ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬
ব‌রিশা‌লের ৫০ ইউপির ফলাফল

আওয়ামী লীগ ৪১, বি‌দ্রোহী ৫, জাপা ৩, ইশা ১

র‌ফিকুল ইসলাম ও মঈনুল ইসলাম, ব‌রিশাল
র‌ফিকুল ইসলাম ও মঈনুল ইসলাম, ব‌রিশাল
শেয়ার
আওয়ামী লীগ ৪১, বি‌দ্রোহী ৫, জাপা ৩, ইশা ১

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব‌রিশা‌লের ৯টি উপ‌জেলার ৫০টি ইউ‌নিয়‌নের মধ্যে ৪১টি‌তে চেয়ারম্যান হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। এদের ম‌ধ্যে ১৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। তার ম‌ধ্যে গৌরনদী উপজেলার ৭ ইউনিয়নের ছয়টিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন।

এ ছাড়া বানারীপাড়ার ৫টি, মুলাদী, উ‌জিরপুর এবং  বা‌কেরগ‌ঞ্জে এক‌টি ক‌রে ইউপিতে বিনা ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থী।

অপর ৯টি ইউপিতে জয় পেয়েছেন আওয়ামী লী‌গের বি‌দ্রোহী ৫ জন, জাতীয় পা‌র্টির ৩ জন, ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দে‌শের ১ জন প্রার্থী।

নির্বাচিতদর মধ্যে সরাসরি ভাটযুদ্ধে দুইজন নারী প্রার্থী অংশ নিয়ে জয়ী হয়েছেন। তারা হলেন- উজিরপুরের জল্লা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতী‌কের বেবী রানী দাস এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী না‌দিরা রহমান। সোমবার রাতে ঘোষণা করা বেসরকারি ফলাফল ঘেঁটে এ তথ্য নি‌শ্চিত হওয়া গে‌ছে।

বরিশাল সদর উপজেলা

বেসরকারি ফলাফল অনুযায়ী বরিশাল সদর উপজেলার  ইউপি চেয়ারম্যান হলেন- কাশিপুর ইউনিয়নে আওয়ামী লীগের কামাল হোসেন মোল্লা লিটন তিন হাজার ৯৫৬, জাগুয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের হেদায়েত উল্লাহ খান দুই হাজার ৩৯৬, চরবাড়িয়া ইউনিয়নে নৌকার মাহতাব হোসেন সুরুজ ছয় হাজার ৮৯৯ এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগ) প্রার্থী না‌দিরা রহমান চশমা প্রতীকে পাঁচ হাজার ৫৪ ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন।

গৌরনদী উপজেলা

উপজেলার সাত ইউনিয়নের ছয়টিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। তারা হলেন খাঞ্জাপুর ইউনিয়নের নূর আলম সেরনিয়াবাত, বাটাজোরের আব্দুর রব হাওলাদার, বার্থীর আব্দুর রাজ্জাক, মহিলারার সৈকত গুহ পিকলু, চাঁদশীর নজরুল ইসলাম এবং নলচিড়ার গোলাম হাফিজ মৃধা। আর সরিকল ইউনিয়নে ১৩ হাজার ২৬৭ ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ফারুক হো‌সেন মোল্লা।

বানারীপাড়া উপজেলা

এই উপজেলার পাঁচ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও দুটিতে ভোটে জিতে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করা প্রার্থীরা হলেন- উদয়কাঠি ইউনিয়নের রাহাদ আহম্মেদ ননী, বিশারকান্দির সাইফুল ইসলাম শান্ত, ইলুহারের শহিদুল ইসলাম, বানারীপাড়া সদরের আবদুল জলীল ঘরামী ও সলিয়াবাকপুর ইউনিয়নের সিদ্দিকুর রহমান।

এ ছাড়া চাখার ইউনিয়নে আট হাজার ৬৭৫ ভোট পে‌য়ে নৌকার ম‌জিবুল হক টুকু এবং বাইশারী ইউনিয়নে ছয় হাজার ২১৪ ভোট পে‌য়ে নৌকার শ‌্যামল চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।

বাকেরগঞ্জ উপজেলা

উপজেলায় দুধল ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোর্শেদ। চরাদি ইউনিয়নে ছয় হাজার ২৭৮ ভোট পে‌য়ে নৌকার শ‌ফিকুল ইসলাম, দাড়িয়ালে পাঁচ হাজার ৪৩২ ভোট পেয়ে নৌকার শহিদুল ইসলাম হাওলাদার, ফরিদপুরে চার হাজার ৩৬৬ ভোট পেয়ে নৌকার শ‌ফিকুর রহমান এবং কবাই ইউনিয়নে পাঁচ হাজার ৩৯ ভোট পেয়ে নৌকার জ‌হিরুল হক তালুকদার চেয়ারম্যান হয়েছেন।

এ ছাড়া নলুয়ায় নৌকার ফি‌রোজ আলম খান তিন হাজার ৯২৬, কলসকাঠিতে নৌকার ফয়সাল ওয়া‌হিদ মুন্না ছয় হাজার ৩৫৪, গারুড়িয়ায় লাঙল প্রতী‌কের এস এম কাইয়ুম খান ছয় হাজার ৮৬৭, ভরপাশায় নৌকার আশ্রাফুজ্জামান খোকন আট হাজার ৯৬৬, রঙ্গশ্রীতে নৌকার ব‌শিরউ‌দ্দিন সাত হাজার ৯৪৪ এবং পাদ্রীশিবপুর ইউনিয়নে নৌকার জা‌হিদুল হাসান ৯ হাজার ৬৪৯ ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন।

বাবুগঞ্জ উপজেলা

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান খান আনারস প্রতীকে ছয় হাজার ৭৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। এ ছাড়া কেদারপুর ইউনিয়নে নৌকার নূ‌রে আলম ছয় হাজার ৬৮৮, দেহেরগতিতে আওয়ামী লীগের ম‌শিউর রহমান আট হাজার ৩৮৮ এবং মাধবপাশা ইউনিয়নে জাতীয় পা‌র্টির ছি‌দ্দিকুর রহমান লাঙল প্রতীকে সাত হাজার ২৮২ ভোট পে‌য়ে নির্বাচিত হন।

হিজলা উপজেলা

বড়জালিয়া ইউনিয়নে ১২ হাজার ৮৫৪ ভোট পে‌য়ে নৌকার এনা‌য়েত হো‌সেন তালুকদার চেয়ারম্যান হয়েছেন। এ ছাড়া গুয়াবাড়িয়ায় নৌকার শাহজাহান তালুকদার ছয় হাজার ৩৪৩ ভোট, হরিনাথপুরে ঘোড়া প্রতী‌কে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) তৌ‌ফিকুর রহমান পাঁচ  হাজার ৪৯২ ভোট এবং মেমানিয়ায় স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) না‌সির উ‌দ্দিন চার হাজার ৫৩৫ ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন।

মেহেন্দীগঞ্জ উপজেলা

মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়নে আনারস প্রতী‌কে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) নিজাম উদ্দিন। তি‌নি পেয়েছেন তিন হাজার ১৫৯ ভোট। আর ভাষানচর ইউনিয়নে পাঁচ হাজার ৮০৭ ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন নৌকার নজরুল ইসলাম চুন্নু।

মুলাদী উপজেলা

এই উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী লাভ করেছেন। এ ছাড়া নাজিরপুর ইউনিয়নে নৌকার মোস্তা‌ফিজুর রহমান আট হাজার ৫৩৩ ভোট, সফিপুরে নৌকার আবু মুসা ১৩ হাজার ৩৪৬, গাছুয়ায় নৌকার জসীম উ‌দ্দিন পাঁচ হাজার ৭৮৫ ভোট, চরকালেখায় লাঙল প্রতী‌কে মিরাজুল ইসলাম চার হাজার ৬২৭ ভোট এবং কাজিরচর ইউনিয়নে নয় হাজার ৪৬৭ ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতী‌কের মন্টু বিশ্বাস।

উজিরপুর উপজেলা

শোলক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হালিম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন। এ ছাড়া সাতলা ইউনিয়নে নৌকার প্রার্থী শাহীন হাওলাদার ১১ হাজার ৮৮৪ ভোট, জল্লায় নৌকা প্রতী‌কের বেবী রানী দাস ১০ হাজার ২২২, ওটরায় নৌকার এম এ খা‌লেক ১২ হাজার ২১৯ এবং বড়াকোঠা ইউনিয়নে নৌকার স‌হিদুল ইসলাম ১৪ হাজার ৮৪ ভোট পে‌য়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

মন্তব্য

সম্পর্কিত খবর

কিশোরীকে ধর্ষণের পর ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিল ৫ বন্ধু, অতঃপর...

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কিশোরীকে ধর্ষণের পর ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিল ৫ বন্ধু, অতঃপর...
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে এক কিশোরীকে (১৬) পাঁচ বন্ধু সংঘবদ্ধধর্ষণের করে ভিডিও ফেসবুকে প্রচার করার অভিযোগে কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার মো. নয়ন মোল্লা (২০) মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী সঙ্গে  নয়ন মোল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।

৭/৮ মাসে আগে নয়ন কৌশলে ভুক্তভোগীর আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে রাখে। পরে ছবি দেখিয়ে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেয়। রাজি না হলে ছবি স্যোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি জানতে পেরে গত ২৮ মার্চ নয়নের বন্ধু জীবন শেখ (২০) মীমাংসা করার কথা বলে রাত সাড়ে ৮ টার দিকে ভুক্তভোগীকে তাদের বাড়িতে নিয়া যায়।
ওই সময় জীবন শেখের বাড়িতে কেউ না থাকায় মো. আপন বেপারী (১৯), আরমান (১৮),  মো. মিরাজ (১৯) পাঁচ বন্ধু মিলে কিশোরীর ধর্ষণের ভিডিও ধারণ করে। গতকাল ১২ এপ্রিল ধারণ করা ডিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগীর বাবা বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ নয়নকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, তরুণীকে ধর্ষণের ঘটনায় ৫ জনকে আসামি করে টঙ্গীবাড়ী থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় নয়ন মোল্লা নামের একজনকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সাটুরিয়ায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
সাটুরিয়ায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন
সংগৃহীত ছবি

পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, দিনটি আমাদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে। পহেলা বৈশাখ আমাদের নতুন বছরকে আশা ও অনুপ্রেরণায় ভরে তোলে। নতুন বর্ষবরণে মানিকগঞ্জের সাটুরিয়ায় আয়োজিত হচ্ছে গ্রামীণ বৈশাখী মেলা। উপজেলার ৯টি ইউনিয়নের ৬ ইউনিয়নে আয়োজন করা হচ্ছে এই মেলার।

 

উপজেলা‌ প্রশাসন কর্তৃক বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান, দেশীয় ঐতিহ্যবাহী লোকজ মেলার আয়োজন করা হয়েছে।

বরাইদ ইউনিয়নের ছনকা মোল্লা পাড়া মাঠে লোকজ মেলা ও ঘৌড় দৌড়ের আয়োজন করা হয়েছে। সাভার হামজা মাঠে, দিঘলীয়া ইউনিয়নে প্রফিল্ল ঋষিপাড়ায়, বালিয়াটি ইউনিয়নে ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বাহ্রা ঋষিপাড়ায়, দরগ্রাম ইউনিয়নে সাফুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেবারিয়া গ্রামে তিল্লী ইউনিয়নে পশ্চিম চরতিল্লী, ধানকোড়া ইউনিয়নে খল্লী দাসপাড়া গ্রামীণ লোকজ মেলার আয়োজন করে স্থানীয় গ্রামবাসী। 

আরো পড়ুন
কুলাউড়ায় ট্রেন থেকে ১১ বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা

কুলাউড়ায় ট্রেন থেকে ১১ বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা

 

এসব মেলায় দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে।

মেলাকে সামনে রেখে অনেক ব্যবসায়ী কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নেন। মেলায় মৃৎশিল্পসহ অনেক লোকজ শিল্প পসরা বসে। যদিও এসব মেলা থেকে হারিয়ে যাচ্ছে পুরনো জৌলুস। শহুরে মেলা জাঁকজমক হলেও গ্রামীণ এসব মেলায় লোকসমাগম কম হয়।
মেলা স্থান এবং আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাঙালির প্রাণের স্পন্দন বৈশাখী উৎসব। ধর্ম-বর্ণ-নির্বিশেষে এক কাতারে এসে দাঁড়ায় এ উৎসবে। মেলায় নাগরদোলা, সাকার্স, যাত্রাপালা, পুতুলনাচ, লাঠি খেলা, ঘৌড়দৌড় থাকত। নতুন প্রজন্ম ভুলতে বসেছে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এ মেলার আয়োজন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, বৈশাখী বর্ষবরণ উৎসব বাঙালির প্রাণের উৎসব। সব ধর্ম, সব জাতি এক কাতারে এসে উৎসব পালন করে। উপজেলা প্রশাসন থেকে বর্ষবরণের নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন
৭ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ আইন উপদেষ্টার

৭ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ আইন উপদেষ্টার

 

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম বলেন, ‘উপজেলার বেশ কয়েকটি স্থানে বর্ষবরণ উপলক্ষে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তবু আমরা সতর্ক রয়েছি।’

মন্তব্য

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ
সংগৃহীত ছবি

গাজীপুরে যাত্রীবাহী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ঢাকার উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়।

ট্রেনটির দায়িত্বে থাকা ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম গণমাধ্যমকে বলেন, ‘নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসে চিলাহাটি এক্সপ্রেস। ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ট্রেনটি গাজীপুর ও মৌচাকের মাঝামাঝি সালনা এলাকায় পৌঁছলে হঠাৎ চারটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতিরোধ করা হয়।

তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এ ছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

আরো পড়ুন
৭১৮৪ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

৭১৮৪ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

 

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল রেলওয়ে সড়কের সালনা এলাকায় ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হয়নি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাবনার পাকশী বিভাগীয় কার্যালয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম বলেন, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে পুরো উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে আসছে।’

মন্তব্য

কুলাউড়ায় ট্রেন থেকে ১১ বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
শেয়ার
কুলাউড়ায় ট্রেন থেকে ১১ বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় রেলওয়ে সেকশনের ভাটেরায় চলন্ত অবস্থায় আন্ত নগর কালনি এক্সপ্রেস ট্রেন থেকে হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

বরমচাল রেলস্টেশনের মাস্টার রজত কুমার রায় জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে আকস্মিকভাবে পেছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে।

পরে ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে আবারও যাত্রা শুরু করে। 

এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ