ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬
বিএসটিআই

রমজানে সারা দেশে জোরদার হবে বাজার অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রমজানে সারা দেশে জোরদার হবে বাজার অভিযান

পবিত্র রমজান মাসে ইফতারিসহ নিত্যপণ্যের মান যাচাইয়ে মাঠে নামছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রথম রোজা থেকেই ঢাকা মহানগরসহ সারা দেশে অভিযান পরিচালিত হবে। এই অভিযানে ইফতারি পণ্যের পাশাপাশি শিশুখাদ্য, ফলমূল ও কসমেটিকস অর্থাৎ প্রসাধন পণ্যেরও মান পরীক্ষা করে দেখবে বিএসটিআই।

গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রমজান উপলক্ষে আরো এক মাস আগে থেকেই বিএসটিআইয়ের সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এর আওতায় পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধে চলমান মোবাইল কোর্ট ও সার্ভেইল্যান্স কার্যক্রমে অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। রমজানে ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও এপিবিএনের সহায়তায় বন্ধের দিনসহ প্রতিদিন তিনটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থা যথা র‌্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সারা দেশে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআইয়ের সব বিভাগীয়, জেলা ও আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি দেশব্যাপী বিএসটিআইয়ের সার্ভেইল্যান্স টিমের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম আরো জোরদার করা হবে। রমজান মাসে জনগণ যাতে মানসম্মত পণ্য নির্ধারিত মূল্যে ক্রয় ও সংগ্রহ করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রচারকে প্রাধান্য দেওয়া হবে। রোজার মাসে আকস্মিকভাবে পরিচালিত অভিযানগুলোতে বিশেষ করে রোজাদার সচরাচর যেসব খাদ্য ও পানীয় গ্রহণ করেন ফুট ড্রিংকস, ফুট সিরাপ, মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ভোজ্য তেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, লাচ্ছা সেমাই, পানি, ইফতার সামগ্রীর বহুল ব্যবহৃত পণ্যেও বিশেষ নজরদারি করা হচ্ছে।
বিএসটিআইয়ের পাশাপাশি অন্যান্য সংস্থা যেমন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব অভিযানে অংশ নেবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, যার মধ্যে মামলা করা হয় ৪২৮টি, জরিমানা করা হয় দুই কোটি ৪৭ লাখ টাকা। কারাদণ্ড দেওয়া হয় তিনজনকে, কারখানা সিলগালা করা হয় ২৩টি। এ ছাড়া ওজনে কারচুপির কারণে ৩৮২টি কোর্ট পরিচালনা করে ৬১৫টি মামলা করা হয়। যেখানে জরিমানা করা হয় দুই কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকা।

এর মধ্যে ৩৯২টি পেট্রল পাম্পের ইউনিট সিলগালা করা হয়।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বংশালে দোকানে আগুন একজনের মৃত্যু, দগ্ধ ১৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বংশালে দোকানে আগুন একজনের মৃত্যু, দগ্ধ ১৮

রাজধানীর বংশাল এলাকার নাজিমুদ্দীন রোডে লেপ-তোশকের দোকানে আগুন লেগে আমিন উদ্দিন (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শিশু-বৃদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ১৩ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। আহতরা হলেন ইকবাল (৪০), তাঁর মা মমতাজ বেগম (৭৫), তাঁর স্ত্রী ইসরাত জাহান (৩৬), দুই মেয়ে ইসয়াত (৫) ও ইসতিমাম (১১), ভাগ্নি মুসফিকা (২০), শাকিব হোসেন (২২), বুলবুল (৩৭), মোছা. শিল্পী (৪২), তালহা (৪), রাহেলা খাতুন (৬০), মো. ইউনুস মিয়া (৭৪) ও মো. আমিন (২৩)।

গত রবিবার শেষ রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নির্বাপণে সক্ষম হয় তারা। পরে ভোর ৫টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

যমুনা ব্যাংকের প্রশান্তের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যমুনা ব্যাংকের প্রশান্তের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের নামে থাকা ৯টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকা জমা রয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এ আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, অভিযুক্ত প্রশান্ত কুমার দাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটির ১০ কোটি টাকা আত্মসাৎ, ভারতে অর্থপাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন।

 

মন্তব্য

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট জমি ১৩ ব্যাংক জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট জমি ১৩ ব্যাংক জব্দ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের একটি ছয়তলা বাড়ি, দুটি ফ্ল্যাটসহ ৮.৮৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ও একটি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায়। এ ছাড়া এক হাজার ১০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়া এলাকায় রয়েছে। বাড়ি, ফ্ল্যাট ও ৮.৮৮ বিঘা জমির মূল্য ধরা হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা। তাঁর গাড়ির মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা।

এ ছাড়া অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবে ৬৩ লাখ ৫৯ হাজার টাকা রয়েছে। এদিন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আল আমিন জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

মন্তব্য

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে (আশিক চৌধুরী) প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে। তিনি এ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ