খুলনা-মোংলা রেললাইনের দুই পাশের পতিত জমিতে তিন গ্রামের ৩ কিলোমিটারজুড়ে রোপণ করা হচ্ছে সজনে গাছ। পতিত জমির ব্যবহার, পারিবারিক পুষ্টি চাহিদাপূরণ, ভূমিধস রোধ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্য নিয়ে রোপণ করা হচ্ছে ১ হাজার সজনের ডাল।
যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ বুধবার (৯ এপ্রিল)। স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে সজনে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আনুষ্ঠানিক উদ্বোধনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব কুমার সাহা বলেন, যেসব জায়গায় স্থাপনা করা সম্ভব নয় সেগুলো বাছাই করে এ ধরনের কৃষিকাজ করা হচ্ছে। খুলনা-মোংলা রেললাইনের চড়া, সাচিবুনিয়া ও ঝড়ভাঙ্গা গ্রামের প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে রেললাইনের দুপাশের পতিত জায়গায় প্রায় ১ হাজার সজিনার ডাল লাগানো হচ্ছে।
যেগুলো পরিচর্যার দায়িত্বও পালন করবে স্থানীয় জনসাধারণ। তাদের মধ্য থেকে ৩ গ্রামের তিনটি পৃথক কমিটি করে দেওয়া হবে।
পরবর্তীতে ওই কমিটির মাধ্যমে সজনে পাতা ও সজনে সংগ্রহ করা হবে। যেটি স্থানীয় জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কাজ করবে বলে তিনি আশা করছেন।
সমরেশ মন্ডল, মনি মোহন মন্ডল, সাধণ রায়, কাকলী গোলদারসহ স্থানীয় বাসিন্দারা জানান, সজিনার পাতা, ফুল ও সজনে সবকিছুই উপকারী। সজনে পাতা বিভিন্ন রোগ প্রতিরোধেও কাজ করে।
পতিত জমিতে এ ধরনের সজনে গাছ লাগিয়ে পুষ্টি চাহিদা পূরণের চেষ্টার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছেন স্থানীয় উপ-সহকারী কৃষি অফিসার জীবানন্দ রায়।
সজনে গাছ লাগানো কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (শষ্য) সুবীর কুমার বিশ্বাস, বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার আবু বকর সিদ্দিকসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
খুলনার আহসান উল্লাহ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ডা. সৈয়দ আবুল কাসেম বলেন, জটিল যে কোনো ব্যাধির ওষুধ সজিনার বীজ ও পাতা দিয়ে তৈরি হয়। তাছাড়া সব ধরনের ব্যথার মূল ওষুধ হচ্ছে সজনে পাতা ও সজনে। ৪০ বছর আগে বাংলাদেশ থেকে সজনে রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে।
অ্যালার্জির রোগীরা দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ খেলে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ব্যথার জন্য সজনে পাতা গুড়া করে খেলে ৩ ঘণ্টার মধ্যে সেরে যাবে। এ ছাড়া যত প্রকার জয়েন্টের ব্যথা আছে সেগুলোর জন্যও সজনে পাতা কার্যকরী বলেও উল্লেখ করেন এই হোমিওপ্যাথিক চিকিৎসক। তা ছাড়া ডায়াবেটিস নিরাময়েও কাজ করে সজনে, সজনে পাতা বা সজনে ফুল।