<p>সাভারের আশুলিয়ায় কানাডিয়ান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে প্রায় ৩ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।</p> <p>আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় গিল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শাহরিয়ার গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রেললাইনে শুয়ে আত্মহননের চেষ্টা নারীর, যেভাবে রক্ষা করলেন লোকোমাস্টার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729143901-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রেললাইনে শুয়ে আত্মহননের চেষ্টা নারীর, যেভাবে রক্ষা করলেন লোকোমাস্টার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/17/1436059" target="_blank"> </a></div> </div> <p>বিক্ষোভরত শ্রমিকরা জানান, কয়েকদিন আগে বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেছেন এই কারখানার শ্রমিকরা। পরে মালিকপক্ষ সব দাবি মেনে নিলে কাজে যোগ দেন শ্রমিকরা। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার ভঙ্গ করে। প্রথম দিকে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামকে অপসারণ করা হলেও পরে কর্তৃপক্ষ আবার তাকে কারখানায় যোগদান করায়। তাকে আবারও অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729141278-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/17/1436051" target="_blank"> </a></div> </div> <p>নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল, কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারণ ও টিফিন বিল বৃদ্ধি করে বেতনের সাথে সংযুক্ত করা। এসব দাবি মেনে নিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু পরে কারখানা কর্তৃপক্ষ আবারও তাইজুল ইসলামকে যোগদান করিয়েছে। এ ছাড়া টিফিন বিলও বেতনের সাথে সংযুক্ত করা হয়নি। যে কারণে শ্রমিকরা আবারও সড়ক অবরোধ করে আজ বিক্ষোভ শুরু করেছেন।</p> <p>ঘটনাস্থলে উপস্থিত শিল্পপুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজের সঙ্গে কথা বলতে ফোন করলে তিনি ঝামেলায় আছেন বলে ফোন কেটে দেওয়ায় এ বিষয়ে তার কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।</p>