কাপাসিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
কাপাসিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাফাইশ্রী এলাকায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি এটি উদ্বোধন করেন। পরে উৎপাদন শুরুর মধ্য দিয়ে কেন্দ্রটির যাত্রা শুরু হয়। প্রথম পর্যায়ে এটি দৈনিক দুই মেট্রিক টন বর্জ্য থেকে সার উৎপাদন করবে।

পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানোর উদ্যোগ রয়েছে।

জানা গেছে, উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এর প্রযুক্তিগত সহায়তা, জনবল নিয়োগের কাজটি করেন শ্যামল বাংলা কৃষি ফার্ম লিমিটেড।

ওই কেন্দ্র সূত্র জানায়, উপজেলার গুরুত্বপূর্ণ স্থান বড় হাটবাজারগুলো থেকে বর্জ্য সংগ্রহ করা হবে।

পরে কেন্দ্রে স্থাপিত যন্ত্রের মাধ্যমে ওই বর্জ্য দুই ভাগে ভাগ করা হবে। এর মধ্যে পচনশীল বর্জ্য দিয়ে তৈরি করা হবে জৈব সার। আর অপচনশীল বর্জ্য পাঠানো হবে নারায়ণগঞ্জে। সেখানে ওই বর্জ্য থেকে উৎপাদন করা হবে তেল।

মন্তব্য

সম্পর্কিত খবর

বগুড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
বগুড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের রেলওয়ে জোড়াপুকুরের উত্তর পাশের একটি পুকুর থেকে আকবর আলী (২৪) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুর ১২ টায় পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহত আকবর উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রো স্ট্যান্ড এলাকার মৃত আতোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি নিহতের মা মর্জিনা বেগমের।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আকবর আলী মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরেননি। বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের জোড়াপুকুর লিজ নেওয়া মাছ চাষির শ্রমিকরা উত্তরপাশের পুকুরটি সংস্কার কাজ করার সময় কচুরিপানা তুলতে গিয়ে তার ভাসমান লাশ দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দেন।

মাথার পেছনের অংশ, বাম কান ও ডান চোখের নিচে আঘাতপ্রাপ্ত আকবরের লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, আকবর আলী চুরি ও মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিল। সে পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছিল।

নিহতের মা মর্জিনা বেগম জানান, তার ছেলেকে কে বা কারা হত্যা করে পুকুরের কচুরিপানার মধ্যে ফেলে রেখে গেছে।

যাতে কেউ মরদেহটির খোঁজ না পায়। এ ব্যাপারে তিনি থানায় একটি হত্যা মামলা করবেন বলে জানান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএস মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

কারাবন্দির সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
কারাবন্দির সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা গেছে, সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ও কারারক্ষী রহিম স্বজনদের কাছ থেকে টাকা নিচ্ছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, যেখানে দেখা যায়, কারারক্ষী রহিম প্রথমে এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাকে দেখা করানোর আশ্বাস দেন।

এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ৪০০ টাকা নেওয়া হয়। 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঠাকুরগাঁও জেলা কারাগারের পক্ষ থেকে অভিযুক্ত দুই কারারক্ষী আমিনুল ও রহিমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তা ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

অনেকে মন্তব্য করছেন, ‘সরকারি কারাগারে বন্দিদের স্বজনদের কাছ থেকে ঘুষ নেওয়া চরম অনিয়ম। এটি অবিলম্বে বন্ধ করা উচিত।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘এই অনিয়ম নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই টাকা ছাড়া কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা করা সম্ভব নয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা এ বিষয়ে বলেন, ‘ভিডিওর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং বিষয়টি আরো গভীরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাদির গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাদির গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী কাদির

নারায়ণগঞ্জ থেকে ‘কাদির সিপাই গ্রুপের’ প্রধান শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাইকে (৪৬) গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে র‍‍্যাব-১১-এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার রাতে দুধবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাদির সিপাই ফতুল্লার সিপাইপাড়া এলাকার দুলাল সিপাইয়ের ছেলে।

র‍‍্যাব জানায়, শীর্ষ সন্ত্রাসী কাদির ফতুল্লা থানার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়নের আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক সামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। মূলত সামেদ আলীর ছত্রচ্ছায়ায় কাদের দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও প্রতিপক্ষের ওপর হামলাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কাদির সিপাই আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হত্যা, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যাচেষ্টা, মারামারিসহ মোট ২৮টি মামলা রয়েছে।

তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍‍্যাব।

মন্তব্য

কিশোরগঞ্জে আ. লীগ ও জাপা নেতার দখলে মাদরাসার কোটি টাকার জমি

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কিশোরগঞ্জে আ. লীগ ও জাপা নেতার দখলে মাদরাসার কোটি টাকার জমি
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জের উরদিঘী দাখিল মাদরাসার জমি দখল করে দোকানপাট তুলে ভোগদখলের অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে। দখলবাজির নেতৃত্ব দিচ্ছেন, স্থানীয় জাতীয় পার্টির নেতা, মরিচখালি বণিক ও ভিট মালিক সমিতির সভাপতি এবং মাদরাসার সাবেক সভাপতি মো. সাইদুর রহমান। এর পেছনে তার স্বজনরাও রয়েছে, যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা মাদরাসার সামনে অন্তত ১০টি দোকান নির্মাণ করেছেন।

 

জানা যায়, এসব দোকান কেউ ভাড়া দিয়েছেন। কেউ আবার বিক্রিও করে দিয়েছেন। বেশ কয়েক বছর ধরে তারা অপকর্মটি করে এলেও কেউ বাধা দেয়নি। সম্প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

 

 ১৯৭৯ সালে নির্মিত মাদরাসাটিতে বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। 
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, মাদরাসার সামনের ফটকটি বাদ দিয়ে দুইপাশে সারিসারি দোকান। এসব দোকানে ব্যবসা-বাণিজ্য করছেন সাইদুর রহমানের লোকজন। তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি দোকানটি কিনে নিয়েছেন।

 

স্থানীয়রা জানায়, এসব দোকানপাটের কারণে মাদরাসাটি আড়ালে পড়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান বলে চেনা যায় না। অন্তত কোটি টাকার জমি বেদখল করা হয়েছে এখানে।

মাদ্রাসার তত্ত্ববধায়ক মো. মাহতাব উদ্দিন জানান, তিনি নতুন যোগদান করেছেন। আগে থেকেই মাদরাসার জায়গায় দোকানগুলো ছিল।

তবে এসব থেকে মাদরাসাকে কোনো টাকাপয়সা দেওয়া হয় না। আমি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। এ সময় তিনি জানান, এগুলো ছাড়াও মাদরাসার ৮৮ শতাংশ জমি দখল করে নিয়েছে জমিদাতারা। যা নিয়ে মাদরাসার সঙ্গে জমিদাতাদের মামলা চলছে।
   
এসব অভিযোগ প্রসঙ্গে জাপা নেতা ও মরিচখালী বাজার কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন, আমরা মাদরাসা প্রতিষ্ঠার জন্য জমি দান করেছি। মাদরাসার সামনে দোকানগুলো বহু বছর ধরেই আছে। অনেকে আবার কারো কাছ থেকে ভাড়া নিয়ে দোকান দিয়েছে। কেউ আবার দলিলপত্র ছাড়া দোকান কিনেও নিয়েছেন। তবে এখন যেহেতু বিষয়টি নিয়ে অভিযোগ উঠেছে আমি এটি নিয়ে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্য হলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ