বিশ্বে ৮ হাজার মিটার কিংবা তার বেশি উচ্চতার ১৪টি পর্বত রয়েছে। এসব পর্বতের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে চান এভারেস্ট জয়ী বাংলাদেশি চিকিৎসক বাবর আলী। সম্প্রতি পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ এর চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়িয়েছেন তিনি। হিমালয় পর্বতমালায় অবস্থিত এই পর্বতটির উচ্চতা ২৬ হাজার ৫৪৫ ফুট।
অভিযান শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন তিনি।
এ উপলক্ষে আজ বুধবার বাবরের ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্সে’ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় ১৪ পর্বতের চূড়ায় ওঠার স্বপ্ন দেখছেন বলে জানান তিনি।
আরো পড়ুন
ডেসটিনির রফিকুলের দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম
চট্টগ্রামের আলিয়স ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পৃথিবীতে ৮ হাজার মিটার কিংবা এর বেশি উচ্চতার ১৪টি পর্বত রয়েছে।
আমি ধীরে ধীরে সবগুলোর পর্বতের চূড়াই ওঠতে চাই। গত বছর এভারেস্ট এবং লোৎসে গিয়েছি। এবার অন্নপূর্ণা-১ এ। অন্নপূর্ণা দশম সর্বোচ্চ পর্বত হলেও টেকনিক্যালি দুনিয়ার অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে বিবেচিত। এমন একটা পর্বত এত কম সময়ের মধ্যে আরোহণ করতে পারাটা নিঃসন্দেহে আমার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
বাবর পুরো অভিযানে সবকিছু কীভাবে সামাল দিয়েছেন, তা তুলে ধরেন ক্লাবের সভাপতি এবং অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। তিনি বলেন, বাবর তিনটি আট হাজার মিটার উচ্চতার পর্বত যেভাবে সামলে নিয়েছেন, বিশেষ করে অন্নপূর্ণা। সে হিসেবে আমরা আশাবাদী পৃষ্ঠপোষকতা পেলে সে শিগগিরই সবকটি আট হাজার মিটার শৃঙ্গেই হাসিমুখে দাঁড়াতে পারবে। এই কীর্তি কিন্তু নেপালের শেরপারা বাদে পুরো দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র পাকিস্তানের একজনেরই আছে।
১৯৫০ সালে প্রথম আট হাজারী পর্বত হিসেবে সামিট হয় অন্নপূর্ণা। এই ৭৫ বছরে সবগুলো আট হাজার মিটার পর্বত সামিটের কীর্তি আছে সমগ্র বিশ্বের মাত্র ৭১ জন পর্বতারোহীর।
আরো পড়ুন
হ্যান্ডকাফ খুলে দেওয়ার অনুরোধ করে যা বললেন সাবেক সংসদ সদস্য
অন্নপূর্ণা আরোহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবর বলেন, সবচেয়ে কঠিন অংশ ছিল ক্যাম্প-২ থেকে ক্যাম্প-৩ এর পথ। এই পথের খাড়া ঢাল বেয়ে সব সময় তুষারধস। সেই সঙ্গে পাথর খসে পড়ছে। এগুলোর মধ্যে খুব সাবধানতা অবলম্বর করে পর্বতারোহীদের আরোহণ করতে হয়। এ ছাড়া সামিট পুশ (সর্বশেষ ক্যাম্প থেকে চূড়া পানে যাত্রা) আমাদের কঠিন পরীক্ষা নিয়েছে। ৬ হাজার ৪০০ মিটার উচ্চতায় অবস্থিত ৩ নম্বর ক্যাম্প থেকে প্রায় ১৭০০ মিটার একটানা আরোহণ করে চূড়ায় পৌঁছাতে হয়েছে। এতে সময় লেগেছে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা। আর ফিরতি পথে সময় লেগেছে ৯ ঘণ্টা। মোট সাড়ে ২৬ ঘণ্টার এই সামিট পুশ শরীরের শেষ শক্তিটুকুরও পরীক্ষা নিয়েছে। আমি জীবনে পর্বতারোহণসহ ছোট-বড় নানা অ্যাডভেঞ্চার করেছি। তবে অন্নপূর্ণা-১ পর্বতের মতো কঠিন পরীক্ষা আগে আমাকে দিতে হয়নি। তবে এতকিছুর পরও ঠিকঠাকভাবে আরোহণ করে দেশে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত। পৃষ্ঠপোষকসহ বাকি সবার সহযোগিতা পেলে বাকি ৮ হাজারি মিটার পর্বতগুলোতে আমার পদচারণা অব্যাহত রাখতে পারব।
এ সময় আরো ব্ক্তব্য রাখেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজ্যুয়াল নিটওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল এবং আলিয়স ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম এর পরিচালক ব্রুনো লাক্রামপ।
আরো পড়ুন
কাপাসিয়ায় অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল নারীর
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বাবর আলী ক্লাব কর্মকর্তাদের হাতে প্রত্যর্পণ করেন জাতীয় পতাকা, যা তার হাতে অর্পণ করা হয়েছিল ২০ দিন আগে। ৩টি আট হাজার মিটার পর্বতে এই জাতীয় পতাকা উড়িয়ে জাতিকে আনন্দে ভাসিয়েছেন বাবর। এই পর্বতারোহী স্বপ্ন দেখেন বাকি ১১টিতেও উড়বে এই লাল-সবুজ পতাকা।
উল্লেখ্য, এই দুঃসাহসিক অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে ভিজ্যুয়াল নিটওয়্যার্স লি., ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লি., এডিএফ অ্যাগ্রো, ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি, ও ক্লজে।