<p style="text-align:justify">কার্তিকের শুরুতেই দিনাজপুরে শীতের আমেজে কুয়াশা পড়তে শুরু করেছে। আজ শনিবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। এ মৌসুমে আজকেই সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে বলে জানিয়েছে সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সড়ক ও মহাসড়কে যানবাহনে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করেছে সব ধরনের যানবাহন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729308047-62deb15238512b6ccd8b90c267a002b6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/19/1436708" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">কিন্তু কুয়াশা পড়লেও শীত এখনো নামেনি। গরম না থাকলেও শীত অনুভূত হচ্ছে না। ফজরের ওয়াক্তে মসজিদের ফ্যান চালিয়ে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। তবে শীত অনুভূত না হলেও সব শ্রেণির মানুষ এই কুয়াশাকে দারুণ উপভোগ করেছেন। ঘন কুয়াশার মধ্যেও মাঠে খেলা করতে দেখা গেছে। ফজরের ওয়াক্তের মুসল্লিরা ও সকালে হাঁটতে বের হওয়া মানুষ এই কুয়াশা  উপভোগ করেছেন।</p> <p style="text-align:justify">সদর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের আজমল হোসেন বলেন, আজ কার্তিকের ৩ তারিখ। কয়েক দিন ধরে  কুয়াশা পড়ছে। কিন্তু আজকে খুব বেশি কুয়াশা পড়েছে। তবে শীত নেই। কুয়াশা দেখে মনে হচ্ছে, শীত কড়া নাড়ছে দরজায়।</p> <p style="text-align:justify">মুসল্লি নবি ইসলাম বাবু বলেন, ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় দেখি অনেক কুয়াশা পড়েছে। কিন্তু সমজিদের ভেতরে গিয়ে ফ্যান চালিয়ে নামাজ আদায় করতে হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="সমুদ্রতলে বাস্তুসংস্থানের সন্ধান পেলেন বিজ্ঞানীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729310947-44c88a884d7b76b68a2fae90f1076b76.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">সমুদ্রতলে বাস্তুসংস্থানের সন্ধান পেলেন বিজ্ঞানীরা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2024/10/19/1436714" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">ড্রাইভার দুলাল হোসেন বলেন, গাড়ি নিয়ে ফুলবাড়ী যাব এ জন্য বের হয়েছি। ফুলবাড়ী বাসস্ট্যান্ডে এসে দেখি প্রচুর কুয়াশা পড়েছে। সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।</p> <p style="text-align:justify">সদর উপজেলার ভবানী শাহার ডিহি এলাকায় দেখা যায়, ধানক্ষেতে মাকড়সা জাল বুনেছে। সেই জালে শিশির জমেছে। ধানগাছের পাতা থেকে টপ টপ করে শিশিরবিন্দু পড়ছে।</p> <p style="text-align:justify">সদর উপজেলার উলিপুর থেকে বাহাদুর বাজারে সবজি নিয়ে আসা জুয়েল ইসলাস বলেন, গ্রামের রাস্তায় অনেক কুয়াশা। খুব সকালে দূরে কিছু দেখা যাচ্ছিল না। তাই ধীরে ধীরে আসতে হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="লুটপাটের ‘আইকন’ দেশের সাত দফায় ওয়াসার এমডি তাকসিম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729307818-64deab6dab5134915c13d70aabed2120.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">লুটপাটের ‘আইকন’ দেশের সাত দফায় ওয়াসার এমডি তাকসিম</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/19/1436706" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জুর রহমান বলেন, আজ ভোরে কুয়াশা পড়েছে। সকাল ৯টা পর্যন্ত কুয়াশা লক্ষ করা গেছে। এ সময় এমন কুয়াশা স্বাভাবিক বিষয়। এভাবেই আস্তে আস্তে শীত চলে আসবে। তবে দিনাজপুরের তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। </p>