স্কুলে যায় না ১২ বছরের নুরুজ্জামান, কাঁধে সংসারের ভার

সোহেল আহমেদ, বীরগঞ্জ
সোহেল আহমেদ, বীরগঞ্জ
শেয়ার
স্কুলে যায় না ১২ বছরের নুরুজ্জামান, কাঁধে সংসারের ভার
মা-বাবা, দাদি ও ছোটবোনের সঙ্গে নুরুজ্জামান। ছবি : কালের কণ্ঠ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কাজল গ্রামের ১২ বছর বয়সী নুরুজ্জামান জীবনযুদ্ধে এক অক্লান্ত সৈনিক। জন্মের পর থেকেই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এই কিশোরের জীবন অন্যদের চেয়ে ভীষণ আলাদা। তার বাবা শারীরিকভাবে প্রতিবন্ধী, মা মানসিক ভারসাম্যহীনের মতো, সংসারের উপার্জনক্ষম কেউ নেই। ছোট্ট বয়সেই নুরুজ্জামান হয়ে উঠেছে পরিবারের একমাত্র ভরসা।

নুরুজ্জামান জানায়, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে বাদামের ঝুড়ি নিয়ে গিয়ে স্থানীয় বাজার থেকে ৩০০ টাকায় আড়াই কেজি বাদাম কিনে আনে। এসব ভেজে দেন তার দাদি। এরপর নুরুজ্জামান বাদাম নিয়ে বের হয় যায় বীরগঞ্জ পৌর শহরের অলিগলিতে। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ-বৃষ্টি উপেক্ষা করে বাদাম বিক্রি করে সে।

কোনো দিন ৪৫০, কোনো দিন ৫০০ টাকার বাদাম বিক্রি হয়। খরচ বাদে ১৫০-২০০ টাকা লাভ হয়। দাদি ভিক্ষা করেন, তার আর আমার বাদাম বিক্রির টাকায় আমাদের সংসার চলে।

আরো পড়ুন
সন্ত্রাসী কার্যক্রম ও রাজনীতিকে ‘লাল কার্ড’ দেখালেন কুয়েট শিক্ষার্থীরা

সন্ত্রাসী কার্যক্রম ও রাজনীতিকে ‘লাল কার্ড’ দেখালেন কুয়েট শিক্ষার্থীরা

 

বাবা-মা অসুস্থ, দাদি রান্না করে দেন জানিয়ে সে বলে, ‘আমাদের থাকার জায়গা দুই শতক জমি ব্যতীত আর কিছু নেই।

বাদাম বিক্রি না করলে কেউ খেতে পারব না। ছোট বোন মাদরাসায় পড়ে, তার খরচও আমাকে চালাতে হয়।’

এ সময় নুরুজ্জামানের দাদি কেঁদে বলেন, ‘এই বয়সে ছেলেটার স্কুলে থাকার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সংসারের ভার এখন তার ছোট্ট কাঁধে। এটা ভেবে খুব কষ্ট লাগে।

প্রতিবেশী সাদেকুল ইসলাম বলেন, ‘ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে। আমরা চেষ্টা করি সাহায্য করতে, কিন্তু তা যথেষ্ট নয়। যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসতেন, তাহলে হয়ত তার জীবনটা এমন হত না।’

আরো পড়ুন
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বার্মিংহামে সম্প্রীতি কনসার্ট

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বার্মিংহামে সম্প্রীতি কনসার্ট

 

স্থানীয় মসজিদের ইমাম মো. মিজানুর রহমান বলেন, ‘নুরুজ্জামান আমার প্রতিবেশী। আমিও যথাসাধ্য সাহায্য করি। কিন্তু এই বয়সী ছেলেদের পড়াশোনা করার কথা, খেলার মাঠে সময় কাটানোর কথা। দারিদ্র্য আর পারিবারিক সংকট তাদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করছে। যদি সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে আসতেন, তাহলে হয়ত সে আবার পড়ালেখায় ফিরতে পারত।’

পাল্টাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. রুস্তম আলী বলেন, ‘এই পরিবারটি অত্যন্ত অসহায়। আমি আমার সাধ্য অনুযায়ী সাহায্য করি এবং সরকারি কোনো অনুদান এলে তাদের দেওয়ার চেষ্টা করি।’

বীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘নুরুজ্জামানের বাবা আব্দুস সালাম প্রতিবন্ধী ভাতা পান। তবে এই পরিবারের আরো সহায়তা প্রয়োজন। আবেদনের প্রেক্ষিতে আমরা তাদের সহযোগিতার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’

মন্তব্য

সম্পর্কিত খবর

চাঁদাবাজরা মনে করছে চাঁদা আদায় করা তাদের দায়িত্ব : আসিফ মাহমুদ

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
চাঁদাবাজরা মনে করছে চাঁদা আদায় করা তাদের দায়িত্ব : আসিফ মাহমুদ
ছবি: কালের কণ্ঠ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ফ্যাসিবাদী শাসনের কারণে আমরা এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করেছি যে, অনেকেই মনে করেছেন চাঁদা দেওয়া মনে হয় আমার দায়িত্ব। আবার যারা চাঁদা নেয় তারাও মনে করছেন চাঁদা নেওয়া এটা আমার অধিকার। কারণ, দীর্ঘদিন ধরে তো এভাবে চলে আসছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আসিফ মাহমুদ বলেন, আমরা চাঁদাবাজদের স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণ-অভ্যুত্থানের পর এ ধরনের প্র্যাকটিস আর বরদাশত করা হবে না। ফ্যাসিবাদী সময়ে চাঁদাবাজি ও মাদকব্যবসায় জড়িত হয়ে যারা সমাজ এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে, তাদের শক্ত হাতে দমন করা হবে।

সারা দেশের তরুণদের আহ্বান জানিয়ে এই উপদেষ্টা বলেন,  আপনারা যেখানে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে চাঁদাবাজি দেখবেন, সেখানেই প্রতিবাদ করবেন। রুখে দাঁড়াবেন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী চাঁদাবাজি দমনে কাজ করছেন। আপনারা তাদের সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম ও শিশু-কিশোররা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা তাদের যেভাবে গড়ে তুলব, তারা ঠিক সেভাবেই গড়ে উঠবে।

পরিশেষে আমরা সেরকমই একটি বাংলাদেশ পাব।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ প্রমুখ। 


 

মন্তব্য

এনসিপিতে কেউ কারো দাস নয় : সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
এনসিপিতে কেউ কারো দাস নয় : সারজিস আলম
ছবি : কালের কণ্ঠ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) কেউ কারো দাস নয় বলে মন্তব্য করেছেন দলটির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নিজ জেলা পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে গণসংযোগকালে এই কথা বলেন তিনি। 

সারজিস আলম বলেন, ‘প্রত্যেকটা মানুষ একজন থেকে আরেকজন আলাদা। এই দলে কেউ কারো দাস নয়।

আমাদের ওই স্বাধীনতাটুকু আছে যে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি। তার পরও আমাদের নিজেদের মধ্যে যদি মতানৈক্য থাকে নিজেরা আরো কথা বলে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের এই মনোভাব আছে যে আমরা যদি কখনো ভুল করি সেই ভুল সংশোধন করে নিজেরা সামনের দিকে এগিয়ে যাব।’

আরো পড়ুন
ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের

ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের

 

তিনি আরো বলেন, ‘তরুণ প্রজন্ম আর জ্যেষ্ঠদের অভিজ্ঞতার আলোকেই আমাদের দলটি চলবে।

তরুণ প্রজন্মকে অবজ্ঞা করার সুযোগ নেই। আগের বাংলাদেশ ও এখনকার বাংলাদেশের অনেক পার্থক্য। এই তরুণ প্রজন্মের যে হিম্মত ও সাহস মনোভাব তা বিগত সময়ে অভাব ছিল বলেই তারা খুনি হাসিনাকে তাড়াতে পারেনি। এই তরুণ প্রজন্ম ঐক্যবন্ধভাবে নেতৃত্ব দিয়ে খুনি হাসিনাকে তাড়াতে পেরেছে মানে এই তরুণ প্রজন্মের মধ্যে কিছু না কিছু আছে।
যারা খুনি হাসিনার মতো মানুষকে দেশ ছাড়া করতে পারে তারা একটা জেলার দায়িত্ব নিতে পারে, একটা দেশের দায়িত্ব নিতে পারে ঐক্যবদ্ধভাবে। আমাদের ওপর এই আস্থাটা রাখা হলে, আমাদের সুযোগ দেওয়া হলে আমরা ঐক্যবদ্ধভাবে পুরো বাংলাদেশের জন্য কাজ করে যাব।’

আরো পড়ুন
চীন ও বাংলাদেশ সম্পর্ক আরো গভীর করবে

চীন ও বাংলাদেশ সম্পর্ক আরো গভীর করবে

 

তিনি বলেন, ‘আমি গ্রামের বাজার ঘুরে দেখেছি বেশির ভাগ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনশীল রয়েছে। আলুসহ কিছু শাক-সবজির দাম আরো কমেছে। এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিতে চাই।

তবে কৃষকেরও ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করতে হবে। এ জন্য কৃষিজ শস্যের দাম সামঞ্জস্য রাখতে হবে। যেন কৃষকরা লাভ করতে পারেন এবং ক্রেতারাও সাধ্যমতো কিনতে পারেন। এটা মনে রাখতে হবে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’

মন্তব্য

সীমান্তবর্তী গ্রাম থেকে তিন কেজি সোনাসহ যুবক আটক

অনলাইন প্রতিবেদক
অনলাইন প্রতিবেদক
শেয়ার
সীমান্তবর্তী গ্রাম থেকে তিন কেজি সোনাসহ যুবক আটক

চুয়াডাঙ্গায় তিন কেজি ছয় গ্রাম ওজনের ৩০টি সোনার বার, টুকরাসহ আফসার আলী (২৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। জেলার ভারত সীমান্তবর্তী ছয়ঘড়িয়া গ্রাম থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়।  

আটক আফছার চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান।

 

নাজমুল হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ছয়ঘড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকার দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে আটক আফসার আলীর শরীর তল্লাশি করে তার কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৬টি সোনার বার, ১৪টি সোনার টুকরা জব্দ করা হয়। জব্দ করা সোনার ওজন তিন কেজি ছয় গ্রাম।

যার আনুমানিক মূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় মামলা দায়ের ও আটক আসামিকে থানায় সোপর্দ এবং জব্দ করা সোনা ট্রেজারিতে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন বলেন জানান তিনি।

মন্তব্য

ছাত্রদল নেতার বিরুদ্ধে দুই সাংবাদিককে মারধরের অভিযোগ

বরিশাল অফিস
বরিশাল অফিস
শেয়ার
ছাত্রদল নেতার বিরুদ্ধে দুই সাংবাদিককে মারধরের অভিযোগ
ছবি : কালের কণ্ঠ

বরিশাল নগরের জেলা ও দায়রা জজ আদালত এলাকায় দুই সাংবাদিককে মারধর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে এ হামলা হয়। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে এ হামলা হয় বলে আক্রান্ত দুই সাংবাদিক জানিয়েছেন। 

হামলার শিকার দুই সাংবাদিক হলেন বরিশাল থেকে প্রকাশিত ভোরের আলো পত্রিকার নুরুল আমিন রাসেল ও বরিশাল মুখপাত্রের মনির হোসেন।

তাদেরকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন
সেনা সদস্যকে মারধর, ছাত্রদল সভাপতির পদ স্থগিত

সেনা সদস্যকে মারধর, ছাত্রদল সভাপতির পদ স্থগিত

 

 হামলার প্রতিবাদে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে উপযুক্ত বিচারের আশ্বাস দিলে সাংবাদিকরা শান্ত হন। 

আহত নুরুল আমিন রাসেল জানান, মুলাদী উপজেলার আব্বাস নামক এক আওয়ামী লীগ নেতার একটি মামলায় বৃহস্পতিবার জামিন শুনানি ছিল।

ছাত্রদল নেতা সোহেল রাঢ়ীর নেতৃত্বে একদল যুবক তাকে মারধর করতে আদালত চত্বরে যায়। এ খবর পেয়ে তিনি (আমিন) ও সহকর্মী ছবি তুলতে গেলে সোহেলের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। ক্যামেরা ও মোটরসাইকেল ভাঙচুরের পর মোটরসাইকেলটিতে আগুন দেয় হামলাকারীরা।

আরো পড়ুন
শুক্রবার খোলা থাকবে সরকারি ৪ ব্যাংক, লেনদেন ২ ঘণ্টা

শুক্রবার খোলা থাকবে সরকারি ৪ ব্যাংক, লেনদেন ২ ঘণ্টা

 

অভিযুক্ত ছাত্রদল নেতা সোহেল রাঢ়ী বলেন, মুলাদীর আব্বাস দুই দিন আগে ছাত্রদলের সহসভাপতি শাওন হাওলাদারকে মারধর করেছে।

এ ঘটনায় শাওন আববাসের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার আদালতপাড়া সংলগ্ন ফজলুল হক এভিনিউতে আব্বাসকে পেয়ে আটকের চেষ্টা করা হয়। তখন দুই সাংবাদিক এসে আব্বাসের পক্ষে হামলা চালায়। ছাত্রদলের নেতাকর্মীরা ভেবেছিল ওই গাড়ি আব্বাসের। এ কারণে গাড়িতে আগুন দেওয়া হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ