কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ ১০ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আদর্শ সদর সেনাবাহিনী ক্যাম্প-১। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পিস্তল, রিভলবার, এলজি, কার্টুজ, পিস্তলের গুলি ও ম্যাগাজিন ও বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
পরে তাদের কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মো. নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), ঈদগাহ এলাকার মো. সাজিদুল ইসলাম (২১), ছোটররা এলাকার মোহাম্মদ আলী (২৪) ও মো. সাব্বির হোসেন (২১), ছোটরা ঝাউতলা এলাকার মো. জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর পাড় এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং সাধকপুর এলাকার মো. আবুল খায়ের (৩৯), ধর্ম সাগর এলাকার মো. অপু (৪২) ও কালিয়াজুরি এলাকার রাকিব (২১)।
সেনাবাহিনী জানায়, অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি রিভালবার রাশিয়ান পিস্তল, ২টি রামদা, ৯টি রাউন্ড গুলি, তলোয়ার ও চাকু জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতে পাঠানো হবে।