শিবচরে বসুন্ধরা আই হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শেয়ার
শিবচরে বসুন্ধরা আই হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

মাদারীপুর জেলার শিবচরে বিনামূল্যে চক্ষুরোগীদের চিকিৎসাসেবা দিয়েছে বসুন্ধরা আই হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট। উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সলেনামা বাজিতপুর গ্রামের সানকিরচর এলাকায় ডা. কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে চিকিৎসাসেবা বিকেল ৪ টা পর্যন্ত চলে। 

জানা গেছে, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও বসুন্ধরা আই হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার উপজেলার বাজিতপুর সলেনামা এলাকার চর শেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষুসেবার আয়োজন করেন ডা. কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি ফাউন্ডেশন।

চক্ষুশিবিরে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। 

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্যাম্প অর্গানাইজার অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ আবু তোয়েবের তত্ত্বাবধানে ডা. কাজী আদনান, ডা. নুসরাত লুবনা, ডা.তাসরুবা শাহনাজসহ ৮ জনের একটি দল চিকিৎসাসেবা দেন। 

বসুন্ধরা আই হসপিটালের ক্যাম্প অর্গানাইজার মো. আবু তোয়াব জানান, সকাল ৯টা থেকে রোগীদের সেবা শুরু হয়েছে। ব্যাপক সাড়া পড়েছে প্রত্যন্ত এই এলাকায়।

বিকেল ৪টা পর্যন্ত পাঁচ শতাধিক রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে চোখ পরীক্ষা করে চশমা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। এর মধ্যে যাদের চোখে ছানি ছাড়াও অন্যান্য সমস্যা রয়েছে তাদের বিনামূল্যে অপারেশনের জন্য ঢাকার বসুন্ধরা আই হসপিটালে নেওয়া হবে।

ডা. কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি  ফাউন্ডেশনের পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘বসুন্ধরা আই হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সার্বিক সহযোগিতায় নিজ এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করতে পেরে আমি আনন্দিত।

অসংখ্য রোগী আসছেন চিকিৎসা নিতে। বসুন্ধরা গ্রুপের হাসপাতালের চিকিৎসকরা খুবই যত্ন নিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। রোগীরাও খুশি। আমরা চেষ্টা করব, ভবিষ্যতে এ ধরনের আয়োজন করতে।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

মাটিলা সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৩১ বাংলাদেশি আটক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
মাটিলা সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৩১ বাংলাদেশি আটক
সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় নারী-পুরুষ ও শিশুসহ ৩১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শনিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার কুসুমপুর, নতুনপাড়া বেনীপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে ৩১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ সময় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ হাজার ৭২০ পিচ ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।

 

আটকদের মধ্যে ৭ জন নারী ও ৪ জন শিশু। আটকরা চট্টগ্রাম, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, ও বগুড়া জেলার বাসিন্দা। জব্দ মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

মন্তব্য

টঙ্গীতে সহকর্মীর ধর্ষণে অন্তঃসত্ত্বা যুবতী, যুবক গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
টঙ্গীতে সহকর্মীর ধর্ষণে অন্তঃসত্ত্বা যুবতী, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার যুবক

টঙ্গীতে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এক যুবতী (২৫)। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) থানায় মামলা হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার  সাইফুল ইসলাম (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার নীলাখাদ গ্রামের বাহার মিয়ার ছেলে।

তিনি পাগার এলাকার বাবু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বাস করতেন।

আরো পড়ুন
আলোচিত-১০ (১২ এপ্রিল)

আলোচিত-১০ (১২ এপ্রিল)

 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত একই কারখানায় চাকরি করতেন। সেই সুবাদে অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাইফুল ভুক্তভোগীকে মুঠোফোনে তার বর্তমান ভাড়া বাসায় ডেকে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।

এ ছাড়া সাইফুল বিভিন্ন তারিখ ও সময়ে ভুক্তভোগীকে বিবাহের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণের ফলে ভুক্তভোগী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিয়ে না করায় সাইফুলের বিরুদ্ধে থানায় মামলা হলে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার
করে জেলহাজতে এবং নির্যাতিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য

‘দেশের কোনো মেডিক্যাল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি’

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী প্রতিনিধি
শেয়ার
‘দেশের কোনো মেডিক্যাল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি’
সংগৃহীত ছবি

দেশের নতুন বা পুরনো কোনো মেডিক্যাল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। শনিবার (১২ এপ্রিল) সকালে নীলফামারী সরকারি মেডিক্যাল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘দেশের কোনো সরকারি মেডিক্যাল কলেজ বন্ধের এমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়নি। কিন্তু নীলফামারী মেডিক্যাল কলেজসহ ছয়টি মেডিক্যাল কলেজ বা এর বাইরে অন্য যেকোনো সরকারি বা বেসরকারি মেডিক্যাল কলেজ যেখানে মানসম্পন্ন শিক্ষা দেওয়া সম্ভব না হয়, তাহলে অবশ্যই আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে।

এই সিদ্ধান্তগুলো কিন্তু সবার ভালোর জন্য।’

আরো পড়ুন
এবার এআইয়ের ফাঁদে ওবায়দুল কাদের

এবার এআইয়ের ফাঁদে ওবায়দুল কাদের

 

তিনি আরো বলেন, ‘আমরা চাই না মেডিক্যাল কলেজগুলোতে এমন চিকিৎসক তৈরি হোক, যেখানে তারা মানসম্পন্ন চিকিৎসা দিতে পারবে না। কারণ হচ্ছে আমরা যদি যথাযথ শিক্ষা দিতে না পারি তাহলে যথাযথ চিকিৎসক হবে না। আমাদের প্রথম চেষ্টা অবশ্যই এই মেডিক্যাল কলেজগুলোর মানোন্নয়ন করা।

মহাপরিচালক বলেন, ‘আমাদের দেশে ৩৭টি মেডিক্যাল কলেজ আছে। তার মধ্যে ৬টি নবীন মেডিক্যাল কলেজের মধ্যে নীলফামারী মেডিক্যাল কলেজ একটি। যেগুলো ২০১৮ সালে দিকে প্রতিষ্ঠিত হয়েছে। স্বাভাবিকভাবে এই মেডিক্যাল কলেজগুলোয় এখনো পরিপূর্ণ অবকাঠামো গড়ে ওঠা সম্ভব হয়নি।

২০১৮ সালে তৎকালীন সরকার যথাযথ পরিকল্পনা ছাড়াই মেডিক্যাল কলেজগুলো স্থাপন করে। পরবর্তীতে এই সমস্যা আরো জটিল হয়ে যায় যখন ২২-২৩ সালে এসে এক সিদ্ধান্তে মেডিক্যাল কলেজগুলোতে ১ হাজার ৩০টা আসন বাড়িয়ে ফেলা হয়। এটার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি নেওয়া হয়নি। এর কারণে আমার মেডিক্যাল কলেজগুলো ভারাক্রান্ত হয়ে পড়েছে। একটা মেডিক্যাল কলেজ যে পরিমাণ শিক্ষার্থীর জন্য উপযুক্ত, তার চেয়ে অনেক বেশি পরিমাণে শিক্ষার্থী নিয়ে চলতে হচ্ছে।

রেজাল্ট দিয়ে মানদণ্ড বিচার করার প্রশ্নে তিনি বলেন, ‘রেজাল্ট দিয়ে মানদণ্ড বিচারের বিতর্কে আমি যাব না। কারণ শুধু রেজাল্টই সব সময় মানের প্রতিফলন ঘটায় না। শুধু রেজাল্ট দিয়ে এটা বলা যাবে না। কঠিন একটা পরিস্থিতিতে আমি যা পারফরম করব, একটা সহজ পরিস্থিতিতে নাও করতে পারি। সুতরাং কোনো মেডিক্যাল কলেজের রেজাল্ট ভালো বা খারাপ, এটা মানদণ্ড নয়। আমরা তো অন্য অনেক কিছু বিবেচনা করব। অবকাঠামো কেমন আছে, শিক্ষকের সংখ্যা কী রকম, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি, পারফরম্যান্স কী রকম— সব কিছু। পরীক্ষা সময় আমি যদি একজন উদার পরীক্ষক হই, আমি অনেককে পাস করে দিতে পারি। আমি শিক্ষাটা ভালো করে দেব। সেটা মূল, পরীক্ষাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। শিক্ষা যদি ভালো করে দিই এবং ভালো করে পরীক্ষার্থী নেই, দ্যাট ইস আইডিয়াল। কিন্তু আমি শিক্ষা দিলাম না, পরীক্ষার সময় আমি খুব দয়া করলাম। তাইলে কিন্তু রেজাল্ট ভালো হয়ে যেতে পারে। ফলে শুধু রেজাল্ট দিয়ে আমরা বিবেচনা করবো না। সব কিছুই বিবেচনা করছি আমরা।’

আরো পড়ুন
ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদল লাখো মানুষ

ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদল লাখো মানুষ

 

এর আগে সকালে নীলফামারী সরকারি মেডিক্যাল কলেজে সম্মেলনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। মতবিনিময়সভায় নীলফামারী সরকারি মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ সার্বিক সমস্যা মহাপরিচালকের কাছে তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরিদর্শন শেষে অস্থায়ী ক্যাম্পাসে চারটি গাছের চারা রোপন করেন মহাপরিচালক।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মাসুদুর রহমান, উপপরিচালক (সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহসহ রংপুর ও দিনাজপুর সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

থানায় হামলাকারী হাজী ইদ্রিস গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
থানায় হামলাকারী হাজী ইদ্রিস গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজি ও থানায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হাজী ইদ্রিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ২৪ মার্চ মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনায় বাধা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এতে ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজ আবুল কালামের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা করা হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চাঁদা আদায়ের রসিদসহ আবুল কালাম নামের একজনকে আটক করে।

খবর পেয়ে আবুল কালামের অনুসারীরা তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা করেন। এ সময় থানায় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপরও আক্রমণ করা হয়।

পরে এ ঘটনায় ছাত্রনেতা আবু ফয়সাল ও পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা করেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ কালের কণ্ঠকে বলেন, মুরাদনগর থানার পুলিশের সহায়তায় আসামি হাজী ইদ্রিসকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ