চৌদ্দগ্রাম

দেশে প্রথমবারের মতো মহিলা সম্মেলন করল জামায়াত

  • শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলাম, আল্লাহ কবুল করেছে দেশ ত্যাগ : নায়েবে আমির ডা. তাহের
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
দেশে প্রথমবারের মতো মহিলা সম্মেলন করল জামায়াত
প্রথম মহিলা সম্মেলনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : কালের কণ্ঠ

দেশে প্রথম বারের মতো মহিলাদের নিয়ে সম্মেলন করল জামায়াতে ইসলামী। ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর প্রকাশ্যে জামায়াত ও ছাত্র শিবিরের একাধিক সমাবেশ অনুষ্ঠিত হলেও নারীদেরকে নিয়ে এই প্রথমবারের মতো সম্মেলন করল দলটি। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ. জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।

আরো পড়ুন
‘এ টি এম আজহারকে মুক্তি না দিলে তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হোন’

‘এ টি এম আজহারকে মুক্তি না দিলে তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হোন’

 

সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, 'আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ, মহান আল্লাহ কবুল করেছে দেশ ত্যাগ।

বিগত ১৫ বছর শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার হিসাবে দেশ পরিচালনা করে এসেছে। তার নেতা-কর্মীদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। মা হারিয়েছে তার সন্তানকে, বোন হারিয়েছে তার ভাইকে, আর স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। আল্লাহর অশেষ রহমতে এই জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি।
'
 
ডা. তাহের আরো বলেন, 'আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম, তখন চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। চৌদ্দগ্রাম ছিল একটি শান্তির বাগান। ছিলো না কোনো অস্ত্রের ঝনঝনানি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চৌদ্দগ্রামে ত্রাশের রাজত্ব কায়েম করেছে।
'

আরো পড়ুন
জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন ফখরুল

জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন ফখরুল

 

তিনি আরো বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে যেন জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করতে পারেন সে জন্য আপনারা আমাদের মা বোনদের কাছে গিয়ে জামায়াতে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন।'

আরো পড়ুন
আইইউবিএটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আইইউবিএটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে মহিলা সমাবেশে আরো বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজনৈনিক ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, জেলা জামায়াতের আমির এড. মু. শাহজাহান, মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারী শাহিনা আক্তার, অঞ্চল সহকারী ফেরদৌসি সুলতানা, শাহিন আক্তার প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

নরসিংদীতে কথা-কাটাকাটির জেরে ৪ জনকে কুপিয়ে জখম

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
শেয়ার
নরসিংদীতে কথা-কাটাকাটির জেরে ৪ জনকে কুপিয়ে জখম
প্রতীকী ছবি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে নরসিংদীতে চারজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার (৩১ মার্চ) দুপুরে নরসিংদী পৌর শহরের প্রাণকেন্দ্র হেমেন্দ্র সাহার মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এদিকে আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকৎসা শেষে চার জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একজনের কাটা আঙুল উদ্ধার করেন।
 
আহতরা হলেন শহরের বানিয়ারসল এলাকার অটোচালক রমজান মিয়া, তার ছেলে রিফাত, মুহিম ও সাঠিরপাড়া এলাকার ফয়সাল। এদের মধ্যে ফয়সালের গলা কেটে জবাই করার চেষ্টা করে সন্ত্রাসীরা।
তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত রিফাত জানিয়েছেন, আজ অটোরিকশায় তিনি ও তার বাবা রমজান মিয়া যাত্রী নিয়ে বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। রিকশাটি হেমেন্দ্র সাহার মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের অটোর ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে রমজান মিয়ার কথা-কাটাকাটি হয়।

কথা-কাটাকাটির এক পর্যায়ে মোটোরসাইকেল চালক ও অটোচালকের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে মোটোরসাইকেল চালক ফোন করে সন্ত্রাসীদের নিয়ে আসে। সন্ত্রাসীরা এসেই চাপাতি দিয়ে এলোপাতাড়ি অটোচালককে কোপাতে থাকে। ওই সময় তাদের বাঁচাতে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরও কুপিয়ে জখম করে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিনিয়র কনসালট্যান্ট ডা. অসিম কুমার সাহা জানান, শরীরের বিভিন্ন জায়গায় কাটাসহ মাল্টিপল ইনজুরি নিয়ে চারজন হাসপাতালে এসেছে।

এর মধ্যে ফয়সাল নামে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তার গলা কাটা ও বড় ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকেই ঢাকায় পাঠানো হয়েছে।

সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. এমদাদ হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। কারা এই ঘটনা সঙ্গে জড়িত তাদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

বিএনপি নেতার সশস্ত্র তাণ্ডব, আটক ১৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিএনপি নেতার সশস্ত্র তাণ্ডব, আটক ১৪
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদের আগের রাতে বিএনপি নেতা ও সাবেক মেয়র মহসিন মিয়া মধুর নেতৃত্বে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মধুবাহিনীর হামলায় প্রায় ৪০-৫০ জনের মতো আহত হয়েছে। পরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে অস্ত্রসহ বিএনপি নেতা মধু ও তার ১৪ সহযোগীকে আটক করে।

সোমবার (৩১ মার্চ) রাতে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মধুর লোকজন ২০-২৫টি টমটম ভাঙচুর করেছে বলে জানা যায়। 

জানা যায়, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসীন মিয়া মধু মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগ‌ঞ্জ আস‌নে বিএন‌পির ম‌নোনয়‌নপ্রত্যাশী। ন্যাশনাল টি কম্পানির পরিচালক পদেও দায়িত্ব পালন করছেন তিনি।

স্থানীয়রা জানায়, শ্রীমঙ্গল শহরের গদার বাজার এলাকায় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মহসিন মধু গাড়ি নিয়ে তার পরিচালিত বিনালাভের বাজারে যান।

এ সময় পার্কিং নিয়ে টমটম স্ট্যান্ডের চালকদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ নিয়ে পার্শ্ববর্তী পশ্চিমভাড়াউড়া গ্রামের মেম্বার আনারের সঙ্গেও তর্কাতর্কি হয় বিএনপি নেতা মধুর। 

এর জের ধরে মধুর লোকজন এসে গদারবাজার এলাকার আশপাশ ও সোনামিয়া রোড থেকে আলাবক্স জামে মসজিদ পর্যন্ত ব্লক করে টমটম ড্রাইভারদের মারধর ও ভাঙচুর চালায়। এতে ২০-২৫টির মতো টমটম ভাঙচুর হয়।

পরে পশ্চিম ভাড়াউড়া গ্রামের টমটম চালকরা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মধুর লোকজনকে ধাওয়া করে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে ভোররাত পর্যন্ত। 

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও ৫৬ রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় শহরে দোকানপাটে আটকে পড়া সাধারণ মানুষদের নিরাপদে সরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়।

যৌথ বাহিনীর নেতৃত্বে রাতেই বিএনপি নেতা মধুর বাসা থেকে অস্ত্রসহ ১৪ জনকে আটক করা হয়। আটককৃতদের তালিকায় তার ভাই, ছেলে, ভাতিজা আছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন বলেন, মহসিন মিয়া মধু সুকৌশলে বিনালাভের বাজার নাম দিয়ে শহরের সবজির বাজার, গদারবাজারে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এ ছাড়া সারা শহর জুড়ে তার লোকজন পেশিশক্তি দিয়ে দখল ও চাঁদাবাজিতে লিপ্ত। বেশির ভাগ জায়গা তার দখলে নেন। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিএনপি নেতা মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ৩ জনকে জখম, বাড়িঘর ভাঙচুর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ৩ জনকে জখম, বাড়িঘর ভাঙচুর
সংগৃহীত ছবি

ভাঙ্গায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবা, চাচা ও ফুফাতো ভাইকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গুরুতর আহত ওই ছাত্রীর বাবা গফফার মিয়া (৫৫), চাচা ছত্তার মিয়া (৬০) ও ফুফাতো ভাই তাইমুর মাতুব্বরকে (১৯) প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

 

আরো পড়ুন
ঈদের দিনেও কর্মব্যস্ত ঢাকা মেডিক্যাল, পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি

ঈদের দিনেও কর্মব্যস্ত ঢাকা মেডিক্যাল, পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে (১৭) সপ্তাহখানেক আগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০), সাকিব মোল্লা (২২) উত্ত্যক্ত করেন। বিষয়টি ওই স্কুলছাত্রী বাড়ি এসে বাবা-মাকে জানায়। ওই ছাত্রীর বাবা ও চাচা বিষয়টি ওই বখাটেদের অভিভাবকদের জানান। এতে ওই বখাটেরা আরো বেপরোয়া হয়ে পড়েন।

 

স্কুলছাত্রীর চাচা আবু সাঈদ মিয়া বলেন, সিয়াম, রিফাত, সাকিব আমার ভাতিজিকে ইভ টিজিং করেন। বিষয়টি তাদের অভিভাবকদের জানাই। সর্বশেষ গত রবিবার (৩০ মার্চ) গভীর রাতে আমাদের বাড়ির সামনে এসে ওরা আতশবাজি ফোটায়। ২-৩টি আতশবাজি বাড়ির ভিতরে নিক্ষেপ করে।

এ সময় আমরা বাধা দিই। একপর্যায়ে ওরা চলে যায়। আমরা বিষয়টি পুনরায় তাদের অভিভাবকদের জানাই। এরপর সোমবার সকাল ১১টার দিকে ওই তিন বখাটেসহ ১০-১২ জন এসে বাড়ির ভিতরে ঢুকে আমার দুই ভাই ও বেড়াতে আসা এক ভাগ্নেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় আমাদের বাড়ির ৩টি ঘর ভাঙচুর ও লুটপাট করে।
 

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ‘ইভ টিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র ৩ জনকে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত পরিবারের সদস্যদের থানায় এসে অভিযোগ দিতে বলেছি। সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি।’

প্রাসঙ্গিক
মন্তব্য

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত

ঈদুল ফিতরের খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া এ সময় কোরআন তিলাওয়াত-হামদ ও নাত প্রতিযোগিতাসহ কয়েকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিরেন উপজেলার শৈলজানি আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শাহেদুজ্জামান, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, প্রবাসী মো. শাহজাহান খন্দকার, পাকুন্দিয়া প্রেস ক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার ও আব্দুল কাদির সরকার। 

আয়োজনকরা বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ও ভাগাভাগি করে দিতে আমরা এ অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামী ঈদেও আমরা এসব খেলার আয়োজনের ব্যবস্থা করব।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ