<p style="text-align:justify">যশোরের কেশবপুরে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে বোরো ধানের বীজতলা ক্ষতির মুখে পড়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অনেক কৃষকের বীজতলা লালচে-সাদা বর্ণ ধারণ করে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।</p> <p style="text-align:justify">ফলে বোরো ধান আবাদ করতে চারা নিয়ে বিপাকে পড়ছেন কৃষকরা। কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে বীজতলা লালচে হওয়ার খবর পেয়ে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।</p> <p style="text-align:justify">জানা যায়, জানুয়ারির শুরু থেকে এ উপজেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এর সঙ্গে ঘন কুয়াশায় বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে বীজতলায় চারা লালচে বর্ণ ধারণ করে ওপরের দিক থেকে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বীজতলা উৎপাদন নিয়ে অনেক কৃষক বিপাকে পড়েছেন।</p> <p style="text-align:justify">উপজেলার মধ্যকুল গ্রামের কৃষক শাহীনুর রহমান বলেন, ‘বোরো ধানের বীজতলা তীব্র শীতের কারণে লালচে বর্ণ ধারণ করেছে। বীজতলা স্বাভাবিক ফিরে না এলে বোরো আবাদ নিয়ে বিপাকে পড়তে হবে। কৃষি অফিসের পরামর্শ বীজতলা পরিচর্যা শুরু করা হচ্ছে।’</p> <p style="text-align:justify">মঙ্গলকোট গ্রামের কৃষক আব্দুল বারী বলেন, ‘বোরো আবাদের জন্য দুই কাঠা জমিতে বীজতলা করেছি। কয়েক দিনের শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বীজতলা ক্ষতির মুখে পড়েছে। চারাগুলো হলুদ হয়ে গেছে।’</p> <p style="text-align:justify">কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কেশবপুর উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪২৫ হেক্টর। এর জন্য ৭২১ হেক্টর বীজতলার প্রয়োজন।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘চলতি বছর ভয়াবহ বন্যার কারণে নিম্নাঞ্চলের কৃষকদের বোরোর বীজতলা তৈরিতে বিলম্ব হয়। সম্প্রতি তীব্র শীতের কারণে কিছু কিছু বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে।’ </p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘বীজতলা রক্ষা করতে কৃষকদের প্রতি রাতে বীজতলায় পানি জমিয়ে সকালে ছেড়ে দিতে হবে। ঘন কুয়াশা থেকে রক্ষার জন্য প্রতি রাতে পলিথিন দিয়ে চারার বেড ঢেকে রাখতে হবে। সকালে বীজতলা থেকে কুয়াশা ঝেড়ে ফেলার পাশাপাশি ছত্রাকনাশক থিয়োভিট, কুইক পটাশ অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে।’ </p> <p style="text-align:justify"><br />  </p>