<p>বেনাপোল স্থলবন্দরে প্রচণ্ড গরমে টানা কাজ করতে পারছেন না বেনাপোল বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা। ফলে ট্রাকে পণ্য ওঠানামায় যেমন ধীরগতি দেখা দিয়েছে, তেমনি কমেছে তাঁদের দৈনিক আয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা। </p> <p>যশোর মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া অফিস জানায়, সোমবার (২২ এপ্রিল) যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে তাপমাত্রা ছিল ৩৯.০৮ ডিগ্রি সেলসিয়াস এবং গত শনিবার কয়েক দিনের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা দাঁড়ায় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।</p> <p>বেনাপোল স্থলবন্দরের শ্রমিক আব্দুর রাজ্জাক বলেন, দুই সপ্তাহ ধরে প্রচণ্ড গরম। এ গরমে ৩০ থেকে ৪০ মিনিটের বেশি টানা কাজ করা যাচ্ছে না। বন্দরের আরেক শ্রমিক ইউনুছ আলী বলেন, আগে ২০ জন শ্রমিক তিন ঘণ্টায় একটি ট্রাকের পণ্য আনলোড করতাম। এখন সময় লাগছে পাঁচ থেকে ছয় ঘণ্টা। অনেকে গরমে কাজ করে অসুস্থ হয়ে পড়ছে।</p> <p>এদিকে টানা কাজ করতে না পারায় আয় কমেছে শ্রমিকদের। স্থলবন্দরের শ্রমিক সেলিম আহম্মেদ বলেন, অন্যান্য সময় সারা দিন কাজ করে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করতাম। এখন ২০০ থেকে ৩০০ টাকার বেশি আয় করা সম্ভব হচ্ছে না। </p>