<p style="text-align: justify;">দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট) আসনে এবারও নির্বাচিত হয়েছেন নাহিম রাজ্জাক। তিনি চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন। গতকাল রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় তাঁকে।</p> <p style="text-align: justify;">এবারের নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী মো. আবদুল হান্নান। নৌকা প্রতীক নিয়ে নাহিম রাজ্জাক পেয়েছেন এক লাখ ৫৭ হাজার ২৫৩ এবং তাঁর নিকটতম প্রার্থী আবদুল হান্নান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৪১৯ ভোট। </p> <p style="text-align: justify;">শরীয়তপুর-৩ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি দুজনের মধ্যে মো. মাহদী হাসান মিনার প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ১৮৮ ও ফুলের মালা প্রতীক নিয়ে মো. সিরাজ চৌকিদার পেয়েছেন এক হাজার ৫২০ ভোট।</p> <p style="text-align: justify;">এর আগে গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align: justify;">নাহিম রাজ্জাক ২০১২ সালে উপনির্বাচন, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। তিনি জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আধুনিক শরীয়তপুরের রূপকার মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে।</p>