<p style="text-align:justify">জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘দেশকে অশান্ত করতে আওয়ামী অপশক্তি নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। জাতির ঐক্যের মাধ্যমে এটিকে প্রতিহত করতে হবে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে মানবতারিরোধী অপরাধ ও গণহত্যায় দায়ীদের বিচার নির্বাচনের পূর্বে নিশ্চিত করতে হবে।’</p> <p style="text-align:justify">রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টায় চট্টগ্রামের দেওয়ান বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।</p> <p style="text-align:justify">বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন প্রমুখ।</p>