ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

সংস্কার করে দ্রুত নির্বাচন দিন : আবদুল্লাহ মোহাম্মদ তাহের

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
সংস্কার করে দ্রুত নির্বাচন দিন : আবদুল্লাহ মোহাম্মদ তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : কালের কণ্ঠ

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন কমিশনসহ সকল সেক্টর দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না, জনগণ তা মেনে নেবে না। চাঁদাবাজ, স্বৈরাচার সরকার, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আগামীতে ভোট না দেয়ার জন্য জনগণকে আহ্বান করেন তিনি।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় দারুল আমান অ্যাকাডেমির হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা-মামলা, গুম-খুন ও নিপীড়নের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে কোনো ষড়যন্ত্রের কাছে দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেয়া হবে না।

সবাই ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা শিবিরের সভাপতি মনির হোসেন, শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারী ও সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

চা বাগান থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
চা বাগান থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছেন বন বিভাগের লোকজন। শনিবার (১২ এপ্রিল) দুপুরে নালুয়া চা বাগানের চা শ্রমিকের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।

সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ সূত্রে জানা গেছে, উপজেলার নালুয়া চা বাগানের একজন শ্রমিক শনিবার সকালে একটি লজ্জাবতী বানর দেখতে পান। বানরটি পথ হারিয়ে বন থেকে নালুয়া চা বাগানে ঢুকে পড়ে।

পরে ওই শ্রমিক কৌশলে বানরটি ধরে তার বাড়িতে নিয়ে আসেন। হবিগঞ্জ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সাতছড়ি রেঞ্জ অফিসে এ খবর পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে সাতছড়ি বন কর্মকর্তারা নালুয়া চা-বাগানে ওই শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে লজ্জাবতী বানরটি উদ্ধার করেন।

উদ্ধার করা বানরটির বয়স ৬ থেকে ৭ বছর হবে।

একে একটি পূর্ণবয়স্ক বানর হিসেবে ধরা যায়। বন্যপ্রাণী গবেষকদের সূত্রে জানা গেছে, প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে। লজ্জাবতী বানর লাজুক বানর নামেও পরিচিত। এটি দেশের ক্ষুদ্রতম বানর-জাতীয় প্রাণী।
ইংরেজিতে এটিকে বেঙ্গল স্লো লরিস বা নর্থান স্লো লরিস বলে। বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। নিশাচর এই প্রাণী বাংলাদেশে চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনের বাসিন্দা।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে ভারতীয় রুপিসহ যুবক আটক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে ভারতীয় রুপিসহ যুবক আটক
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলায় ১ লাখ ভারতীয় রুপিসহ হোসেন আলী (৪০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১৩।

শনিবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার নেকমরদ গন্ডগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক পার্শ্ববর্তী হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধার (মাঝপাড়া) গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

র‌্যাব-১৩ সূত্র জানায়, সারা দেশে হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারী একটি আভিযানিক দল শনিবার দুপুরে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম এলাকা থেকে অবৈধ ভারতীয় জাল নোটসহ জাল টাকার ব্যবসায়ী হোসেন আলীকে আটক করা হয়।

এসময় তার কাছে ১ লাখ ভারতীয় জাল রুপি, নগদ ৮ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১৩ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হোসেন আলী জানায়, সে দীর্ঘদিন থেকে ভারতীয় জাল রুপি ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে অপরিচিত ব্যক্তির কাছ থেকে স্বল্প মূল্যে ভারতীয় জাল রুপি ক্রয় করে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় জনসাধারনের মাঝে বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মামলা দায়ের করে জব্দকৃত ভারতীয় জাল রুপিসহ আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক বলেন, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য

কাফনের কাপড় পরার প্রয়োজন হলেও বিটি মাঠে বৈশাখী মেলা হবে : গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
কাফনের কাপড় পরার প্রয়োজন হলেও বিটি মাঠে বৈশাখী মেলা হবে : গয়েশ্বর
ছবি: কালের কণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায় বলেছেন, ‘কাফনের কাপড় পরার প্রয়োজন হলেও দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া বিটি মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবেই। কেউ তা বন্ধ করতে পারবে না। যুগের পর যুগ এ মাঠে মেলা হয়ে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই মাঠে কোনো মেলার আয়োজন করতে পারিনি।

এখন খুনি হাসিনা নেই আমরা মুক্ত। তাই এ মাঠে আনন্দ পালনের মধ্য দিয়ে মেলা হবে।’

শনিবার (১২ এপ্রিল) দুপুরে তেঘরিয়া বিটি মাঠে মেলার প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

গয়েস্বর চন্দ্র রায় আরো বলেন, ১৮৪২ সাল থেকে এই মাঠটি বিটি মাঠ হিসেবে পরিচিত।

বিগত সরকারের আমলে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ক্ষমতার অপব্যবহার করে কিছু মানুষের জমি অধিগ্রহণ না করে এই মাঠটি তার বাবার নামে নামকরণ করেন। পরে জানতে পারি, মাঠটি বর্তমানে ক্রীড়া উন্নয়ন বোর্ডের অধীনে চলে গেছে। বিষয়টা আমাকে হতাশ করেছে।

তিনি আরা বলেন, প্রাচীন কাল থেকেই এই মাঠে প্রতিবছর বৈশাখ মাসে মেলার আয়োজন হয়।

বিগত সরকারের আমলে তা বন্ধ হয়ে যায়। এখন আমরা স্বাধীন ও মুক্ত। এই বছর জনগণ স্বাধীনভাবে বৈশাখী মেলা ব্যাপকভাবে পালন করবে।

গয়েশ্বর চন্দ্র রায় মাঠ পরিদর্শন সময় সেখানে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেরানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল( দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম সুমন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, বিটি মাঠ নিয়ে মেলা হওয়াকে কেন্দ্র করে সোস্যাল মিডিয়ায় নানা সমালোচনা দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে ১০ এপ্রিল মাঠটিতে মেলার অনুমতি বাতিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।

মন্তব্য

মানসিক রোগীকে হুমকির পর মেরে হাসপাতালে পাঠাল যুবদল নেতা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
মানসিক রোগীকে হুমকির পর মেরে হাসপাতালে পাঠাল যুবদল নেতা

ঢাকার কেরানীগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রথমে মানসিক রোগীকে হুমকি এবং পরে মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে নব্য যুবদল নেতা রাসেল সরকার ও তার দুই ভাই মাসুদ ও মেরাজের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার শাক্তা ইউনিয়নের নতুন রায়েরচর গ্রামের হাজী রহমত আলীর ছেলে মানসিক রোগী তাজিম উদ্দীন সেলুনে গেলে পাগল বলে গালিগালাজ শুরু করে সাবেক যুবলীগ নেতা ও একই গ্রামের সালাউদ্দিনের ছেলে রাসেল সরকার। এসময় তাজিমউদ্দীন প্রতিবাদ করলে সেলুনে থাকা খুর দিয়ে তাকে আঘাত করে রাসেল। এতে তাজিমউদ্দীনের হাতের একটি আঙুল কেটে যায় (যাতে ১৮টি সেলাই লাগে)।

পরে সে রাসেলের ওপর চড়াও হতে গেলে রাসেল তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে তার দুই ভাই মাসুদ ও মেরাজ ঘটনাস্থলে আসে। সেখানে হাত কাঁটা অবস্থায় তাজিমউদ্দীকে তারা পুনরায় উপর্যুপরি কিল ঘুষি লাথি মেরে জখম করে। পরে স্থানীয় ও তাজিমউদ্দীনের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজধানীর একটি মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী তাজিমউদ্দীম মানসিক হাসপাতালে ভর্তি রয়েছে।

এদিকে অভিযুক্ত রাসেল বলেন, আমি সেলুনে সেভ করতে গেলে সেখানে তাজিমউদ্দীকে দেখতে পাই। পাশ থেকে কেউ একজন তাকে পাগল বলে ডাকলে সে আমাকে সন্দেহ করে সেলুনের কেচি নিয়ে আমার দিকে তেরে আসে আমি তাকে বাধা দিলে তার কেচি দিয়ে তার হাত কেটে যায়। পরে সে আমার দিকে তেরে আসলে সেখান দিয়ে আমার দুই ভাই যাওয়ার সময় বিষয়টি দেখে তাজিমউদ্দীকে ছাড়িয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, বিষয়টি তিনি অবগত নন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ