<p>নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ির সিলিং ফ্যান মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কর্মদহ পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান উপজেলার কর্মদহ পুর্ব পাড়া গ্রামের এসকেন আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান নিজ বাড়িতে সিলিং ফ্যান মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, 'পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।'</p>