<p>‘টাঙ্গাইলের মানুষের সেবায় কাজ করব। যাতে একটি পরিচ্ছন্ন ও শান্তিপুর্ন টাঙ্গাইল গড়ে তুলতে পারি।’ রবিববার (১ সপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এসব কথা বলেন। </p> <p>জনগণের সহযোগিতা কামনা করে নবাগত পুলিশ সুপার আরো বলেন, দেশের পুলিশ বাহিনী বর্তমানে একটি ক্রান্তিকাল পার করছে। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মনোবল সস্পুর্নভাবে ফিরিয়ে আনতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।</p> <p>টাঙ্গাইলকে সুন্দর করে সাজানোর প্রত্যয়ে তিনি বলেন, ‘টাঙ্গাইলের মানুষ খুবই শান্তিপ্রিয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থতি উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নিয়েও কাজ করবো।’ মত বিনিময় অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। </p> <p>উল্লেখ্য, এসপি সাইফুল ইসলাম সানতু ২৭তম বিসিএস’র মাধ্যমে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকরিকালীন তিনি এপিবিএন, র‌্যাব এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সুনামের সঙ্গে দায়িত্বপালন করেছেন। বাংলাদেশ পুলিশে বিশেষ অবদানের জন্য বিপিএম পুরস্কারে ভূষিত হন সানতু। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও কন্যা সস্তানের জনক তিনি। তার নিজ জেলা বরগুনা।</p>