<p>চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৭ বছরের এক শিশুকে অপহরণের ৭ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছেন লোহাগাড়া থানা পুলিশের সদস্যরা। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টায় লোহাগাড়া থেকে অপহরণ করা শিশুকে আজ রবিবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টায় কক্সবাজার থেকে উদ্ধার করে পুলিশ।</p> <p>এসআই মো. আজহারুল ইসলাম জানান, আট দিন আগে বাদী দেলোয়ার হোসেন (৪৪) কৃষি কাজের জন্য মো. রিদোয়ান (১৮) নামে একটি ছেলেকে বাড়িতে রাখেন। কয়েকদিনের মধ্যেই সে বাড়ির সবার সাথে সুসম্পর্ক গড়ে তোলে। গতকাল শনিবার রাত ৮টার দিকে বাদীর ছেলে সাঈদ হোসেন (৭)-কে নিয়ে বাড়ির পাশের দোকানে চা খাবে বলে নিয়ে যায়। পরে বাড়িতে খোঁজাখুঁজি শুরু হলে এলাকার মানুষ জানায়, সিএনজি চালিত অটোরিকশায় ওই ছেলেকে রিদোয়ানসহ কয়েকজনের সঙ্গে যেতে দেখা গেছে। এরপর থেকে আসামি রিদোয়ানের মোবাইল বন্ধ পাওয়া গেলে বাদী দেলোয়ার হোসেন থানায় একটি এজাহার দায়ের করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজী টায়ারসে অগ্নিকাণ্ডে নিখোঁজদের স্বজনদের সড়ক অবরোধ করে বিক্ষোভ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735464672-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজী টায়ারসে অগ্নিকাণ্ডে নিখোঁজদের স্বজনদের সড়ক অবরোধ করে বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/29/1462651" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো জানান, মোবাইল নম্বর ট্র্যাকিং করে জানা যায়, আসামি কক্সবাজার অবস্থান করছে। দেরি না করে সঙ্গে সঙ্গে লোহাগাড়া পুলিশ কক্সবাজার রওনা দেয়। এরপর কক্সবাজার সদর থানার পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে রাত সাড়ে ৩টায় কক্সবাজারের লিংকরোড থেকে শিশু সাঈদ হোসেনকে উদ্ধার করা হয় এবং আসামি মো. রিদোয়ানকে গ্রেপ্তার করে। </p> <p>আসামি রিদোয়ান (১৮) আহমদ হোসেন ও আলছাম খাতুনের ছেলে। তাদের বাড়ি কক্সবাজারের উখিয়া থানার বালুখালীতে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রতারণার শিকার সেই মামা-ভাগনের খবর নিল দূতাবাস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735464008-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রতারণার শিকার সেই মামা-ভাগনের খবর নিল দূতাবাস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/29/1462648" target="_blank"> </a></div> </div> <p>লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। </p>