<p style="text-align:justify">২০১৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত একটি রিসোর্টে আওয়ামী লীগ ও সরকারি কর্মকর্তাদের প্রমোদ ভ্রমণ ও খাবারের ১ কোটি ২৪ লাখ টাকা বকেয়া ছিল। ৫ আগস্টের পর আগের মতো ‘ফাও’ খাবার না পেয়ে রিসোর্ট কর্মচারীদের মারধর করেছেন নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সাতজন আহত হয়েছেন। এমন ঘটনা ঘটেছে গাজীপুর জেলার কালীগঞ্জের নাগরী ইউনিয়নের জোড়াপাম্প এলাকায় কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে।</p> <p style="text-align:justify">রিসোর্ট সূত্রে জানা গেছে, দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড নামক প্রতিষ্ঠান ২০১৯ সালে কালীগঞ্জের নাগরীতে পূর্বাচল এলাকাঘেঁষে ৫২ বিঘা জমির ওপর কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হল নির্মাণ করে। শুরুতেই স্থানীয় আওয়ামী লীগ নেতা আরিফ হোসেন রিসোর্টে প্রভাব বিস্তার শুরু করে। তিনি তৎকালীন সংসদ সদস্য (এমপি) মেহের আফরোজ চুমকিকে একাধিকবার ওই রিসোর্টে এনে নিজের প্রভাবের জানান দেন।</p> <p style="text-align:justify">এভাবে আরিফ হোসেন প্রতিষ্ঠানটির সেক্রেটারিও হন। সেই থেকে আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশের শত শত নেতাকর্মী এনে এই রিসোর্টে খাওয়ান। খাওয়া ও রাত্রীযাপনসহ বিভিন্ন অনৈতিক কাজও করেন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।</p> <p style="text-align:justify">স্থানীয়রা জানায়, বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী অলিউল ইসলাম অলির নির্বাচনী হোটেল বানানো হয় কালব রিসোর্টকে।</p> <p style="text-align:justify">রিসোর্টের মালিকপক্ষের অভিযোগ, তারা সংখ্যালঘু হওয়ায় টাকার জন্য চাপ দিতে পারেননি। যারা বকেয়া রেখে খাওয়াদাওয়া করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগ নেতা আরিফ হোসেন, সাবেক এমপি চুমকির এপিএস সেলিম ও নাগরী ইউনিয়নের চেয়ারম্যান অলি, গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা সাদ্দাম হোসেনসহ পুলিশ কর্মকর্তারাও রয়েছেন। তারা বিভিন্ন সময় লোকজন নিয়ে রিসোর্টে রাত্রিযাপন করেছেন। তবে বকেয়া পরিশোধ করেননি।</p> <p style="text-align:justify">কালবের দেওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের রিসোর্টে বকেয়া রয়েছে ১ কোটি ২৪ লাখ টাকা। বকেয়ার তালিকায় সাবেক এমপি চুমকির এপিএস সেলিমের ১৭ হাজার ৫২৬ টাকা, মি. নিকুঞ্জ ছদ্মনামে আরিফের ব্যক্তিগত বকেয়া ২৬ লাখ ১৪ হাজার ১১৬ টাকা, নামহীনভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের বকেয়া রয়েছে ৭৭ লাখ ৫৫ হাজার টাকা।</p> <p style="text-align:justify">এ ছাড়া আরিফের তত্ত্বাবধানে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ১ লাখ ১৮ হাজার টাকা ও গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা সাদ্দাম হোসেনের বকেয়া রয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৩ টাকা। সব মিলিয়ে রিসোর্টে বকেয়া রয়েছে বিভিন্ন খাতে ১ কোটি ২৪ লাখ ২৮ হাজার ৫১০ টাকা।</p> <p style="text-align:justify">গত ৫ আগস্ট সরকার পতনের পর পালিয়ে যান চুমকি, আরিফ, সেলিমসহ প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকর্মীরা। দল ক্ষমতা হারানোর পর বেশ কিছু সময় তাদের আনাগোনা বন্ধ থাকে। তবে গত ৪ নভেম্বর রাত ১১টায় হঠাৎ করে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা রিসোর্টে প্রবেশ করেন। রাত ১২ টার দিকে ভেতরে রেস্টুরেন্টে খাবারের জন্য চাপ দেন। রেস্টুরেন্ট বন্ধ থাকার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে রেস্টুরেন্টের কয়েক কর্মচারী ও অতিথিদের মারধর করে জখম করেন। এরপর নিরাপত্তাকর্মীরা ছাত্রলীগ নেতাদের বুঝিয়ে রিসোর্ট থেকে বের করে দেন। কিছুক্ষণ পর তারা সংবদ্ধ হয়ে আবারও রিসোর্টে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ সময় ছাত্রলীগকর্মীরা কয়েকজন নিরাপত্তাকর্মীকে মারধর করেন। দুই দফা হামলায় রিসোর্টের কর্মচারী, অতিথি ও নিরাপত্তাকর্মীসহ অন্তত সাতজন আহত হন।</p> <p style="text-align:justify">এ ঘটনায় গত ৬ নভেম্বর কালব রিসোর্টের নিরাপত্তাকর্মী কাউছার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় সোহান ও সিদ্দিককে শনাক্ত করে ও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। </p> <p style="text-align:justify">অভিযুক্ত সোহান নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলির ভাতিজা ও নাগরী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সিদ্দিক ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।</p> <p style="text-align:justify">অভিযুক্তরা পলাতক ও তাদের মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। তবে বকেয়ার বিষয়ে গাজীপুর জেলা সমবায় অফিসে গিয়ে জানা যায়, জেলা সমবায় কর্মকর্তা সাদ্দাম হোসেনকে ঢাকা জেলায় বদলি করা হয়েছে। তবে তিনি গাজীপুরের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তার বক্তব্য জানতে মোবাইলে ফোনে কল দেওয়া হলেও রিসিভ করেননি।</p> <p style="text-align:justify">অভিযোগ রয়েছে, গোপালগঞ্জে বাড়ি হওয়ায় সাদ্দাম দীর্ঘদিন ধরে গাজীপুরে থেকে আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা গড়েছেন। তিনি সংখ্যালঘুদের শত শত সমবায় সমিতি থেকে নানা অজুহাতে টাকা হাতিয়ে নিয়েছেন।</p> <p style="text-align:justify">এ বিষয়ে কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রোমেল হিউবার্ট ক্রুশ কালের কণ্ঠকে বলেন, ‘৫ আগস্টের আগে বকেয়া ছিল ১ কোটি ২৪ লাখ টাকা। ৪ নভেম্বর হামলা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিরাপত্তার জন্য থানায় জিডি করা হয়েছে। আসামিরা ছাত্রলীগের নেতাকর্মী।’</p> <p style="text-align:justify">কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনায় একটি জিডি হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’</p>