<p>ভোলায় যৌথ বাহিনীর অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ চারজন সক্রিয় সদস্যকে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুইটি তাজা কার্তুজ ও চারটি দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড।</p> <p>আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত কোস্ট গার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।</p> <p>আটককৃতরা হলেন- মো. বেলায়েত হোসেন (৬১), শেখ ফরিদ (৩৭), মো. কামাল (৫২) ও মো. আল আমিন (২১)। এরা সবাই ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা।</p> <p>লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৪ নভেম্বর) ভোররাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা বিসিজি বেইস ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।</p> <p>তিনি আরো জানান, অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ ও চারটি দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মো. বেলায়েত হোসেন তার তিন সহযোগীকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বেলায়েত হোসেনের নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখল ও মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। এ ছাড়া আটককৃত মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আটককৃতদের জব্দকৃত অস্ত্রসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।</p>