ঢাকা, বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
১৩ চৈত্র ১৪৩১, ২৬ রমজান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
১৩ চৈত্র ১৪৩১, ২৬ রমজান ১৪৪৬

রাজধানীতে গ্রেপ্তার হলেন কালিয়াকৈর ছাত্রলীগ সভাপতি সম্রাট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
রাজধানীতে গ্রেপ্তার হলেন কালিয়াকৈর ছাত্রলীগ সভাপতি সম্রাট
সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বাড্ডা থানা এলাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বাড্ডা থানার ফাঁড়ি ইনচার্জ মাজাহারুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ইসতিয়াক কবির সম্রাট কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীরের ছেলে।

জানা যায়, ৫ আগস্টের পর থেকে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার আফতাবনগর এলাকায় ঘোরাঘুরি করার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাড্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজাহারুল ইসলাম ইসতিয়াক কবিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সম্রাটকে কালিয়াকৈর থানায় সোপর্দ করা হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বাড্ডা থানা থেকে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবিরকে গ্রেপ্তার করার মেসেজ পেয়েছি। তাকে কালিয়াকৈর থানায় আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য

৩ যুগ ধরে ইফতারে বিনামূল্যে খিচুড়ি-বিরিয়ানি খাওয়াচ্ছেন মিন্টু

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
৩ যুগ ধরে ইফতারে বিনামূল্যে খিচুড়ি-বিরিয়ানি খাওয়াচ্ছেন মিন্টু
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার বাসিন্দা মিন্টু ইসলাম। পেশায় ব্যবসায়ী হলেও দীর্ঘ তিন যুগ ধরে তিনি পরিচিত এক অন্য পরিচয়ে। সে পরিচয় রোজাদারদের জন্য ইফতার আয়োজন করায়। প্রতিদিন শতাধিক অসহায়-দুস্থ, রিকশাচালক, পথচারী ও নানা শ্রেণি-পেশার মানুষ তার দোকানের সামনে বসে ইফতার করেন।

 

পরিবারের ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন চালিয়ে যাচ্ছেন তিনি। 

পরিবার ও তিন যুগের মহৎ উদ্যোগ

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ‘মিন্টু তুলা ঘর’ নামে মন্টুর ব্যবসাপ্রতিষ্ঠান। ছোটবেলা থেকেই দেখে আসছেন, তার বাবা-মা প্রতিদিন অসহায় মানুষের জন্য ইফতারের আয়োজন করতেন। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন মিন্টু ইসলাম নিজেও।

তিনি বলেন, “রমজান মাস আসলেই আমার বাবা-মা অসহায় মানুষদের জন্য ইফতার বানাতেন। তাদের অনুপস্থিতিতে আমি এই দায়িত্ব নিয়েছি। যতদিন বেঁচে আছি, এটা চালিয়ে যাব ইনশাআল্লাহ।” 

আয়োজনে যা থাকে

প্রতিদিন সকাল থেকেই শুরু হয় রান্নার প্রস্তুতি।

ইফতারের আগে আগে সেগুলো দোকানে এনে পরিবেশন করা হয়। এক সময় দোকানের সামনের জায়গা ভরে যায় রোজাদারদের পদচারণায়। ইফতারের মেন্যুতে থাকে খিচুড়ি, তেহারি, বিরিয়ানি, শরবত, খেজুর, শসা ও নানা ধরনের ফল।

যারা আসেন ইফতার করতে

মিন্টু ইসলামের এই মহৎ উদ্যোগের কারণে অনেকেই ভালো খাবার খেয়ে ইফতার করতে পারেন। প্রতিদিন ইফতার করতে আসা কয়েকজন তাদের অনুভূতি জানিয়েছেন,

রিকশাচালক হাসান আলী বলেন, 'দিনশেষে একটা ভালো ইফতার করার সুযোগ সবসময় হয় না।

এখানে এসে বিনামূল্যে ভালো খাবার খেতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।' 

পথচারী জয়নাল হোসেন বলেন, 'আমি ব্যবসার কাজে প্রতিদিন শহরে আসি। নামাজ পড়ে এই দোকানের সামনে আসলে ইফতারের দাওয়াত পাই। মিন্টু ভাই দারুণ মানুষ, আল্লাহ উনাকে ভালো রাখুক।”

ভিক্ষুক সালমা বেগম বলেন, 'নিজের বাসায় এত ভালো ইফতার করতে পারি না। এখানে এসে খিচুড়ি-বিরিয়ানি খেতে পারি, খুব ভালো লাগে।'

ছেলের চোখে বাবার উদ্যোগ

মিন্টু ইসলামের ছেলে হৃদয় রাব্বী বাবার এই উদ্যোগ নিয়ে বলেন, 'ছোটবেলা থেকেই দেখছি, বাবা অসহায় মানুষদের জন্য ইফতারের আয়োজন করেন। আমরা সবাই মিলে চাই, এই আয়োজন সারাজীবন চালিয়ে যেতে।' 

ভবিষ্যৎ পরিকল্পনা

এই উদ্যোগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিন্টু ইসলাম বলেন, 'আমি চাই, শুধু রমজান মাসেই নয়, সারা বছরই মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ইফতারের আয়োজন করতে চাই। রমজান শুধু সংযমের মাস নয়, দানেরও মাস।'

মন্তব্য

শ্রীবরদীতে আ.লীগ নেতা মিন্টু গ্রেপ্তার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেয়ার
শ্রীবরদীতে আ.লীগ নেতা মিন্টু গ্রেপ্তার
মিজানুর রহমান মিন্টু

শেরপুরের শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শ্রীবরদী পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানা পুলিশ। গত বছরের ১৭ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলার ৪নং এজহারভুক্ত আসামি তিনি। 

মিজানুর রহমান মিন্টু ১৯৮৯ সালে শ্রীবরদী কলেজ শাখার ছাত্রলীগের প্যানেলের সমাজ কল্যাণ সম্পাদক ও ১৯৯১ সালে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পরবর্তী সময়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের দলীয় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান মিন্টু দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। ছাত্রলীগের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে চাকরি করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নৌকার মনোনীত এমপি এমএ বারীকে দিয়ে প্রভাব খাটিয়ে চাকরি নেয় তিনি। অভিযোগ আছে, দলের ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ে না গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে মাসের পর মাস বেতন উত্তোলন করতেন। এমনকি তিনি বিদ্যালয়ের অফিসিয়াল কোনো কাজ করতেন  না। বিদ্যালয়ের কেউ কিছু বললে উল্টো তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নামে-বেনামে অভিযোগ দিয়ে হয়রানি করতেন।
তার ভয়ে তটস্থ ছিলো বিদ্যালয়ের শিক্ষকরা। 

স্থানীয়দের অভিযোগ, মিন্টু তার পদ-পদবী ব্যবহার করে বিভিন্ন লোকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করতেন। তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েও প্রভাব বিস্তার করতো। মিথ্যা অভিযোগ দিয়ে সাধারণ মানুষকে হয়রানির বিষয়টি উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে উত্থাপিত হলে সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিগত সময়ে চেক জালিয়াতির মামলায় জেল খেটেছেন তিনি।

তার আটকের খবরে হয়রানির শিকার লোকজনের মধ্যে স্বস্তি বিরাজ করছে। 

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় পরিচয় ব্যবহার করে মিন্টু বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের নামে অভিযোগ দিয়ে হয়রানি করত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাত। তার উপযুক্ত বিচার হওয়া দরকার।

থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় মিন্টু নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য

মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, আহত ২০

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
শেয়ার
মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, আহত ২০
ছবি: কালের কণ্ঠ

যশোরের মনিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। এতে যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজারে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে।

আরো পড়ুন
গোপালগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের হেলথ কার্ড প্রদান

গোপালগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের হেলথ কার্ড প্রদান

 

প্রত্যক্ষদর্শী ইশতিয়াক ইবনে জামান নামে এক ব্যক্তি বলেন, ‘ভোরে ফজরের নামাজ পড়ে চিনাটোলা বাজারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ যশোরের দিক থেকে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি বাস আমাদের পার হয়ে সামনে যেতেই বিকট শব্দ হয়। সামনে তাকিয়ে দেখি বাসটি রাস্তার পূর্বপাশের পাকা দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। যাত্রীরা চিৎকার চেঁচামেচি করছেন।

এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আসার আগে আমরা ৭-৮ জনকে উদ্ধার করে মনিরামপুর ও কেশবপুর হাসপাতালে পাঠিয়েছি। এ ছাড়া কয়েকজন যাত্রীর শরীরের বিভিন্ন অংশে কেটে রক্ত বেরিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ধারণা করছি চালক ঘুমিয়ে ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন।

বাসটি রাস্তার পাশের দাঁড়িয়ে থাকা দুটো বিদ্যুতের খুঁটি ভেঙে দোকানে আঘাত করেছে। এতে দোকানের সাটার ও দেওয়াল ভেঙে বাসের দুই-তৃতীয়াংশ ভেতরে ঢুকে পড়েছে।’

আরো পড়ুন
বিমানে খাবারের স্বাদ কেন বদলে যায়?

বিমানে খাবারের স্বাদ কেন বদলে যায়?

 

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ৯ জন যাত্রীসহ স্থানীয় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। দুর্ঘটনায় ঘটনাস্থলে কারো মৃত্যু ঘটেনি। দোকানের ভেতর থেকে বাস বের করার কাজ চলমান রয়েছে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, ‘চিনাটোলা বাজারে বাস দুর্ঘটনায় ৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মনিরা খাতুন (২০) ও ইউসুফ আলী (১৯) নামের দুইজন ভর্তি আছেন। আর ইয়াসিন (৩৫), আলআমিন (২৬), রেহেনা পারভিন (২৩), লিটন হোসেন (৩০), আব্দুল মান্নান নামে পাঁচজনের বাড়ি সাতক্ষীরা অঞ্চলে হওয়ায় তাঁরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

আরো পড়ুন
ভারত থেকে কেনা হবে আরো ৫০ হাজার টন চাল

ভারত থেকে কেনা হবে আরো ৫০ হাজার টন চাল

 

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, ‘চালক ঘুমিয়ে পড়ায় যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ বাস উদ্ধারের কাজ করছে।’

মন্তব্য

মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার
ছবি: কালের কণ্ঠ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশাকে উঠতে দেওয়া হবে না। অটোরিকশা মহাসড়কের ফিডার রোডে থাকবে। মহাসড়ক থেকে এক’শ মিটার দূরে তারা যাত্রী উঠানামা করতে পারবে। এজন্য তিনি অটোরিকশা চালক এবং যাত্রীদেরও সহযোগিতা কামনা করেন।

আর অটোরিকশা মহাসড়কে উঠলে ডাম্পিংসহ আইনগত ব্যবস্থা নেওয় হবে। ঈদ উপলক্ষ্যে বাসের ভাড়া বেশি নেওয়া হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে চান্দনা চৌরাস্তায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে মহাসড়কের ওপর থেকে হকার উচ্ছেদ করা হয়েছে।

অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচলের শৃঙ্খলা আনয়নে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও কাজ করছে। মহাসড়কে কাঁচামাল ও নিত্যপণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য সব ট্রাক ও ভারি যানবাহন চলাচল বন্ধ করা হবে। সড়কের খানাখন্দ মেরামত করা হয়েছে।

নগরীর ছিনতাই প্রসঙ্গে বলেন, ছিনতাইয়ের ব্যাপারে মহানগর পুলিশ জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। আগের চাইতে ছিনতাই কমে এসেছে। বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছে। তারপরও ছিনতাইকারীকে ছাড়া হয়নি।

গোপনে অ্যাম্বুস করে ছিনতাইকারীদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, অনেকে চাকরি হারিয়ে ছিনতাই কাজে নেমেছে। তাদেরকে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ