ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ছুটিতে এসে চবি শিক্ষার্থীর ডিম বিক্রি

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
ছুটিতে এসে চবি শিক্ষার্থীর ডিম বিক্রি
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পা (২১)। মাত্র ১৫ দিনের ছুটিতে বাড়িতে এসেছেন তিনি। এ সময় তার মা-বাবা ও ছোট বোনের সঙ্গে সময় কাটানো, বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা, তাদের সঙ্গে গল্প-আড্ডা দেওয়ার কথা। কিন্তু তার ভ্যানচালক বাবা ও পরিবারের আর্থিক অনটনের কথা চিন্তা করে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মেরিগাছা বাজারে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা অবধি সিদ্ধ ডিম বিক্রি করছেন তিনি।

একই সঙ্গে বিক্রি করছেন কাঁচা ডিম। 

টুম্পার এই ডিম বিক্রির ঘটনা এলাকায় সাড়া ফেলেছে। ফেসবুকে এই ভিডিও এখন ভাইরাল। টুম্পা নগর ইউনিয়নের দোগাছী গ্রামের ভ্যানচালক আব্দুর রহিমের মেয়ে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মেরিগাছা বাজারে টুম্পার সিদ্ধ ডিমের দোকানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, খোলা আকাশের নিচে খড়ির চুলা জ্বলছে এবং সেখানে বড় কড়াইয়ে শতাধিক ডিম সিদ্ধ হচ্ছে। পাশে প্লাস্টিকের টুলে বসে টুম্পা ডিমের খোসা ছাড়াচ্ছেন। খোসা ছাড়ানোর পর ডিমের ওপর লবণ-ঝাল ছড়িয়ে তা ক্রেতার হাতে তুলে দিচ্ছেন তিনি। একটি সিদ্ধ ডিম বিক্রি করছেন ১৫ টাকা এবং দুটি নিলে ২৫ টাকা।

একই সঙ্গে প্রতি হালি ৪২ টাকা দরে কাঁচা ডিম বিক্রি করছেন তিনি। 

টুম্পা জানায়, ‘খুবই কম লাভে আমি ডিম বিক্রি করছি। প্রতি হালি কাঁচা ডিমে লাভ হচ্ছে মাত্র তিন টাকা এবং সিদ্ধ ডিমে লাভ হচ্ছে গড়ে হালিপ্রতি ৪-৬ টাকা। সিদ্ধ ডিমের ক্ষেত্রে খড়ি, নষ্ট ডিম বা খোসা ছাড়াতে গিয়ে নষ্ট হয়। যার ফলে এর লাভ মাঝেমধ্যে সামান্য ওঠানামা করে।

প্রতিদিন গড়ে ৬০০-৭০০ ডিম বিক্রি হয়। গত দুই দিনে এক হাজার ৪৭০ টাকা লাভ হয়েছে।’

ক্রেতার কাছে ডিম বিক্রি করতে করতে টুম্পা আরো বলেন, ‘এলাকার খলিসাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগে ভালো রেজাল্ট নিয়ে পাস করার পর খুব চিন্তাই পড়েছিলাম হয়তো পড়ালেখা থেমে যাবে। কারণ আমরা গরিব মানুষ। বাবা ভ্যান চালিয়ে আমাদের দুই বোনকে লেখাপড়া করাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অনেক টাকা খরচ হবে। তার পরও আমি থেমে নেই।’

তিনি বলেন, ‘আমার ইচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে প্রশাসন ক্যাডার হয়ে দরিদ্র মা-বাবার মুখে হাসি আনব। অতঃপর সাংবাদিকদের সহযোগিতায় বিভিন্ন বিত্তবানরা আমাকে আর্থিকভাবে সহায়তা করেছেন। বর্তমানে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শন তৃতীয় বর্ষে অধ্যায়নরত এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকছি।’

টুম্পা বলেন, ‘গত সপ্তাহে বাড়িতে এসেছি এবং আগামী ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব।’ 

গ্রামে এসে ডিম বিক্রি করার বিষয়ে টুম্পা বলেন, ‘অনেকেই অনেক কথা বললেও বলতে পারে। তবে এতে আমার কিছু আসে-যায় না। কারণ আমি সৎভাবে আয় করছি। শহরে এই কাজ করলে কেউ কিছু বলে না। আমি নিজেকে অতি ক্ষুদ্র ও গরিব উদ্যোক্তা মনে করছি। এটাই আমার কাছে আনন্দের ও সুখের।’

অল্প লাভে ডিম বিক্রি করে স্থানীয় মুনাফালোভী ব্যবসায়ীদের কাছে মেসেজ দিয়ে টুম্পা বলেন, ‘অতি মুনাফার সুযোগ থাকলেও তার সুযোগ গ্রহণ না করা। কেননা প্রতিটি মানুষের মধ্যে উত্তম মূল্যবোধ থাকা উচিত। এটা থাকলে আমরা নিজেদের মানুষ বলতে পারব।’

মেয়ের জন্য দোয়া চেয়ে টুম্পার বাবা ভ্যানচালক আব্দুর রহিম বলেন, ‘আমার ভ্যানে করেই মেয়েকে এই বাজারে নিয়ে আসি এবং নিয়ে যাই। টুম্পা অনেক কষ্টে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। ছুটিতে এসে আমার প্রতি মায়া করে সে ডিম বিক্রি করছে। যাওয়ার সময় অনেক টাকা ভাড়া লাগে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ে অনেক খরচ হয়। তার বাবা হিসেবে এই টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই। তাই সে নিজেই সৎ উপার্জন করে টাকা জুগিয়ে নিচ্ছে যেন আমার কাছে টাকা চাইতে না হয়।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব জানান, টুম্পা স্কুলজীবন থেকেই সংগ্রাম করে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। তিনি অনেক মেধাবী। তার লেখাপড়া ও পরিবারের প্রতি সব সময়ই সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি ছিল এবং থাকবে। ছুটিতে বাড়িতে এসে ডিম বিক্রির এই ভালো কাজটি অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক এবং প্রশংসনীয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিদ্যুতের মিটার চুরির হিড়িক, টাকা দাবি করে চোরের চিরকুট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
বিদ্যুতের মিটার চুরির হিড়িক, টাকা দাবি করে চোরের চিরকুট
ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রামে এক রাতেই ২০টি পল্লী বিদ্যুতের সেচ মিটার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গতকাল শনিবার দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা, নাগরকান্দি ও ডেওয়াবাড়ী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র মাঠের গভীর নলকূপের মিটার চুরি করে নিয়ে যায়।

চোরেরা চুরি হওয়া মিটার বক্সের পাশে টাকা দাবি করে একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে দমদমা গ্রামের গভীর নলকূপের মালিক উজ্জ্বল হোসেন, রেজাউল করিম, আলমগীর হোসেন ও রুহুল আমিন জানান—দমদমা, নাগরকান্দি ও ডেওয়াবাড়ী গ্রামে গভীর নলকূপের প্রায় ২০টি বৈদ্যুতিক সেচ মিটার চুরি হয়। চোরচক্র মিটারগুলো চুরির পর চিরকুটে একটি নম্বর রেখে যায়। মিটারের গ্রাহকরা ওই নম্বরে যোগাযোগ করলে তাদের নিকট থেকে প্রতিটি মিটার ফেরতের জন্য ৭-৮ হাজার করে টাকা দাবি করে।

এ টাকা ওই নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

এ ঘটনায় নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু মুছা সরকার বলেন, মিটার চুরি ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে জামায়াত : শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে জামায়াত : শাহজাহান চৌধুরী
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম সম্পর্কে জানা ও জ্ঞানার্জন করা ফরজ। ইসলামের দাওয়াত ব্যাপকভাবে সাধারণ মানুষের নিকট পৌঁছাতে হবে। জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন।

ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে।’

রবিবার (১৩ এপ্রিল) জামায়াতে ইসলামী বায়েজিদ থানার ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শাহজাহান চৌধুরী বলেন, ‘জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে কাজ করে। এটি একটি সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ দল।

জামায়াতে ইসলামী একাধারে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সংস্কারমূলক দল।’

ঈদ পুনর্মিলনী সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের, বায়েজিদ থানা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, জামায়াত নেতা জাফর আলম, সরওয়ার আলম ও ওসমান গণি প্রমুখ।

মন্তব্য

প্রেমিককে খুনের অভিযোগে প্রেমিকা ও তার বাবা গ্রেপ্তার

ববিশাল অফিস
ববিশাল অফিস
শেয়ার
প্রেমিককে খুনের অভিযোগে প্রেমিকা ও তার বাবা গ্রেপ্তার
প্রতীকী ছবি

বরিশালে ছুরিকাঘাতে প্রেমিক মাসুদুর রহমান খুনের অভিযোগে প্রধান অভিযুক্ত প্রেমিকা হালিমা বেগম শান্তা (৩১) ও তার বাবা শওকত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের মোল্লার দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আরো পড়ুন
ভারতে মুসলিম নির্যাতন বন্ধে কঠোর বার্তা দিন : ইসলামী আন্দোলন

ভারতে মুসলিম নির্যাতন বন্ধে কঠোর বার্তা দিন : ইসলামী আন্দোলন

 

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, মাসুদ খুনের ঘটনায় তার ভাইয়ের  করা মামলায় গ্রেপ্তার করে মাসুদের প্রেমিকা ও তার বাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, মামলায় মাসুদের ভাই অভিযোগ করেছেন টাকা ছিনিয়ে নিতে প্রেমিকা শান্তা মাসুদকে ছুরিকাঘাত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজীব রেজা জানান, অভিযুক্ত হালিমা বেগম ওরফে শান্তার সঙ্গে মাসুদুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন থেকে শান্তা তার (নিহত ব্যবসায়ীর) টাকা-পয়সা আত্মসাৎ করে আসছেন। ঘটনার দিনও মাসুদের সাথে থাকা টাকা নিতে চেয়েছিলেন শান্তা।

মাসুদ দিতে অস্বীকৃতি জানালে ওই ঘটনা ঘটে।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, ২ উপজেলায় ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, ২ উপজেলায় ১৪৪ ধারা জারি
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রানীশংকৈল উপজেলায় জমি দখল নিয়ে চলমান বিরোধ রূপ নিয়েছে সহিংসতায়। পর পর দুটি এলাকায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসন উভয় উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে হরিপুর উপজেলার আমগাঁও কিশমত গ্রামে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় শনিবার রাতে ধর্মগড় বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত আটঘরিয়া বাজারেও সংঘর্ষ ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এখনো ওই এলাকায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

এদিকে টানা সহিংসতার জেরে হরিপুর ও রানীশংকৈলের সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। জনসাধারণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে, বন্ধ রয়েছে স্বাভাবিক জনজীবন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ