গাছেই বসে থাকেন। পরে ফায়ার সার্ভিসের দল উপস্থিত হয়ে গাছে উঠে তাকে নামিয়ে আনে।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহাইব হোসেন মুন্সি বলেন, ‘রাতে আমাদের ফোনে একটি কল আসে হোগলাবুনিয়া থেকে এক যুবক গাছে উঠেছেন।

আমিসহ আমার ফোর্স নিয়ে তাকে উদ্ধার করি।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ