<p style="text-align:justify">পিরোজপুরের নাজিরপুরে জামায়াতের করা বিস্ফোরক আইনের মামলায় ওলামা লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align:justify">গ্রেপ্তার ওলামা লীগ নেতা মো. বজলুর রহমান ওরফে চুন্নু উপজেলার সদর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত সেরজন আলী মৃধার ছেলে। তিনি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ওলামা লীগের সহসভাপতি।</p> <p style="text-align:justify">নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া জানান, আটক ওলামা লীগ নেতা চুন্নুকে আদালতে প্রেরণ করা হয়েছে।</p>