চাঁদপুরে ভোররাতে মিনি ট্রাক নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আন্তঃজেলা ডাকাতদলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডাকাতদল চক্রের এই ৫ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ দেশে তৈরি একটি এলজি, আরো বেশকিছু দেশীয় এবং এবং ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বেলাল হোসেন (৩৮), মো. সুমজন (২৯), লিটন (২৫), আব্দুল হালিম রকি (২৩)। এই ৪ জনের বাড়ি নোয়াখালী এবং আরেকজন মামুন (৩৮)এর বাড়ি লক্ষ্মীপুরে। আজ মঙ্গলবার দুপুরে তিন দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।
আরো পড়ুন
একজন ইমামের রাজনৈতিক নিপীড়নের গল্পে বইমেলায় ‘কালচক্রের কয়েদি’
জানা যায়, চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকার একটি ভাড়া বাসায় গত কয়েকদিন ধরে অবস্থান করছিল একদল ডাকাত।
সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। সেই অভিযান সফল করতে যৌথ বাহিনীর সঙ্গে গোয়েন্দা পুলিশের অবস্থান। আজ মঙ্গলবার ভোররাতে চাঁদপুর শহরের সেই বাসা থেকে বের হওয়া মাত্র তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘এর আগেও দুর্ধর্ষ এই ডাকাতদল দেশের বিভিন্নস্থানে ডাকাতি করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই তথ্য স্বীকার করেছে। তারা চাঁদপুর শহরের ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এলাকায় বাসা ভাড়া নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তবে ধরা না পড়লে কোনো একটি পরিবারের সর্বনাশ হয়ে যেত।’
এদিকে, আন্তুঃজেলা ডাকাতদলের সশস্ত্র সদস্যদের আটক করতে সক্ষম হওয়ায় পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাজহারুল ইসলামকে পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান প্রমুখ।